ক্রিকেট মাঠে অসংখ্য রেকর্ড গড়েছেন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। তিনিই প্রথম ক্রিকেটার হিসেবে টেস্ট ও একদিনের ক্রিকেট মিলিয়ে মোট ১০০টি সেঞ্চুরি করেছেন। সচিন টেস্টে ৫১টি এবং ওয়ানডেতে ৪৯টি সেঞ্চুরি করেছেন। এর পাশাপাশি ওয়ানডে ক্রিকেটের প্রথম ডাবল সেঞ্চুরিও করেছেন সচিন। গোয়ালিয়রে ২০১০ সালে এই রেকর্ড গড়েন তিনি। তবে সেই ম্যাচে নাকি খেলতেই চাননি সচিন। শরীরে প্রচন্ড ব্যথার কারণে খেলতে চাননি তিনি। ম্যাচের আগে ফিজিওকে এই কথা জানিয়েছিলেন তিনিও। এরপরেও সাহস নিয়ে ম্যাচ খেলার সিদ্ধান্ত নেন তিনি।
ডাবল সেঞ্চুরি করার কথা স্বপ্নেও ভাবিনি
দক্ষিণ আফ্রিকা দল ২০১০ সালের ফেব্রুয়ারিতে ভারত সফরে এসেছিল। দুই দলের মধ্যে তিনটি একদিনের ম্যাচের সিরিজ খেলা হয়। প্রথম ম্যাচে ভারত এক রানে জিতেছিল। এরপর দ্বিতীয় একদিনের ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল গোয়ালিয়রে। এ বিষয়ে সচিন ইএসপিএন ক্রিকইনফোকে বলেন, ''আমি স্বপ্নেও ভাবিনি যে আমি ডাবল সেঞ্চুরি করতে পারব। এই ম্যাচের আগে আমি ভাল ব্যাট করছিলাম। তবে আমি ক্লান্ত ছিলাম এবং আমার শরীরে প্রচন্ড ব্যথা ছিল।''
‘শরীরের প্রতিটি অংশে প্রচণ্ড ব্যথা ছিল’
সচিন বলেন, ''ম্যাচের আগে আমি হোটেলের ঘরে ফিজিওর কাছে গিয়েছিলাম এবং তাঁকে জানিয়েছিলাম আমার শরীরে খুব ব্যথা হচ্ছে। আমার শরীরের প্রতিটি অংশে ব্যথা রয়েছে এবং আমি অনুশীলনের সময়ও তা দেখেছি। এটা ছিল সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচ। এটা জিতলে সিরিজ আমরা জিততাম। সেই করানেই আমি খেলেছি।'' সচিন তৃতীয় একদিনের ম্যাচে তাঁকে বিশ্রাম দিতে অনুরোধ করেছিলেন। সচিন বলেন, ''ফিজিওকে বলেছিলাম, আমরা যদি দ্বিতীয় ম্যাচ জিততে পারি, তাহলে সিরিজের তৃতীয় ওয়ানডেতে বিসিসিআইকে (BCCI) বলুন আমাকে বিশ্রাম দিতে। তবে আমরা যদি দ্বিতীয় ওয়ানডে না জিততে পারি, তাহলে আমি অবশ্যই তৃতীয় ম্যাচে খেলব। তবে দ্বিতীয় ওয়ানডে জিতে আমরাই সিরিজ দখল করেছি।''
আরও পড়ুন: বিরাটের শততম টেস্টে থাকছেন দর্শকরা, ঘোষণা বোর্ডের
সিরিজের প্রথম দুই ম্যাচ জেতার পর তৃতীয় ওয়ানডে খেলেননি সচিন। এই ম্যাচে ভারতীয় দল হেরেছে ৯০ রানে। এই সিরিজের প্রথম ম্যাচে এক রানে জিতেছিল টিম ইন্ডিয়া। এরপর দ্বিতীয় ওয়ানডেতে ১৫৩ রানের ব্যবধানে জিতে সিরিজ দখল করে।