Advertisement

Rishabh Pant IPL 2025 Auction: 'একটু বেশি...' পান্তকে ২৭ কোটিতে নিয়ে আফসোস LSG-র? সঞ্জীব গোয়েঙ্কা বললেন...

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL 2025) মরসুমের দুই দিনের মেগা নিলাম সৌদি আরবের জেড্ডায় চলছে। দ্বিতীয় অর্থাৎ শেষ দিনে (২৫ নভেম্বর) নিলামও শুরু হয়ে গিয়েছে। প্রথম দিনেই তিনজন খেলোয়াড় নিলামে নজর কেড়েছেন। যার জেরে ভেঙে যায় আইপিএল ইতিহাসের সব রেকর্ড। এই তিন খেলোয়াড় হলেন উইকেটরক্ষক ঋষভ পান্ত (Rishabh Pant), মিডল অর্ডার ব্যাটসম্যান শ্রেয়াস আইয়ার (Shreyash Iyer) এবং অলরাউন্ডার বেঙ্কটেশ আইয়ার (Venktesh Iyer)।

Sanjiv Goenka, Rishabh PantSanjiv Goenka, Rishabh Pant
Aajtak Bangla
  • জেড্ডা,
  • 25 Nov 2024,
  • अपडेटेड 4:30 PM IST

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL 2025) মরসুমের দুই দিনের মেগা নিলাম সৌদি আরবের জেড্ডায় চলছে। দ্বিতীয় অর্থাৎ শেষ দিনে (২৫ নভেম্বর) নিলামও শুরু হয়ে গিয়েছে। প্রথম দিনেই তিনজন খেলোয়াড় নিলামে নজর কেড়েছেন। যার জেরে ভেঙে যায় আইপিএল ইতিহাসের সব রেকর্ড। এই তিন খেলোয়াড় হলেন উইকেটরক্ষক ঋষভ পান্ত (Rishabh Pant), মিডল অর্ডার ব্যাটসম্যান শ্রেয়াস আইয়ার (Shreyash Iyer) এবং অলরাউন্ডার বেঙ্কটেশ আইয়ার (Venktesh Iyer)।
 

যেভাবে পান্তকে নিল লখনউ
লখনউ সুপার জায়ান্টস (LSG) ২৭ কোটি টাকা দর দিয়ে পান্তকে কিনেছে। আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড় হয়ে গেলেন পান্ত। তবে তারকা ক্রিকেটারকে নিতে বেশি টাকা চলে গিয়েছে বলে মনে করেন লখনউ ফ্র্যাঞ্চাইজির মালিক সঞ্জীব গোয়েঙ্কা। দারুণ ছন্দে থাকা পান্তের জন্য তার পরিকল্পনার চেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয়েছিল বলে জানিয়েছেন তিনি। আসলে নিলামের সময় লখনউ টিম ঋষভ পন্তের জন্য ২০.৭৫ কোটি টাকা বিড করেছিল। এখানে দিল্লি ক্যাপিটালস (DC) আরটিএম ব্যবহার করে পান্তকে ফিরিয়ে নিতে চেয়েছিল। সেখানেই সমস্যা হয় লখনউ-এর সরাসরি ২৭ কোটি টাকা বিড করেন সঞ্জীব।

পান্তকে তাদের দলে পেতে লখনউ ফ্র্যাঞ্চাইজি পান্তের বিড ৬.২৫ কোটি টাকা বাড়িয়ে দেয়। সরাসরি পান্তের বিড ২৭ কোটি টাকা করেছে। ফলে দিল্লির সঙ্গে দড়ি টানাটানিতে জয় পায় লখনউ দল। এভাবেই পান্তকে কিনে নেয় লখনউ দল।

নিলামের পর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বোলার সময় গোয়েঙ্কা জানান তিনি ঋষভ পান্তকে একটু বেশি টাকা দিয়েছেন। সঞ্জীব বলেন, 'এটা আমাদের পরিকল্পনার অংশ ছিল, ও আমাদের তালিকায় ছিল। আমরা পান্তের জন্য ২৬ কোটি টাকা রেখেছিলাম। তাই ২৭ কোটি একটু বেশি কিন্তু আমরা খুশি যে আমরা ওকে নিয়েছি। তিনি একজন অসাধারণ খেলোয়াড়, টিম ম্যান এবং ম্যাচ উইনার। তার লখনউয়ের অংশ হওয়াতে আমাদের সমস্ত ভক্তদের খুব খুশি হওয়া উচিত।'
 

Advertisement
Read more!
Advertisement
Advertisement