Advertisement

Rishabh Pant Health Update: কতটা সুস্থ? ছবি পোস্ট করে নিজেই আপডেট দিলেন পন্ত

গত মাসে পন্ত নিশ্চিত করেছেন যে তাঁর অস্ত্রোপচার সফল হয়েছে। ৩০ ডিসেম্বর দিল্লি-দেরাদুন হাইওয়েতে একটি ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনার (Rishabh Pant Road Accident) কবলে পড়েন ভারতের এই উইকেটরক্ষক-ব্যাটার।

কতটা সুস্থ হয়েছেন? ছবি পোস্ট করে নিজেই আপডেট দিলেন পন্তকতটা সুস্থ হয়েছেন? ছবি পোস্ট করে নিজেই আপডেট দিলেন পন্ত
Aajtak Bangla
  • নতুন দিল্লি,
  • 08 Feb 2023,
  • अपडेटेड 9:33 AM IST
  • ৩০ ডিসেম্বর দিল্লি-দেরাদুন হাইওয়েতে ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন পন্থ
  • পন্তের গাড়িটি একটি ডিভাইডারে ধাক্কা লেগে আগুন ধরে যায়

ভারতের উইকেটরক্ষক-ব্যাটার ঋষভ পন্ত (Rishabh Pant) মঙ্গলবার ইনস্টাগ্রামে (Instagram) তাঁর সুস্থ হয়ে ওঠার একটি আপডেট শেয়ার করেছেন। একটি ছবি শেয়ার করেছেন তিনি। সেই ছবির ক্যাপশনে পন্ত লিখেছেন যে তিনি বাইরে বসে তাজা বাতাস উপভোগ করছেন। ক্যাপশনে পন্ত লিখেছেন,  'বাইরে বসে তাজা বাতাসে শ্বাস নিতে পারব বলে কখনও জানতাম না। অনেক ধন্য লাগছে।'

গত মাসে পন্ত নিশ্চিত করেছেন যে তাঁর অস্ত্রোপচার সফল হয়েছে। ৩০ ডিসেম্বর দিল্লি-দেরাদুন হাইওয়েতে একটি ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনার (Rishabh Pant Road Accident) কবলে পড়েন ভারতের এই উইকেটরক্ষক-ব্যাটার। পন্তের গাড়িটি একটি ডিভাইডারে ধাক্কা লেগে আগুন ধরে যায়। তাঁর শরীরে বিভিন্ন জায়গায় গুরুতর আঘাত লাগে।

আরও পড়ুন

 
 
 
এখনও পুরোপুরি সুস্থ না হয়ে ওঠায় বর্ডার-গাভাস্কার ট্রফি এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলবেন না পন্ত। কপাল ফেটে যাওয়া, ডান হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার পাশাপাশি পন্ত ডান হাতের কব্জি, গোড়ালি, পায়ের আঙুল এবং পিঠে আঘাত পেয়েছেন। তবে আশার কথা যে তাঁর মাথা এবং মেরুদণ্ডের কর্ডে কোনও আঘাত লাগেনি। লিগামেন্ট টিয়ারের জন্য অস্ত্রোপচার এবং ফলো-আপ পদ্ধতির জন্য পন্তকে দেরাদুন থেকে মুম্বইতে নিয়ে যাওয়া হয়েছিল।

Read more!
Advertisement
Advertisement