Advertisement

Rinku Singh: চালাতেন অটো, জুটত আধ পেটা খাবার, হারা ম্যাচ জিতিয়ে বাজিগর সেই রিঙ্কুই

৯ জনের সংসার তাঁর কাঁধে। আইপিএল-এ (IPL 2023) শেষ ওভারের চাপ সেই জন্যই হয়ত বুঝতেই দিলেন না রিঙ্কু সিং (Rinku Singh)। শান্ত স্বভাবের রিঙ্কু নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) যা করলেন তা দেখে চোখ কপালে উঠেছে সকলের। বছর পাঁচেক আগে নাইটদের সংসারে ৮০ লক্ষ্য টাকায় তাঁকে কিনে নেয় শাহরুখ খানের (Shah Rukh Khan) দল। সেই শুরু তারপর থেকে নাইটদের (Kolkata Knight Riders) দলেই থেকে গিয়েছেন তরুণ ক্রিকেটার। যদিও শুরুটা এতটা সুখকর ছিল না তাঁর জন্য।

রিঙ্কু সিং
Aajtak Bangla
  • ,
  • 09 Apr 2023,
  • अपडेटेड 9:15 PM IST

৯ জনের সংসার তাঁর কাঁধে। আইপিএল-এ (IPL 2023) শেষ ওভারের চাপ সেই জন্যই হয়ত বুঝতেই দিলেন না রিঙ্কু সিং (Rinku Singh)। শান্ত স্বভাবের রিঙ্কু নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) যা করলেন তা দেখে চোখ কপালে উঠেছে সকলের। বছর পাঁচেক আগে নাইটদের সংসারে ৮০ লক্ষ্য টাকায় তাঁকে কিনে নেয় শাহরুখ খানের (Shah Rukh Khan) দল। সেই শুরু তারপর থেকে নাইটদের (Kolkata Knight Riders) দলেই থেকে গিয়েছেন তরুণ ক্রিকেটার। যদিও শুরুটা এতটা সুখকর ছিল না তাঁর জন্য।

হতদরিদ্র পরিবার থেকে রিঙ্কুর উত্থান
উত্তর প্রদেশের (Uttar Pradesh) আলিগড়ের এক সাধারণ পরিবার থেকে উঠে আসেন রিঙ্কু। ৫ ভাই-বোনের সংসারে লেখাপড়া বেশি দূর করতে পারেননি বাঁ হাতি এই ব্যাটার। তবে সংসারের ওভাব দূর করতে ব্যাটকেই অস্ত্র বানিয়ে নেন তিনি। এক সাক্ষাৎকারে রিঙ্কু জানিয়েছিলেন, তাঁর বাবা বাড়ি বাড়ি গ্যাস সিলিন্ডার ডেলিভারি করেন। সেই রোজগারেই চলে সংসার। দাদা অটো চালান। প্রয়োজনে বহুবার দাদার সেই অটো রিঙ্কু নিজে চালিয়ে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিয়েছেন রিঙ্কু। একটা সময় অভাবের তাড়নায় ঝাড়ুদার হিসেবেও কাজ করতে হয়েছে রিঙ্কুকে। তবে আইপিএল খেলেই ফিরেছে তাঁর ভাগ্য।

৮০ লক্ষ টাকায় কলকাতায় রিঙ্কু

এবারের নিলামে ৮০ লক্ষ টাকা পাওয়ায় নিজেই চমকে গিয়েছিলেন কেকেআর ব্যাটার। কল্পনাও করতে পারেননি তাঁকে দলে নিতে এত টাকা কোনও দল খরচ করতে পারে বলে। সেই সময় এক সাক্ষাৎকারে তিনি বলেন, '৮০ লক্ষ টাকা পাবো তা কোনোদিনই কল্পনা করতে পারিনি। দাদার বিয়েতে এই কিছু টাকা দিতে পারব। বোনের বিয়ের জন্যও কিছু টাকা রেখে দিতে পারব।' আশি লক্ষ টাকায় নিজের মাথা গোঁজার ঠাইটাও শক্ত করেছেন রিঙ্কু। 

Advertisement

আইপিএল-এ ২০টি ম্যাচ খেলেছেন রিঙ্কু। মোট ৩৪৯ রান করেন তিনি। তাঁর সর্বোচ্চ রান ৪৮। গুজরাতের বিরুদ্ধে এই ইনিংস তাঁকে অন্য উচ্চতায় তুলে নিয়ে গেল।    

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement