Advertisement

Rohit Sharma: ফের বাবা হাওয়ার পর সোশ্যালে রোহিত শর্মা, অস্ট্রেলিয়ায় প্রথম ম্যাচ থেকেই মাঠে?

দ্বিতীয়বার বাবা হয়েছেন ভারতীয় দলের ক্যাপ্টেন রোহিত শর্মা। শুক্রবার গভীর রাতে জানা গিয়েছিল পুত্র সন্তানের জন্ম দিয়েছেন রোহিত ও ঋতিকা। শনিবার দুপুরে টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার নিজেই সোশ্যাল মিডিয়ায় এই খুশির খবর জানিয়ে পোস্ট করেন। রোহিত শর্মার এক কন্যা সন্তানও রয়েছে, নাম সামায়রা। অস্ট্রেলিয়া সফরের আগে ভারতীয় অধিনায়কের ঘরে এল খুশির খবর!

Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 Nov 2024,
  • अपडेटेड 3:34 PM IST

দ্বিতীয়বার বাবা হয়েছেন ভারতীয় দলের ক্যাপ্টেন রোহিত শর্মা। শুক্রবার গভীর রাতে জানা গিয়েছিল পুত্র সন্তানের জন্ম দিয়েছেন রোহিত ও ঋতিকা। শনিবার দুপুরে টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার নিজেই সোশ্যাল মিডিয়ায় এই খুশির খবর জানিয়ে পোস্ট করেন। রোহিত শর্মার এক কন্যা সন্তানও রয়েছে, নাম সামায়রা। অস্ট্রেলিয়া সফরের আগে ভারতীয় অধিনায়কের ঘরে এল খুশির খবর!

ভারতীয় টেস্ট দল বর্তমানে অস্ট্রেলিয়া সফরে রয়েছে। যেখানে বর্ডার-গাভাস্কার ট্রফির অধীনে ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে হবে। ২২ নভেম্বর পার্থে প্রথম ম্যাচ হবে। এর আগে প্রথম টেস্টে খেলতে পারবেন না বলে জানিয়েছিলেন রোহিত শর্মা। তবে এখন আশা করা হচ্ছে পার্থ টেস্টে খেলতে পারবেন। উল্লেখ্য, রোহিত শর্মা এখনও অস্ট্রেলিয়ায় পৌঁছননি। ভারতীয় দলের বাকিরা ইতিমধ্যেই পৌঁছে গেছে। সকলেই পার্থের ওয়াকা স্টেডিয়ামে অনুশীলন শুরু করেছেন। শনিবারের করা পোস্টে রোহিত পরিবারের চার সদস্যের ছবি দিয়ে লেখেন, 'আমরা চার জন হলেও একসঙ্গে আছি।' 

গুঞ্জন শোনা গিয়েছিল, আবার বাবা হতে চলেছেন রোহিত। আর সেই কারণেই অস্ট্রেলিয়া সিরিজের প্রথম ম্যাচে তাঁকে নাও পাওয়া যেতে পারে। এ নিয়ে রোহিতকে বেশ কটাক্ষও শুনতে হয়েছে সুনীল গাভাস্কারের কাছ থেকে। তবে তাঁর পাশে এসে দাঁড়ান অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার অ্যারন ফিঞ্চ। ফিঞ্চ বলেছিলেন, 'আমি সানির সঙ্গে সম্পূর্ণ একমত নই। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা। তাঁর স্ত্রী সন্তানসম্ভবা হলে যদি তাঁকে বাড়িতে থাকতে হয়... তাহলে এটি একটি খুব সুন্দর মুহূর্ত... সেই সম্পর্কের জন্য যতটা চান ততটা সময় নেওয়া উচিত।' এর পরে, রীতিকা সাজদেহ অ্যারন ফিঞ্চের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেল ট্যাগ করে 'স্যালুট' ইমোজি পোস্ট করেন। রীতিকার পোস্টের পর থেকেই রোহিতের দ্বিতীয়বার বাবা হওয়ার জল্পনা চলছিলই।


তবে শনিবার তাঁর সন্তানের জন্ম হওয়ায় রোহিত হয়ত পারথ টেস্টে খেলতে নামবেন বলেই আশা ভারতীয় দলের সমর্থকদের। 

Advertisement

অস্ট্রেলিয়া সফরের জন্য ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), জসপ্রীত বুমরাহ (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, অভিমন্যু ইশ্বরন, শুভমান গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, ঋষভ পন্ত (উইকেটরক্ষক), সরফরাজ খান, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), আর অশ্বিন, রবীন্দ্র জাদেজা, মহম্মদ সিরাজ, আকাশ দীপ, প্রসিদ্ধ কৃষ্ণ, হর্ষিত রানা, নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর।

প্রথম টেস্টের জন্য অস্ট্রেলিয়ার স্কোয়াড: প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স কেরি, জশ হ্যাজেলউড, ট্র্যাভিস হেড, জশ ইঙ্গলিস, উসমান খাজা, মারনাস লাবুসচেন, নাথান লিয়ন, মিচেল মার্শ, নাথান ম্যাকসুইনি, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক।

ভারতের অস্ট্রেলিয়া সফর (নভেম্বর ২০২৪ - জানুয়ারি ২০২৫)
২২-২৬ নভেম্বর: প্রথম টেস্ট, পার্থ
৬-১০ ডিসেম্বর: দ্বিতীয় টেস্ট, অ্যাডিলেড
১৪-১৮ ডিসেম্বর: তৃতীয় টেস্ট, ব্রিসবেন
২৬-৩০ ডিসেম্বর: চতুর্থ টেস্ট, মেলবোর্ন
০৩-০৭ জানুয়ারি: পঞ্চম টেস্ট, সিডনি

    

Read more!
Advertisement
Advertisement