
৭ বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে দুরমুশ করে বিশ্বকাপের ফাইনালে টিম ইন্ডিয়া। জেমাইমা এবং হরমনপ্রীতের মতোই এই জয়ের নেপথ্য কারিগরের তালিকায় উজ্জ্বল বাংলার মেয়ে রিচার নামও। অথচ সেমিফাইনালের ২৪ ঘণ্টা আগেও রিচা ঘোষ জানতেন না তিনি আদৌ খেলবেন কি না।
গ্রুপ স্টেজে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলার সময় আঙুলে চোট পেয়েছিলেন ভারতীয় মহিলা দলের কিপার-ব্যাটার রিচা ঘোষ। অথচ বিশ্বকাপ ক্রিকেটের এই সফরে এখনও পর্যন্ত দারুণ ছন্দে রয়েছেন তিনি। ব্যাট হাতে এবং উইকেটের পিছনে তাঁর ফর্ম নজর কেড়েছে সকলেরই। কিন্তু তাল কাটে তাঁর আঙুলের চোট। সেমিফাইনালে অনিশ্চিত হয়ে পড়েন বাংলার মেয়ে।
তবে শেষ পর্যন্ত ভাগ্যের শিকে ছেঁড়ে। সেমিফাইনালে খেলার সুযোগ পান রিচা ঘোষ। আর সুযোগ পেয়েই নিজের জাত চেনান তিনি। উইকেটের পিছনে এবং সামনে, দুই জায়গাতেই ছাপ রাখেন রিচা। ৩ অজি ক্রিকেটারকে রান আউট করানোর নেপথ্যে তাঁর দক্ষতা এবং ক্ষিপ্রতার পরিচয় পেয়েছে ক্রিকেটপ্রেমীরা। অ্যাশলেগ গার্ডনার, তাহিলা ম্যাকগ্রা, কিম গ্রাথ পরপর ৩ অজি ব্যাটার তাঁর হাতেই রান আউট হন। এছাড়াও দীপ্তি শর্মার বলে আলানা কিংকে স্টাম্পিং করেন তিনি।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে ব্যাট হাতে বড় স্কোর না করলেও, জেমাইমাকে যোগ্য সঙ্গ দিয়েছেন রিচা ঘোষ। ১৬ বলে ২৬ রান করেন, যা সেই সময়ে দাঁড়িয়ে ছিল কার্যকরী। অজিদের পাহাড় প্রমাণ রান ৩৩৮ রানের পর জয়ের জন্য তাঁর এই ছোট অথচ বিধ্বংসী ইনিংস কাজে দিয়েছে। রিচা ২টি চার ও ২টি ছক্কা মারেন।