Advertisement

Team India Jersey: রাহুলের জার্সি মোদীকে দিল BCCI! বিশ্বকাপে কী হবে?

বিশ্বকাপের আগে উইকেটের পেছনে একেবারেই দক্ষতা দেখাতে পারছেন না কেএল রাহুল। শুক্রবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচেও বারেবারে দেখা গিয়েছে সেই দৃশ্য। তবে শনিবার যা দেখা গেল তা নিয়ে বেশ চিন্তায় থাকবেন ভারতীয় দলের উইকেট কিপার ব্যাটার। বিশ্বকাপের দলে শেষ পর্যন্ত জায়গা হবে তো রাহুলের?

মোদীকে দেওয়া জার্সি ও কেএল রাহুলের জার্সি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 23 Sep 2023,
  • अपडेटेड 6:18 PM IST

বিশ্বকাপের আগে উইকেটের পেছনে একেবারেই দক্ষতা দেখাতে পারছেন না কেএল রাহুল। শুক্রবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচেও বারেবারে দেখা গিয়েছে সেই দৃশ্য। তবে শনিবার যা দেখা গেল তা নিয়ে বেশ চিন্তায় থাকবেন ভারতীয় দলের উইকেট কিপার ব্যাটার। বিশ্বকাপের দলে শেষ পর্যন্ত জায়গা হবে তো রাহুলের?


শনিবার বারাণসীতে স্টেডিয়মের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই অনুষ্ঠানে দেখা যায়, প্রধানমন্ত্রীর হাতে ভারতীয় দলের জার্সি তুলে দিচ্ছেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর। সেখানে দেখা যায়, ভারতীয় দলের ১ নম্বর জার্সি দেওয়া হয়েছে তাঁকে। লেখা রয়েছে নমো। তবে ভারতীয় দলের ১ নম্বর জার্সি তো পরেন রাহুল? তা হলে কি বিশ্বকাপের দলে জায়গা হচ্ছে না রাহুলের? এ নিয়ে শুরু হয়েছে নানা রসিকতা। নেটিজেনদের অনেকেই বলছেন, এক ঢিলে দুই পাখি মারল BCCI। এক দিকে যেমন প্রধানমন্ত্রীকে জাতীয় দলের জার্সি দেওয়া হল। একই সঙ্গে অন্য দিকে, বিশ্বকাপের আগে বার্তা দেওয়া হল উইকেটরক্ষক-ব্যাটারকে।

ব্যাট হাতে ভালো পারফর্ম করলেও, শুক্রবার মোহলিতে রাহুলের উইকেট রক্ষা নিয়ে শুরু হয়েছে সমালোচনা। সহজ ক্যাচ ফেলেছেন। একের পর এক বল গলিয়েছেন। এমনকী ফিল্ডারদের ছোড়া বল ধরার ক্ষেত্রেও রাহুলের দুর্বলতা দেখা গিয়েছে। বিশ্বকাপের আগে রাহুলের এই পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠেছে। সমালোচনা করেছেন ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশও।


অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দু'টি এক দিনের ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে রোহিত শর্মা, বিরাট কোহলি, কুলদীপ যাদব এবং  হার্দিক পান্ডিয়াকে। ভারতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন রাহুল। টস জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। রাহুল বলেন, ‘আমরাবল করব। এই মাঠে রান তাড়া করে জয়ের রেকর্ড বেশি। কিছু জায়গা দেখে নিতে হবে বিশ্বকাপের আগে। সেগুলো ঠিক হয়ে গেলে দল হিসাবে আমরা অনেক ভাল জায়গায় পৌঁছে যাব। অস্ট্রেলিয়া বিশ্বের অন্যতম সেরা দল। ওদের বিরুদ্ধে খেলাটা বড় চ্যালেঞ্জ।‘

Advertisement

  
 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement