Advertisement

Sahitya Aajtak Kolkata 2023: 'আরও কয়েকটা টেস্ট খেলতে পারলে ভাল লাগত...', আক্ষেপ ঝুলনের

ভারতের মহিলা ক্রিকেট (Indian Women Cricket Team) দল খুব বেশি টেস্ট ম্যাচ খেলেনি। ফলে দীর্ঘদিন ক্রিকেট খেললেও সেভাবে টেস্ট খেলতে পারেননি ঝুলন গোস্বামী (Jhulan Goswami)। আর তা নিয়ে আক্ষেপ রয়েছে ভারতের অন্যতম সেরা মহিলা ক্রিকেটারের। সাহিত্য আজতক (Sahitya Aajtak Kolkata) কলকাতায় এসে এই কথাই জানালেন ঝুলন। 

ঝুলন গোস্বামী
Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 Feb 2023,
  • अपडेटेड 6:52 PM IST
  • মাত্র ১২টি টেস্ট খেলার সুযোগ পেয়েছেন ঝুলন
  • 'আরও বেশি টেস্ট খেলার ইচ্ছে ছিল', জানান ঝুলন

ভারতের মহিলা ক্রিকেট (Indian Women Cricket Team) দল খুব বেশি টেস্ট ম্যাচ খেলেনি। ফলে দীর্ঘদিন ক্রিকেট খেললেও সেভাবে টেস্ট খেলতে পারেননি ঝুলন গোস্বামী (Jhulan Goswami)। আর তা নিয়ে আক্ষেপ রয়েছে ভারতের অন্যতম সেরা মহিলা ক্রিকেটারের। সাহিত্য আজতক (Sahitya Aajtak Kolkata) কলকাতায় এসে এই কথাই জানালেন ঝুলন। 

নিজের কেরিয়ারে মাত্র ১২টি টেস্ট খেলার সুযোগ পেয়েছেন ঝুলন। চেয়েছিলেন আরও বেশি টেস্ট খেলতে। ঝুলন বলেন, ''কম টেস্ট খেলা আমার জন্য আক্ষেপের। আসলে লাল বলে খেলা একটা আলাদা চ্যালেঞ্জ। অন্তত ২৫-৩০টা টেস্ট খেলার ইচ্ছে ছিল।'' কেন লাল বলে খেলা মিস করেন ঝুলন? সেই প্রশ্নের উত্তরও দেন চাকদহ এক্সপ্রেস। তিনি বলেন, 'লাল বলে খেলা খুব স্পেশাল। ভাল বল করতে পারলে আলাদা আনন্দ হয়। সেই জন্যই এটা স্পেশাল। কেন হল না এটা বলতে পারব না। তবে হয়নি এটাই সত্যি। ভারতের মেয়েদের টেস্টে রেকর্ডও কিন্তু বেশ ভাল ছিল।''

আরও পড়ুন: দিল্লিতে সিংহের গর্জন, ৫ উইকেট তুলে টিম ইন্ডিয়াকে চাপে ফেললেন অজি স্পিনার

১৯৭৬ সালে প্রথমবার ভারতের মহিলা দল টেস্ট ম্যাচ খেলে। এখনও অবধি ৩৬টি টেস্ট ম্যাচ খেলেছে ভারতের মহিলা দল। ভারতের মেয়েরা ওয়ান ডে বা টি২০ ম্যাচ ও সিরিজ খেললেও টেস্ট সিরিজ সে ভাবে খেলেনি ভারত। ২০২২ সাল থেকে ২০২৫ সালের মধ্যে মাত্র দু'টি টেস্ট খেলার কথা রয়েছে স্মৃতি মন্ধনাদের। ভারতের মাটিতেই এই দুটি টেস্ট খেলবে তারা। 

আরও পড়ুন: 'ভুল' আউট বিরাটকে, রেগে লাল টিম ইন্ডিয়া; ফ্যানদের কটাক্ষ আম্পায়ার নীতিনকে

১২ টেস্টে ৪৪টি উইকেট পেয়েছেন ঝুলন

১২টি টেস্ট ম্যাচ খেললেও দারুণ রেকর্ড ঝুলনের। তিনি মোট ৪৪টি উইকেট তুলে নিয়েছেন। এবং প্রমাণ করেছেন সাদা বলের ক্রিকেটে শুধু নয়, লাল বলের ক্রিকেটেও দারুণ সফল হতে পারতেন ঝুলন। এই ৪৪টি উইকেটের মধ্যে একবার ১০ উইকেট, তিন বার পাঁচ উইকেট ও দুই বার চার উইকেট নিয়েছেন ভারতীয় মহিলা দলের প্রাক্তন অধিনায়ক। ১৯ বছরেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন ঝুলন। 

Advertisement


 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement