Advertisement

IPL 2023 Sachin Tendulkar Birthday Celebrations: ওয়াংখেড়ে জুড়ে 'সচিন সচিন', মাস্টার ব্লাস্টার্সের জন্মদিন পালন MI-এর

আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। তারপরেই জীবনের ইনিংসে ৫০ পূর্ণ করবেন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। তবে দুইদিন আগেও তাঁর জন্মদিন পালন করল মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। আজকের পর ২৫ এপ্রিল ম্যাচ খেলবে মুম্বই। সেই ম্যাচ হবে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium)। তাই ২৪ এপ্রিল সচিনের ৫০তম (Sachin Tendulkar Birthday Celebration) জন্মদিন হলেও আজই তা সেলিব্রেট করল মুম্বই। আজ থেকে এক দশক আগে এই স্টেডিয়ামেই নিজের শেষ ম্যাচ খেলেছিলেন সচিন।

সচিনের জন্মদিন পালন
Aajtak Bangla
  • মুম্বই,
  • 22 Apr 2023,
  • अपडेटेड 8:44 PM IST

আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। তারপরেই জীবনের ইনিংসে ৫০ পূর্ণ করবেন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। তবে দুইদিন আগেও তাঁর জন্মদিন পালন করল মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। আজকের পর ২৫ এপ্রিল ম্যাচ খেলবে মুম্বই। সেই ম্যাচ হবে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium)। তাই ২৪ এপ্রিল সচিনের ৫০তম (Sachin Tendulkar Birthday Celebration) জন্মদিন হলেও আজই তা সেলিব্রেট করল মুম্বই। আজ থেকে এক দশক আগে এই স্টেডিয়ামেই নিজের শেষ ম্যাচ খেলেছিলেন সচিন।

সচিনকে দারুণ সম্মান জানাল মুম্বই
সেই কারণেই মুম্বইয়ের তরফে প্রথম ইনিংসের দশম ওভার শেষে মাঠে উপস্থিত সকলকে 'সচিন, সচিন' রব তোলেন। এছাড়া মাঠে সচিনের ছবি দেওয়া মাস্ক পরে সমর্থকদেরও দেখা যায়। আজই আবার মুম্বইয়ে সচিন কাটলেন পেল্লাই কেকও। আসলে ১৯৯৮ সালে শারজাতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৩১ বলে ১৪৩ রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন সচিন। সেই ইনিংসের ২৫ বছর পূর্তি উপলক্ষে কেক কাটলেন তিনি। মুম্বইয়ে এই উপলক্ষে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সচিনের অনেক ভক্ত। রাখা হয়েছে বিশেষ সেলফি জোনও। 

আরও পড়ুন: সৌরভ VS কোহলি! 'দম আছে...,' বিরাটের পাশে DC কোচ?

যদিও সেলিব্রেশন শুরু হয়ে গিয়েছে। মুম্বইতে আয়োজিত একটি অনুষ্ঠানে কেক কাটলেন মাস্টার ব্লাস্টার। সেইসঙ্গে, সেই ইভেন্টে ভক্তদের সঙ্গে তিনি কথাও বলেন। এই অনুষ্ঠানে এসে সচিন তেন্ডুলকর জানালেন, ‘আমি মনে করি না যে আমি যা অর্জন করতে পেরেছি তা আপনাদের সমর্থন, ভালবাসা এবং স্নেহ ছাড়া কোনওদিন সম্ভব হত না। আমি ভারতের জন্য যা করেছি, তার জন্য সেই পজিটিভ এনার্জিই আমাকে শক্তি যুগিয়েছে।‘ 

সচিনের জন্মদিন সেলিব্রেশনের প্রস্তুতি

আরও পড়ুন: 'অর্জুন আমাকেও আউট করেছিল...,' স্বীকারোক্তি সচিনের!

Advertisement

তিনি আরও বলেছেন, ‘স্বপ্ন ছিল ভারতের হয়ে খেলার এবং সুন্দর ট্রফি তোলার। সেই স্বপ্নের জন্ম হয়েছিল ১৯৮৩ সালে। সেইখান থেকে ২০১১ সাল পর্যন্ত, আমার জীবনে একটাই ইচ্ছা ছিল। সেই  সুন্দর ট্রফিটা ধরে রাখার।‘ সবমিলিয়ে জন্মদিনের আগে মুম্বইয়ের এই জমকালো ইভেন্টে, সেই ঐতিহাসিক ইনিংসের সেলিব্রেশন ছাড়াও স্মৃতি রোমন্থনও করলেন মাস্টার ব্লাস্টার।

সোমবার সচিনের জন্মদিন বিভিন্ন ভাবে সারা দেশে পালন করবেন তাঁর ভক্তরা। অনেক পরিকল্পনা রয়েছে সচিনেরও। উল্লেখযোগ্যভাবে, সচিন ছয় বছর ধরে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন। মাস্টার ব্লাস্টার ৭৬টি আইপিএল ম্যাচ খেলেছেন ২২৮১ রান করেছেন, যার মধ্যে ২০১০ সংস্করণে ৬১৮ রানের করেছিলেন। সেই বছরেই তেন্ডুলকর অরেঞ্জ ক্যাপ জয়ী প্রথম ভারতীয় হন।    

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement