Advertisement

Sachin Tendulkar on Wriddhiman Saha: 'গুরুত্ব পায়নি ঋদ্ধিমান', বাংলার ক্রিকেটারের পাশে দাঁড়ালেন সচিন

এখনও পর্যন্ত এই মরশুমে ৯টি ম্যাচ গুজরাত টাইটান্সের (Gujarat Titans) হয়ে খেলে ফেলেছেন ঋদ্ধিমান। তাঁর রান ৩১২। টি২০ ক্রিকেটে পাওয়ার প্লের ওভার গুলোতে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন বাংলার উইকেট রক্ষক ব্যাটার তা এখন সকলেই জানেন। তবুও ফের সেই কথা মনে করিয়ে দেন সচিন।

ঋদ্ধিমান সাহা ও সচিন তেন্ডুলকরঋদ্ধিমান সাহা ও সচিন তেন্ডুলকর
Aajtak Bangla
  • কলকাতা,
  • 21 May 2022,
  • अपडेटेड 11:08 AM IST
  • গুরুত্ব পাননি ঋদ্ধি
  • ঋদ্ধিমানে মুগ্ধ সচিন

আইপিএল-এ দারুণ ছন্দে থাকা বাংলার উইকেট কিপার ব্যাটার ঋদ্ধিমান সাহাকে (Wriddhiman Saha) নিয়ে এবার মুখ খুললেন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। ঋদ্ধির খেলায় মুগ্ধ সচিন পরিষ্কার বলেছেন, সঠিক গুরুত্ব পাননি ঋদ্ধিমান। নিজের ইউটিউব চ্যানেলে সচিন এই ব্যাপারে কথা বলেন। 

এখনও পর্যন্ত এই মরশুমে ৯টি ম্যাচ গুজরাত টাইটান্সের (Gujarat Titans) হয়ে খেলে ফেলেছেন ঋদ্ধিমান। তাঁর রান ৩১২। টি২০ ক্রিকেটে পাওয়ার প্লের ওভার গুলোতে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন বাংলার উইকেট রক্ষক ব্যাটার তা এখন সকলেই জানেন। তবুও ফের সেই কথা মনে করিয়ে দেন সচিন। তিনি বলেন, ''ঋদ্ধিমান যে মানের ক্রিকেটার, সেই অনুযায়ী অনেক কম গুরুত্ব পেয়েছে। আমার মনে হয় ও অনেক বড় মাপের ক্রিকেটার। কারণ, উইকেটের যে কোনও প্রান্তে স্পিনার বা জোরে বোলার সবার বিরুদ্ধেই বড় শট খেলতে পারে।'' সেই সঙ্গেই সচিন বলেন, ''আইপিএল-এর এই মরশুমে প্রথম দিকে খুব বেশি স্ট্রাইক পায়নি ও। ফলে প্রতিভার সেই প্রতিফলন পরিসংখ্যানে দেখা যায়নি। একজন ফর্মে থাকা ক্রিকেটারের যত বেশি স্ট্রাইক পাওয়া উচিত, ওকে তত দেওয়া হয়নি।''

আরও পড়ুন

বারবার বিতর্কে ঋদ্ধি
একের পর এক বিতর্ক হচ্ছে ঋদ্ধিমানকে নিয়ে। শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজে ভারতীয় দলে জায়গা না পাওয়া নিয়ে মুখ খুলেছিলেন ঋদ্ধি। এরপরেই পারিবারিক কারণে রঞ্জি ট্রফির প্রাথমিক পর্বের ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নেন তিনি। এর মধ্যেই সাংবাদিক বোরিয়া মজুমদারের বিরুদ্ধে হুমকির অভিযোগ আনেন বাংলার ক্রিকেটার। সেই অভিযোগ প্রমাণিত হওয়ায় শাস্তির মুখে পড়েছেন বোরিয়া।

দারুণ ছন্দে ঋদ্ধি ও তাঁর দল
১০ দলের আইপিএল-এ দারুণ ছন্দে রয়েছেন ঋদ্ধিমান। ৩টি হাফ সেঞ্চুরি করে ফেলেছেন তিনি। তাঁর দলও ইতিমধ্যেই প্লে অফের জন্য কোয়ালিফাই করে ফেলেছে। মঙ্গলবার ইডেনে প্রথম কোয়ালিফায়ারে গুজরাতের প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস।   
 

Read more!
Advertisement
Advertisement