Advertisement

Rohit Sharma IPL 2023: ধোনিদের বিরুদ্ধেও শূন্য রানে আউট রোহিত, এই নিয়ে IPL-এই ১৬ বার

ছন্দ হারিয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma)। মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) ক্যাপ্টেন ব্যাট হাতে বারেবারে ব্যর্থ হচ্ছেন। পরপর দুই ম্যাচে ০ রানেই ফিরে গেলেন রোহিত। পঞ্জাব কিংসের (Punjab Kings) বিরুদ্ধে কোনও রান করতে পারেননি তিনি। শনিবার চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) বিরুদ্ধেও খালি হাতেই ফিরতে হল তারকা ব্যাটারকে।

রোহিত শর্মা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 May 2023,
  • अपडेटेड 6:46 PM IST

ছন্দ হারিয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma)। মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) ক্যাপ্টেন ব্যাট হাতে বারেবারে ব্যর্থ হচ্ছেন। পরপর দুই ম্যাচে ০ রানেই ফিরে গেলেন রোহিত। পঞ্জাব কিংসের (Punjab Kings) বিরুদ্ধে কোনও রান করতে পারেননি তিনি। শনিবার চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) বিরুদ্ধেও খালি হাতেই ফিরতে হল তারকা ব্যাটারকে।

আবারও ০ রানে আউট রোহিত
আইপিএল-এর (IPL 2023) ইতিহাসে সফলতম অধিনায়ক রোহিত। পাঁচবার মুম্বইকে চ্যাম্পিয়ন করেছেন রোহিত। তবে এবারের আইপিএল-এ লজ্জার নজির গড়লেন তিনি। এখনও পর্যন্ত আইপিএলে ১০টি ম্যাচ খেলে রোহিত করেছেন ১৮৪ রান। একটি অর্ধশতরান করেছেন তিনি। আর একবার আউট হলে সবথেকে বেশিবার ০ রানে আউট হওয়ার রেকর্ড গড়ে ফেলবেন রোহিত। এখনও অবধি ১৬বার কোনও রান না করে আউট হয়েছেন রোহিত। চেন্নাইয়ের বিরুদ্ধে ওপেন করতে নামেননি রোহিত। তিন নম্বরে নিজেকে নামিয়ে এনেছিলেন ভারতীয় দলের ক্যাপ্টেন। তাতেও শেষরক্ষা হল না। তিন বল খেললেও রান না করেই আউট হন রোহিত। 

আরও পড়ুন: 'মাঠের বাইরে বেরোলেই মারব', বাংলার মনোজকেও থ্রেট দিয়েছিলেন গম্ভীর

এদিন ০ রানে আউট হয়ে কলকাতা নাইট রাইডার্সের সুনীল নারাইনকেও। তবে শুধু নারাইন নয়, আরও তিন ক্রিকেটারও ১৫ বার ০ রানে আউট হয়েছেন। সেই তালিকায় আছেন দীনেশ কার্তিক ও মনদীপ সিং। 

আরও পড়ুন: মুম্বইয়ের সেভেন স্টার হোটেলে 'অখাদ্য' লুচি-তরকারি, রেগে লাল ঝুলন


১৩৯ রানে শেষ চেন্নাইয়ের ইনিংস
শুধু মুম্বই ক্যাপ্টেন নয়, গোটা দলের ব্যাটিংই ভালো হয়নি। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে আট উইকেট হারিয়ে মাত্র ১৩৯ রান করেছে মুম্বই। নেহাল ওয়াধেরা মাত্র ৫১ বলে ৬৪ রানের ইনিংস খেলেন। তাঁর ইনিংসে ছিল, আটটা চার ও একটা ছক্কা। ২২ বলে ২৬ রান করে আউট হন সূর্যকুমার যাদব। ট্রিস্টান সাব ২১ বলে ২০ রানের ইনিংস খেলেন। এ ছাড়া কেউই বড় রান করতে পারেননি। পাথিরানা ৩ উইকেট নেন। দুটি করে উইকেট নিয়েছেন দীপক চাহার ও তুষার দেশপান্ডে। একটি উইকেট পেয়েছেন রবীন্দ্র জাদেজা।   

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement