Advertisement

Virat Kohli: বিরাটের জায়গায় রাহুলকে মেনে নিতে পারছেন না পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার

নিজের ইউটিউব চ্যানেলে বাট বলেন, ''একদিনের ক্রিকেটে রোহিত শর্মা কে মিস করছে টিম ইন্ডিয়া। রোহিত না থাকাতেই ভারতের মনোবল তলানিতে এসে ঠেকেছে।'' পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার আরো বলেন, ''অধিনায়ক হিসেবে বিরাট যে এনার্জি নিয়ে মাঠে আসতো সেটা এখন আর দেখা যাচ্ছে না। ভারতীয় দলের সেই ঐক্যবদ্ধ চেহারাটাই যেন হারিয়ে গিয়েছে। রাহুলকে (KL Rahul) দেখে আউট অফ দ্য বক্স চিন্তা করার মত ক্রিকেটার বলে মনে হয় না। একজন অধিনায়ক হিসেবে প্রতিপক্ষকে অনুমান করার ক্ষমতা থাকা জরুরি। সেটা রাহুলের নেতৃত্বে ফুটে ওঠেনি।''

বিরাট কোহলি ও কেএল রাহুল
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 20 Jan 2022,
  • अपडेटेड 7:32 PM IST
  • দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম একদিনের ম্যাচে হার ভারতের
  • রোহিত শর্মাকে মিস করছে ভারত

টেস্ট সিরিজের প্রথম ম্যাচে জেতার পরেও পরপর দুটি ম্যাচ হেরে সিরিজ খোয়াতে হয়েছে বিরাট কোহলির (Virat Kohli) ভারতকে। সিরিজে শোচনীয় পরাজয়ের পরেই অধিনায়কত্ব ছেড়ে দেন বিরাট কোহলি। একদিনের সিরিজ শুরু হতেই ফের হার ভারতের। প্রথম ম্যাচে ৩১ রানে হারল কে এল রাহুলের ভারত। বোলিং বা ব্যাটিং কোনটাই ভাল হয়নি ভারতের। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার সালমান বাট মনে করেন, একদিনের ক্রিকেটে রোহিত শর্মার (Rohit Sharma) অনুপস্থিতি ভোগাচ্ছে ভারতীয় দলকে।
রোহিতকে মিস করছে ভারত
নিজের ইউটিউব চ্যানেলে বাট বলেন, ''একদিনের ক্রিকেটে রোহিত শর্মা কে মিস করছে টিম ইন্ডিয়া। রোহিত না থাকাতেই ভারতের মনোবল তলানিতে এসে ঠেকেছে।'' পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার আরো বলেন, ''অধিনায়ক হিসেবে বিরাট যে এনার্জি নিয়ে মাঠে আসতো সেটা এখন আর দেখা যাচ্ছে না। ভারতীয় দলের সেই ঐক্যবদ্ধ চেহারাটাই যেন হারিয়ে গিয়েছে। রাহুলকে (KL Rahul) দেখে আউট অফ দ্য বক্স চিন্তা করার মত ক্রিকেটার বলে মনে হয় না। একজন অধিনায়ক হিসেবে প্রতিপক্ষকে অনুমান করার ক্ষমতা থাকা জরুরি। সেটা রাহুলের নেতৃত্বে ফুটে ওঠেনি।'' 
উদ্বুদ্ধ করতে পারছেন না লোকেশ রাহুল
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পার্লে বুধবার প্রথম একদিনের ম্যাচে অধিনায়ক নয় একজন ব্যাটার হিসেবে মাঠে নেমেছিলেন বিরাট। চোট থাকায় দলে নেই রোহিত শর্মা। সেই কারণেই অধিনায়কের দায়িত্ব সামলেছেন কে এল রাহুল। প্রথমদিকে ভালো খেললেও মাঝের ওভারে উইকেট ফেলতে পারেনি ভারত। ফলে বড় রান করে ফেলে দক্ষিণ আফ্রিকা। জবাবে ব্যাট করতে নেমে বিরাট কোহলি ও শিখর ধাওয়ান ভালো খেললেও জেতার জন্য প্রয়োজনীয় রান তুলতে পারেনি ভারত। সেই কারণেই সালমান বাট মনে করছেন, ''বিরাটের মত দলের ক্রিকেটারদের উদ্বুদ্ধ করতে পারছেন না লোকেশ রাহুল। আর সেই কারণেই দ্বিতীয় টেস্ট হারের পর তাঁর অধিনায়কত্বেই প্রথম একদিনের ম্যাচেও হারতে হল ভারতকে।''

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement