Advertisement

Richa Ghosh: অকশনে কামাল বাংলার রিচার, দাম উঠল ১ কোটি ৯০ লক্ষ; কোন দলে খেলবেন ?

মহিলাদের আইপিএল-এর (WPL Auction) নিলামে নজর কাড়লেন বাংলার রিচা ঘোষ (Richa Ghosh)। প্রথমবার মহিলাদের প্রিমিয়ার লিগ (WPL 2023) অনুষ্ঠিত হতে চলেছে। সেই টুর্নামেন্টের নিলাম অনুষ্ঠিত হচ্ছে মুম্বইয়ে। আর সেখানেই ১ কোটি ৯০ লক্ষ টাকা দর পেলেন বাংলার উইকেটকিপার ব্যাটার।

রিচা ঘোষরিচা ঘোষ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 Feb 2023,
  • अपडेटेड 7:13 PM IST
  • দল পেলেন বাংলার রিচা
  • WPL-এ RCB-র হয়ে খেলবেন রিচা

মহিলাদের আইপিএল-এর (WPL Auction) নিলামে নজর কাড়লেন বাংলার রিচা ঘোষ (Richa Ghosh)। প্রথমবার মহিলাদের প্রিমিয়ার লিগ (WPL 2023) অনুষ্ঠিত হতে চলেছে। সেই টুর্নামেন্টের নিলাম অনুষ্ঠিত হচ্ছে মুম্বইয়ে। আর সেখানেই ১ কোটি ৯০ লক্ষ টাকা দর পেলেন বাংলার উইকেটকিপার ব্যাটার। মুম্বইতে অনুষ্ঠিত এই নিলামে রিচাকে নিয়ে প্রায় টানাটানি পড়ে গিয়েছিল। সেখান থেকে শিলিগুড়ির মেয়েকে নিজেদের দলে নিল বিরাট কোহলির (Virat Kohli) আরসিবি (Royal Challengers Bangalore)।

বিশ্বকাপ জিতেছেন রিচা
কিছুদিন আগেই রিচা অনূর্ধ্ব-১৯ টি২০ বিশ্বকাপ জিতেছেন। ফলে তাঁকে নিয়ে যে ফ্র্যাঞ্চেইজি গুলোর মধ্যে লড়াই হবে তা বোঝাই যাচ্ছিল। বেঙ্গালুরুর পাশাপাশি রিচাকে নেওয়ার লড়াইয়ে নেমেছিল দিল্লিও (Delhi Capitals Women)। ১৯ বছর বয়সী এই উইকেটকিপার ব্যাটারের সামনে এখন আরও এক বিশ্বকাপ (Women T20 World Cup) জয়ের হাতছানি। এখনও পর্যন্ত রিচা ভারতীয় দলের (Team India) হয়ে ৩১টি টি-২০ ম্যাচ খেলে ফেলেছেন। মিডল অর্ডারে দুরন্ত ব্যাটিংয়ের পাশাপাশি রিচার উইকেটকিপিং দক্ষতাও দারুণ।  

পাকিস্তানের বিরুদ্ধে দারুণ ইনিংস
কদিন আগেই দেশকে প্রথম অনুর্ধ্ব ১৯ মহিলা টি২০ (Under-19 Women World Cup) বিশ্বকাপ জিতিয়েছেন। এবার সিনিয়র টি২০ দলের হয়ে (T20 World Cup Women 2023) বিশ্বকাপ জেতাই লক্ষ্য। সেই লক্ষ্যে প্রথম ম্যাচেই পাকিস্তানকে (India vs Pakistan) হারিয়ে দারুণ শুরু করেছে ভারতের মেয়েরা। ২০ বলে  ৩১ রান করে নট আউট থেকেছেন রিচা। তাও আবার বিরাট চাপের মধ্যে। একেই বিশ্বকাপের মঞ্চ,তার ওপর আবার প্রতিপক্ষের নাম পাকিস্তান। ফলে লড়াই বেশ কঠিন ছিল। যার জেরে সমস্যায় পড়তে হয় পাক ক্রিকেটারদের। ভারত ৭ উইকেটে সহজ জয় হাসিল করে। তাও এক ওভার বাকি থাকতেই।

আরও পড়ুন

ফিনিশার হিসেবে জেমাইমা রডরিগেজের (Jemaima Rodrigues) সঙ্গে তাঁর নামও নিচ্ছে গোটা দেশ। তাঁদের খেলায় মুগ্ধ হয়ে টুইট করেছেন স্বয়ং সচিন তেন্ডুলকর। চোখে এখন কাপ জয়ের স্বপ্ন।

Advertisement
Read more!
Advertisement
Advertisement