Advertisement

Rohit Sharma: 'বুড়ো হাড়ে ভেল্কি', বিজয় হাজারেতেও সেঞ্চুরি হাঁকালেন রোহিত-কোহলি

বিজয় হাজারে ট্রফিতে নিজের জাত চেনালেন রোহিত শর্মা। ৬২ বলে ১০০ রান করলেন হিটম্যান। মারলেন ৮টি ছক্কা। এদিকে, বিরাট কোহলিও সেঞ্চুরি করলন বিজয় হাজারে ট্রফির ম্যাচে। ফ্যানেরা বলছেন, নিন্দুকদের মুখে ছাই।

বিজয় হাজারে ট্রফি বিজয় হাজারে ট্রফি
Aajtak Bangla
  • মুম্বই,
  • 24 Dec 2025,
  • अपडेटेड 3:44 PM IST
  • ৬২ বলে ১০০ রান করলেন হিটম্যান
  • বিজয় হাজারে ট্রফিতে নিজের জাত চেনালেন রোহিত
  • বিরাট কোহলিও হাফ সেঞ্চুরি করলন

জমে উঠেছে এবারের বিজয় হাজারে ট্রফি। একদিকে, তরুণ তুর্কী বৈভব সূর্যবংশীর ১৯০ রানের মারকাটারি ইনিংস। অন্যদিকে তখন ৬২ বলে সেঞ্চুরি হাঁকালেন ভারতের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা। ৮টা ওভার বাউন্ডারি এবং ৯টা বাউন্ডারি দিয়ে সাজানো এই ঝকঝকে ইনিংস মুখে ছাই দিয়েছে নিন্দুকদের। বুধবার মুম্বইয়ের স্বামী মানসিংহ স্টেডিয়ামে লিস্ট এ ক্রিকেটে সিকিমের বিরুদ্ধে ২৩৭ রান তাড়া করতে নেমে নিজের ৩৭তম সেঞ্চুরি পেলেন রোহিত শর্মা। 'বুড়ো হাড়ে ভেল্কি' দেখালেন বিরাট কোহলিও।

এখানেই শেষ নয়, বুড়ো হাড়ে ভেল্কি দেখানো রোহিত শর্মার এটা লিস্ট এ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরিও বটে। ফলে আন্তর্জাতিক কেরিয়ারের পাশাপাশি এবার বিজয় হাজারেতেও রেকর্ড গড়লেন তিনি। এর আগে ২০২৩ সালে আন্তর্জাতিক স্তরের ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে ৬৩ বলে সেঞ্চুরির রেকর্ড ছিল রোহিতের। খেলাটি ছিল দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। 

এদিন রোহিতের ছক্কা মারা তাড়িয়ে উপভোগ করেছেন স্বামী মানসিংহ স্টেডিয়ামের ১২ হাজারেরও বেশি দর্শক। ২০১৮ সালের পর এই প্রথম বিজয় হাজারে ট্রফিতে খেলছেন রোহিত। ফলে সুপারস্টার ব্যাটারের পারফর্ম্যান্স দেখতে হাজির হয়েছিলেন ক্রিকেটপ্রেমীরা। গ্যালারি থেকে 'রোহিত রোহিত' চিৎকার ভেসে আসছিল। 'মুম্বই চা রাজা'-র সেঞ্চুরি দেখে উচ্ছ্বাসে ফেটে পড়ে গ্যালারি। তবে শুধু ব্যাট নয়, 'রোহিত কো বোলিং দো' বলেও গ্যালারি থেকে চিৎকার ভেসে আসে। 

এদিন পুল শট দিয়ে নিজের বিজয় হাজারে ট্রফির ইনিংস শুরু করেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্যাপ্টেন। প্রথম শটেই বাউন্ডারি মারেন মিড উইকেট থেকে। এরপর সিকিমের অনভিজ্ঞ বোলারের একের পর এক বলে নিয়ে যেন ছেলেখেলা করতে শুরু করে টি-২০ বিশ্বকাপজয়ীর ব্যাট। একের পর এক ট্রেডমার্ক শট মারতে থাকেন রোহিত। প্রতিটা শটেই নিজের অভিজ্ঞতার ছাপ রাখতে থাকেন ৩৭ বছরের এই ব্যাটার। স্টেপ আউট করে মারা হিটম্যানের ছক্কা স্টেডিয়ামের শেষ কোনায় গিয়ে পড়ে। সেই মুহূর্ত ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। 

Advertisement

উল্লেখ্য, অক্টোবরে ৪ মাসের ব্রেক নেওয়ার পর আন্তর্জাতিক ম্যাচে ফেরেন রোহিত। তারপর থেকেই ফর্ম ধরে রেখেছেন হিটম্যান। গত ৬ ম্যাচে তিনি মোট ৩৮৪ রান করেছেন। এর মধ্যে রয়েছে একটি সেঞ্চুরি এবং ৩টি হাফ সেঞ্চুরি। 

চলতি বছরের শুরুতে টেস্ট কেরিয়ারে দাঁড়ি টানার পর থেকেই রোহিতের ওজন নিয়ে সমালোচনা শুরু হয়। তিনিও নিজেকে কেবলমাত্র ওয়েন ডে ফরম্যাটের মধ্যেই সীমাবদ্ধ রেখেছেন। তবে যাঁরা তাঁর ফর্ম নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন, অনায়াসেই সকলের মুখ বন্ধ করে দিয়েছেন রোহিত। মেদ ঝরিয়ে রাতারাতি ফিট হয়েছেন তিনি। 

এদিকে, বেঙ্গালুরুতে বিজয় হাজারে ট্রফির ম্যাচের অন্যতম আকর্ষণ বিরাট কোহলি। ১৬ বছর পর যিনি আঞ্চলিক স্তরের ৫০ ওভারের ম্যাচে ব্যাট করতে নামলেন। অন্ধ্রের বিরুদ্ধে ২৯৮ রান তাড়া করতে নেমে তিনিও ব্যাট হাতে সেঞ্চুরি হাঁকিয়েছেন। 

 

Read more!
Advertisement
Advertisement