Advertisement

Ballon d'Or Karim Benzema: ব্যালন ডি'ওর জিতলেন রিয়াল তারকা বেনজেমা, জিদানের উত্তরসূরি

Ballon d'Or: ৩৪ বছরের মাদ্রিদ স্ট্রাইকার ৪৬টি ম্যাচে ৪৪টি গোল করেছেন গত মরশুমে। বেনজেমার দুর্দান্ত পারফর্ম্যান্সেই UEFA চ্যাম্পিন্স লিগ ও La Liga জিতেছে রিয়াল মাদ্রিদ।

ব্যালন ডি ওর হাতে বেনজেমা, ছবি: রয়টার্সব্যালন ডি ওর হাতে বেনজেমা, ছবি: রয়টার্স
Aajtak Bangla
  • প্যারিস,
  • 18 Oct 2022,
  • अपडेटेड 10:03 AM IST
  • ৪৬ ম্যাচে ৪৪ গোল
  • বয়স তো একটা সংখ্যা মাত্র
  • ব্যালন ডি'ওর পেল ম্যাঞ্চেস্টার সিটি

এ বছরের অর্থাত্‍ ২০২২ সালের ব্যালন ডি'ওর (Ballon d'Or) খেতাব পেলেন রিয়াল মাদ্রিদ তারকা করিম বেনজেমা (Karim Benzema)। এটাই তাঁর প্রথম ব্যালন ডি'ওর। করিমের কথায়, 'ট্রফিটা হয়ত ব্যক্তিগত, কিন্তু দলের বাকিদের চেষ্টা ছাড়া এই খেতাব জেতা সম্ভব ছিল না।'

৪৬ ম্যাচে ৪৪ গোল

৩৪ বছরের মাদ্রিদ স্ট্রাইকার ৪৬টি ম্যাচে ৪৪টি গোল করেছেন গত মরশুমে। বেনজেমার দুর্দান্ত পারফর্ম্যান্সেই UEFA চ্যাম্পিন্স লিগ ও La Liga জিতেছে রিয়াল মাদ্রিদ। প্যারিসে গ্ল্যামারাস অনুষ্ঠানে বেনজেমার হাতে ব্যালন ডি'ওর পুরস্কার তুলে দেন ১৯৯৮ সালের ব্যালন ডি'ওর জয়ী প্রাক্তন ফুটবলার জিনেদিন জিদান। 

আরও পড়ুন

বয়স তো একটা সংখ্যা মাত্র

বেনজেমার বয়স ৩৪ বছর। এত বেশি বয়সে ব্যালন ডি'ওর খেতাব জেতার নজির বিশেষ নেই। ব্যালন ডি'ওর হাতে করিম বলেন, 'বয়স তো একটা সংখ্যা মাত্র। এই জয় আসলে সার্বিক জয়। টিমের বাকি সদস্যদের সাহায্য ছাড়া আপনি গোল করতে পারবেন না। ফুটবল পুরোপুরি টিম গেম। আমি সর্বদাই টিম প্লেয়ার।'

২০০৯ সালে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন বেনজেমা। তাঁর কথায়, 'আমি কখনও হাল ছাড়িনি। রিয়াল মাদ্রিদে যোগ দিতে পারা সৌভাগ্য। বিশ্বের সেরা ক্লাব। আমি সর্বদা ফোকাসড থেকেছি।' ২০২১-২২ মরসুমে ১৪তম চ্যাম্পিয়ন্স লিগ জয় পেয়েছিল রিয়াল। আর সেই জয়ে বড় অবদান ছিল তাঁর। এই মরশুমে ১৫টি গোল করেছিলেন বেনজেমা। একের পর এক ম্যাচে রিয়ালকে চ্যাম্পিয়ন করার মূল কাণ্ডারি তিনি। এছাড়াও গতবার রিয়ালের লা লিগা জয়েও বড় অবদান রেখেছিলেন তিনি। সর্বোচ্চ ২৭ গোল ছিল তাঁর ঝুলিতে।

ব্যালন ডি'ওর পেল ম্যাঞ্চেস্টার সিটি

বেনজেমার আগে শেষবার ফরাসি ফুটবলার হিসেবে শেষবার ব্যালন ডি'ওর জিতেছিলেন জিদান। ১৯৯৮ সালে। জিদানের প্রশংসায় বেনজেমা বলেন, 'জিজু আমার বড় ভাই। আমার কোচ ছিলেন। আমার দেখা সেরা ফরাসি ফুটবলার জিজু।'

Advertisement

সেরা ক্লাব হিসেবে ব্যালন ডি'ওর খেতাব পেল ম্যাঞ্চেস্টার সিটি।

Read more!
Advertisement
Advertisement