Advertisement

Sachin Tendulkar: ভক্তের সঙ্গে দেখা 'ভগবানের', গাড়ি থামিয়ে যা করলেন সচিন

ভারতবর্ষে ক্রিকেট নিয়ে আবেগ যে ঠিক কতটা তা বোঝার জন্য কোনও বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন হয় না। আর সেই দেশে সচিন তেন্ডুলকরকে (Sachin Tendulkar) একবার দেখার জন্য কত ভক্তই কত কিছু করেছেন। প্রিয় তারকার বাড়ির বাইরে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকাই হোক বা স্টেডিয়াম, ফ্যানদের ভিড় ও উন্মাদনা দেখে সেটা সহজেই অনুমান করা যায়। কেমন হয় যদি সেই তারকা নিজেই সমর্থকের সঙ্গে দেখা করেন। তাও আবার নিজের গন্তব্যে যাওয়ার পথে গাড়ি দাঁড় করিয়ে। 

সচিন তেন্ডুলকর
Aajtak Bangla
  • কলকাতা,
  • 02 Feb 2024,
  • अपडेटेड 4:58 PM IST
  • গাড়ি থামালেন সচিন
  • ভাইরাল ভিডিও

ভারতবর্ষে ক্রিকেট নিয়ে আবেগ যে ঠিক কতটা তা বোঝার জন্য কোনও বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন হয় না। আর সেই দেশে সচিন তেন্ডুলকরকে (Sachin Tendulkar) একবার দেখার জন্য কত ভক্তই কত কিছু করেছেন। প্রিয় তারকার বাড়ির বাইরে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকাই হোক বা স্টেডিয়াম, ফ্যানদের ভিড় ও উন্মাদনা দেখে সেটা সহজেই অনুমান করা যায়। কেমন হয় যদি সেই তারকা নিজেই সমর্থকের সঙ্গে দেখা করেন। তাও আবার নিজের গন্তব্যে যাওয়ার পথে গাড়ি দাঁড় করিয়ে। 

এমনটাই হয়েছে হরিশ কুমারের সঙ্গে। একটি ভিডিওতে দেখা যায়, তিনি গাড়িতে করে কোথাও যাচ্ছেন, গাড়ির সামনে স্কুটিতে করে এক ব্যক্তি যাচ্ছেন। তাঁর পরনে মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) জার্সি। পিঠে লেখা সচিন তেন্ডুলকর ১০, আই মিস ইউ। সেই ব্যক্তিকে দেখতে পান গাড়িতে থাকা সচিন। ভিডিও করা শুরু করেন। হরিশের সামনে আসতেই তাঁকে থামিয়ে দেন সচিন। হরিশকে ডেকে জিজ্ঞাসা করেন, 'এয়ারপোর্টটা কোনদিকে?' হঠাৎ করে রাস্তার মাঝে এভাবে সচিনকে দেখে অবাক হয়ে যান হরিশ। সচিনকে বলেন, 'স্যার... আপনি, আমি বিশ্বাস করতে পারছি না। একটা ছবি তুলতে পারি?' সচিন না করেননি। তবে চমক এখানেই শেষ নয়, এরপর হরিশ তাঁর ব্যাগ থেকে একটি ডায়েরি বের করেন ও সেখানে দেখান সচিনের ক্রিকেটীয় কেরিয়ারের বিভিন্ন মুহূর্ত। সচিন সেইসব ছবি দেখে বেশ অবাক হন। এত পুরনো ছবি দেখে তিনি হরিশের প্রশংসা করেন। এরপর সেই ডায়েরিতেই সচিন অটোগ্রাফ দিয়ে দেন হরিশকে।

এরপর সচিন বলেন, 'ভালো লাগছে আপনি হেলমেট পরে স্কুটি চালাচ্ছেন। আমিও সিট বেল্ট পরে গাড়িতে যাচ্ছি।' হরিশ কুমার সচিনকে বলেন, 'আমি যে ভগবানের সঙ্গে দেখা করতে পারব সেটা ভাবিনি।' তিনি সচিনের সঙ্গে একটি ভিডিও তৈরি করেন। 

Advertisement

সচিন সোশ্য়াল মিডিয়ায় ভিডিও শেয়ার করে ক্যাপশনে লেখেন, 'আমার হৃদয় ভরে যায় যখন আমি দেখি আমাকে মানুষ এত ভালোবাসেন। যে ভালোবাসা আপনারা দেখান তা অপ্রত্যাশিত। সেটা আমার জীবনকে অনেক স্পেশাল করে তোলে।'
 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement