Advertisement

Salman Khan Show: ইস্টবেঙ্গল ক্লাবে সলমনের মেগা শো শনিবার, কীভাবে টিকিট-কত দাম?

শনিবার শহরে আসছেন বলিউড স্টার সলমন খান (Salman Khan)। ইস্টবেঙ্গল ক্লাবের শতবর্ষের অনুষ্ঠানে আসছেন বলিউডের ভাইজান। শুধু তাই নয়, বলিউডের আরও একগুচ্ছ অভিনেতা, অভিনেত্রী-সহ তারকাদের আসার কথা রয়েছে লাল হলুদের মেগা শো-তে। তবে শো করার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন সলমন। এমটাই ট্যুইট করে জানিয়েছেন তৃণমূলের মুখপত্র কুণাল ঘোষ। সন্ধ্যা ৬টায় শুরু হবে শো।

ইস্টবেঙ্গল ক্লাব ও সলমন খান্ন
Aajtak Bangla
  • কলকাতা,
  • 11 May 2023,
  • अपडेटेड 8:54 AM IST
  • শনিবার কলকাতায় আসছেন সলমন
  • ইস্টবেঙ্গলে শো-র আগে দেখা করবেন মুখ্যমন্ত্রীর সঙ্গে

শনিবার শহরে আসছেন বলিউড স্টার সলমন খান (Salman Khan)। ইস্টবেঙ্গল ক্লাবের শতবর্ষের অনুষ্ঠানে আসছেন বলিউডের ভাইজান। শুধু তাই নয়, বলিউডের আরও একগুচ্ছ অভিনেতা, অভিনেত্রী-সহ তারকাদের আসার কথা রয়েছে লাল হলুদের মেগা শো-তে। তবে শো করার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন সলমন। এমটাই ট্যুইট করে জানিয়েছেন তৃণমূলের মুখপত্র কুণাল ঘোষ। সন্ধ্যা ৬টায় শুরু হবে শো।


টিকিটের দাম কত? কীভাবে পাওয়া যাবে
ইস্টবেঙ্গলের এই অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে 'দাবাং, দ্য ট্যুর-রিলোডেড'।  অনুষ্ঠানে সলমন ছাড়াও উপস্থিত থাকার কথা সোনাক্ষী সিনহা, জ্যাকলিন ফের্নান্ডেজ, প্রভু দেবা, গুরু রণধাওয়া, আয়ুষ শর্মা, কামাল খান-সহ আরও অনেক বলি তারকারা।আর এই শোয়ের টিকিট বন্টনের দায়িত্বে রয়েছে পেটিএম ইনসাইডার। ইস্টবেঙ্গলের এই অনুষ্ঠানে টিকিটের দাম করা হয়েছে ৯৯৯ টাকা থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত। ৬৯৯ টাকার টিকিটে মাটিতে বসে শো দেখতে হবে দর্শকদের। এরপর রয়েছে ১২৫০ টাকার টিকিট। এই টিকিট কাটলেও মাটিতে জায়গা হবে দর্শকদের। ১৫০০ টাকার টিকিটে ভাইজান জোনে গিয়ে অনুষ্ঠান দেখতে পারবেন দর্শকরা। টাইগার জোনের টিকিটের দাম ২২৫০ টাকা। ২৫০০ য়াকার টিকিটে কিক জোনে বসে অনুষ্ঠান দেখা যাবে।৩০০০ টাজার টিকিটে ভাইজান জোনে বসতে পারবেন দর্শকরা।৪০০০ টাকার টিকিটে সুলতান জোনে বসে অনুষ্ঠান দেখা যাবে। মেম্বারশিপ কার্ড দেখালে, যে কোনও দামের টিকিটের ওপর ২৫ শতাংশ ছাড় দেওয়া হবে বলে জানানো হয়েছে ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার তরফ থেকে। 

আরও পড়ুন: মুম্বই থেকে জাহুকে সই করাতে পারে ইস্টবেঙ্গল, কত টাকা লাগবে?


এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে,  অনুষ্ঠানের এক দিন আগেই চলে আসবেন সলমন সহ বাকি অভিনেতা অভিনেত্রীরা। রিহার্সালেরও কথা রয়েছে বলে জানা যাচ্ছে। সলমন খানের টিম ইতিমধ্যেই ইস্টবেঙ্গল তাঁবু ঘুরে দেখে গিয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে আরও একবার আসার কথা রয়েছে তাদের।

Advertisement

আরও পড়ুন: স্লাভকো-তিরি দল ছাড়ছেন, মোহনবাগানের ডিফেন্স সামলাবেন কে?
 

ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা হোয়াটস দ্য নেম এই গোটা শো-টি আয়োজনের দায়িত্বে রয়েছে।  অর্থাৎ, ইস্টবেঙ্গল ক্লাব এবং এই ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার যৌথ উদ্যোগে এই শো-টি আয়োজিত হতে চলেছে। এই প্রসঙ্গে ইস্টবেঙ্গল কর্তা রূপক সাহা জানিয়েছেন,'মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন সবরকম সহযোগিতা করার'। 


প্রসঙ্গত, ইস্টবেঙ্গলের শতবার্ষিকী উপলক্ষ্যে এর আগেও একবার সলমন খানকে আনার পরিকল্পনা করেছিলেন ক্লাব কর্তারা করেছিলেন। কিন্তু করোনা অতিমারির জেরে তা সম্ভব হয়ে ওঠেনি। তবে এবার আর কোনও সমস্যা নেই। তাই আগামী ১৩ মে ইস্টবেঙ্গল ক্লাব তাঁবুতেই অনুষ্ঠিত হতে চলেছে গ্র্যান্ড শো 'দাবাং, দ্য ট্যুর-রিলোডেড'। 
 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement