Advertisement

PBKS vs MI, IPL 2022: ফের হার মুম্বইয়ের, PBKS-এর বিরুদ্ধে ১২ রানে হারল তারা

এরপরেই আরও দুটি উইকেট দ্রুত হারায় তারা। ১৩ বলে ১২ রান করে আউট হন জনি বেয়ারস্টো। ৩ বলে ২ রান করে আউট হন লিয়াম লিভংস্টোন।  

দারুণ ব্যাট করেন শিখর ও মায়াঙ্ক দারুণ ব্যাট করেন শিখর ও মায়াঙ্ক
Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 Apr 2022,
  • अपडेटेड 11:51 PM IST
  • ফের হার মুম্বইয়ের
  • পাঁচ ম্যাচেই হারল তারা

আইপিএল-এ এখনও একটাও ম্যাচ জিততে পারেনি পাঁচ বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। বুধবার তারা মুখোমুখি হয়েছিল মায়াঙ্ক আগারওয়ালের পঞ্জাব কিংসের সামনে। সেই ম্যাচেও হারল তারা। ১২ রানে নিজেদের পঞ্চম ম্যাচে হেরে গেলেন রোহিতরা।

 ১৯৯ রানের লক্ষ্য দিয়েছিল পঞ্জাব।  টসে জিতে পঞ্জাবকে ব্যাট করতে পাঠান রোহিত। তবে শুরু থেকেই আধিপত্য নিয়ে ব্যাট করতে থাকেন দুই ওপেনার শিখর ধাওয়ান ও অধিনায়ক মায়াঙ্ক। ৯৭ রানের জুটি গড়ে তোলেন তাঁরা। মুরুগান অশ্বিনের বলে বড় শট মারতে গিয়ে আউট হন মায়াঙ্ক। ৩২ বলে ৫২ রানের ইনিংসে ছিল ছ'টি চার ও দু'টি ছক্কা। কায়রন পোলার্ডের হাতে ক্যাচ দিয়ে বাসিল থাম্পির বলে আউট হন অপর ওপেনার শিখন ধাওয়ান। মাত্র ৫০ বলে ৭০ রান করেন তিনি। তাঁর ব্যাট থেকে আসে পাঁচটা চার ও তিনটে চার।  

 

আরও পড়ুন

এরপরেই আরও দুটি উইকেট দ্রুত হারায় তারা। ১৩ বলে ১২ রান করে আউট হন জনি বেয়ারস্টো। ৩ বলে ২ রান করে আউট হন লিয়াম লিভংস্টোন। ৬ বলে ১৫ রান করে আউট হন শাহরুখ খান।  

পঞ্জাবের ইনিংস

১ম উইকেট - মায়াঙ্ক আগরওয়াল ৫২ রান, (৯৭/১)
২য় উইকেট - জনি বেয়ারস্টো ১২ রান, (১২৭/২)
৩য় উইকেট - লিয়াম লিভিংস্টোন ২ রান, (১৩০/৩)
চতুর্থ উইকেট - শিখর ধাওয়ান ৭০ রান ( ১৫১/৪) 
পঞ্চম উইকেট - শাহরুখ খান ১৫ রান (১৯৭/৫)

জবাবে ব্যাট করতে নেমে দ্রুত দুই উইকেট হারায় মুম্বই। ২৮ রান করে আউট হন রোহিত শর্মা। মাত্র ৩ রান করে আউট হন অপর ওপেনার ইশান কিশানও। তবে ডিওয়াল্ড ব্রেভিস ৪৯ রান করে আউট হন। তিলক ভার্মা ৩৬ রান করে ফেরেন। বাজে ভাবে রান আউট হন কাইরন পোলার্ড। রান আউট হয়ে ১০ রান করে ফেরেন তিনি। ১৯তম ওভারে সূর্যকুমার যাদবের উইকেট হারানোর পরেই মুম্বইয়ের হার নিশ্চিত হয়। রাবাদার বলে ক্যাচ আউট হন তিনি। ৩০ বলে ৪৩ রান করে আউট হন তিনি। ৬ বলে ১২ রান করলেও রানের চাপে শেষ ওভারে বড় রান করতে গিয়ে আউট হন উনাদকট। 

Advertisement

একাই চার উইকেট তুলে নেন ওডেন স্মিথ। ৩ ওভার বল করে ৩০ রান দিয়েচার উইকেট পান তিনি। 

মুম্বই ইন্ডিয়ান্সের ইনিংস

প্রথম উইকেট- রোহিত শর্মা ২৮ রান, (৩১/১)
দ্বিতীয় উইকেট- ইশান কিষাণ ৩ রান, (৩২/২)
তৃতীয় উইকেট- ডিওয়াল্ড ব্রেভিস ৪৯ রান,  (১১৬/৩)

চতুর্থ  উইকেট- তিলক ভার্মা ৩৬ রান (১৩১/৪)

পঞ্চম উইকেট - কাইরন পোলার্ড ১০ রান (১৫২/৫) 

ষষ্ঠ উইকেট-  সূর্যকুমার যাদব  ৪৩ রান (১৭৭/৬)

সপ্তম উইকেট- জয়দেব উনাদকাট ১২ রান (১৮৫/৭)

অষ্টম উইকেট- জসপ্রিত বুমরাহ ৯ রান (১৮৬/৮)

Read more!
Advertisement
Advertisement