দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতে থাকা টি২০ সিরিজে টানা দ্বিতীয় হারের মুখে পড়েছে টিম ইন্ডিয়া (Team India)। দিল্লির ম্যাচ হোক বা কটকের ম্যাচ, দুই জায়গাতেই অধিনায়ক ঋষভ পন্তের (Rishabh Pant) অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠেছে নানা মহলে। প্রথমবার আন্তর্জাতিক ম্যাচে অধিনায়কত্ব করতে দেখা গিয়েছে তাঁকে। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ব্যাটিং অর্ডারে এমন কিছু দেখা গেল, যা সবাইকে অবাক করেছে।
টিম ইন্ডিয়া যখন কটক টি-টোয়েন্টিতে ব্যাট করছিল, অলরাউন্ডার আকসার প্যাটেলকে ফিনিশার দীনেশ কার্তিকের আগে ব্যাট করতে পাঠানো হয়েছিল। এই সিদ্ধান্তে সকলেই অবাক হয়ে গিয়েছিলেন। এই সিদ্ধান্তে সবাই হতবাক, কারণ ব্যাট করতে নেমে বিপর্যয়ের মুখে পড়তে হয়েছিল টিম ইন্ডিয়াকে। স্কোর কম থাকা সত্ত্বেও আইপিএল-এ ফর্মে থাকা দীনেশ কার্তিককে আগে নামাননি পন্ত। তাঁর জায়গায় অক্ষর প্যাটেলকে নামিয়ে দেন ভারত অধিনায়ক।
এই নিয়েই শুরু হয়ে যায় বিতর্ক। অক্ষর ব্যর্থ হন। হাল ধরতে হয় কার্তিককেই। এই ম্যাচে অক্ষর প্যাটেল ১১ বলে মাত্র ১০ রান করেন, তার পরে আসা দীনেশ কার্তিক একটি দারুণ ইনিংস খেলে টিম ইন্ডিয়াকে সম্মানজনক স্কোরে নিয়ে যান। দীনেশ কার্তিক ২১ বলে ৩০ রানের ইনিংস খেলে দলের স্কোর সম্মানজনক জায়গায় নিয়ে যান। তাঁর ইনিংসে ছিল ২টি চার ও ২টি ছক্কা।
শ্রেয়াস আইয়ার ব্যাখ্যা করলেন
ঋষভ পান্তের এই সিদ্ধান্ত নিয়ে যখন প্রশ্ন তোলা হয়েছিল, উত্তরও এসেছে টিম ইন্ডিয়া থেকে। ম্যাচের পরে আয়োজিত সংবাদ সম্মেলনে শ্রেয়াস আইয়ার বলেন, 'অক্ষর যখন ব্যাট করতে নামে তখন সাত ওভার বাকি ছিল। সেই সময় স্ট্রাইক রোটেট করা জরুরী ছিল। বড় শট খেলতে গিয়ে কার্তিক আউট হয়ে গেলে সমস্যা হত। তাই অক্ষরকে আগে পাঠান হয়েছে। উইকেটও বেশ কঠিন ছিল। তাই কার্তিকেরও খেলতে কিছুটা সমস্যা হয়েছে।''
আরও পড়ুন: IPL কোন চ্যানেল দেখাবে? মিডিয়া রাইটস নিলাম পেরোতে পারে ৫০ হাজার কোটি
আরও পড়ুন: পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে হঠাত্ প্লেয়াররা মাস্ক পরলেন মাঠে, কেন?
ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে খেলা দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে, টিম ইন্ডিয়া প্রথমে ব্যাট করে ১৪৮ রান করেছিল। শ্রেয়াস আইয়ার ভারতের হয়ে সবচেয়ে বেশী ৪০ রান করেন। এখানেও টিম ইন্ডিয়া হেরে গিয়েছে। ৬ উইকেট হারিয়ে এই লক্ষ্য অর্জন করে দক্ষিণ আফ্রিকা।