Advertisement

রোনাল্ডোর পর এবার রোনাল্ডিনহো, করোনার গ্রাসে ফুটবল তারকা

৪০ বছর বয়সি এই ফুটবল তারকা বললেন, তাঁর করোনা পরীক্ষার ফল পজ়িটিভ এসেছে। কিন্তু, তাঁর শরীরে আপাতত কোনও উপসর্গ দেখতে পাওয়া যায়নি। তবে তিনি নিজেই নিজেকে আপাতত আইসোলেশনে রেখেছেন।

রোনাল্ডিনহোরোনাল্ডিনহো
Aajtak Bangla
  • সাও পাওলো,
  • 26 Oct 2020,
  • अपडेटेड 4:22 PM IST
  • করোনায় আক্রান্ত হলেন ব্রাজ়িলিয় ফুটবল তারকা রোনাল্ডিনহো
  • আপাতত তিনি নিজেকে হোটেলের ঘরে বন্দি করে রেখেছেন
  • এবছর মার্চ মাসে প্যারাগুেতে অনুপ্রবেশের কারণে তাঁকে জেল খাটতে হয়

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর এবার করোনায় আক্রান্ত হলেন ব্রাজ়িলের কিংবদন্তি ফুটবল তারকা রোনাল্ডিনহো। গতকাল সোশ্যাল মিডিয়ায় তিনি নিজেই একথা জানিয়েছেন।

৪০ বছর বয়সি এই ফুটবল তারকা বললেন, তাঁর করোনা পরীক্ষার ফল পজ়িটিভ এসেছে। কিন্তু, তাঁর শরীরে আপাতত কোনও উপসর্গ দেখতে পাওয়া যায়নি। তবে তিনি নিজেই নিজেকে আপাতত আইসোলেশনে রেখেছেন।

বার্সেলোনার এই কিংবদন্তি ফুটবল তারকা বললেন, "আমি গতকাল থেকে বেলো হরাইজ়ন্তেতে রয়েছি। আমি এখানে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে এসেছিলাম। আমি এখানে কোভিড টেস্ট করাই। সেই টেস্টের ফলাফল পজ়িটিভ এসেছে।"

আরও পড়ুন

সেইসঙ্গে তিনি এও যোগ করেছেন, "আমি আপাতত সুস্থই আছি। শরীরে করোনার কোনও উপসর্গ নেই। তবে আপাতত এই অনুষ্ঠান ছেড়ে আমাদের চলে যেতে হবে। আশা করছি, খুব শীঘ্রই আমরা আবারও একত্রিত হতে পারব।"

চলতি বছর রোনাল্ডিনহোর জীবনে বহু বৈচিত্র্যপূর্ণ ঘটনা ঘটেছে। সেই তালিকায় এটা নবতম সংযোজন। গত মার্চ মাসে জাল পাসপোর্ট নিয়ে অন্য দেশে প্রবেশ করার অপরাধে তাঁকে প্যারাগুয়েতে জেলও খাটতে হয়েছিল।

শেনা যায়, সেখানে তিনি প্রিজ়ন ফুটবল টুর্নামেন্টেও নাকি অংশগ্রহণ করেছিলেন। ৩২ দিন পর তিনি জামিনে ছাড়া পেলেও, অবশেষে গত অগাস্ট মাসে তিনি পাকাপাকিভাবে মুক্ত হন।

জানা গেছে, একটি হোটেলের ঘরে রোনাল্ডিনহো আপাতত নিজেকে বদ্ধ করে রেখেছেন।

অন্যদিকে, আশা ছিল আরও একবার বোধহয় লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো দ্বৈরথ দেখতে পাওয়া যাবে। কিন্তু সেই আশা আপাতত অপূর্ণই থাকছে। বার্সেলোনার বিরুদ্ধে জুভেন্তাসের জার্সি গায়ে নামতে পারছেন না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কোভিড রিপোর্ট পজ়িটিভ আসার কারণে ইতিপূর্বেই তাঁকে কোয়ারান্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয়েছিল। রোনাল্ডোর শরীরে যেহেতু কোভিডের কোনও লক্ষণ দেখা যায়নি, সেকারণেই মনে করা হয়েছিল যে দ্বিতীয় কোভিড পরীক্ষায় হয়ত রিপোর্ট নেগেটিভ আসবে। কিন্তু, তা হল না। রোনাল্ডোর দ্বিতীয় কোভিড পরীক্ষাতেও রিপোর্ট পজ়িটিভই এসেছে। আর এই ঘটনা প্রকাশ্যে আসতেই আশঙ্কা বাড়ছে ফুটবলপ্রেমীদের মধ্যে।

Advertisement
Read more!
Advertisement
Advertisement