গ্র্যান্ডস্ল্যাম কেরিয়ারের সানিয়া মির্জার (Sania Mirza)। যদিও জীবনের শেষ গ্র্যান্ডস্ল্যামটার শেষটা যদিও হারতে হল। অস্ট্রেলিয়ান ওপেনের (Australian Open 2023) মিক্সড ডাবলস-এর ফাইনালে ব্রাজিলের জুটি লুইসা স্টেফানি ও রাফায়েল মাতোসের কাছে হেরে গেলেন সানিয়া মির্জা ও রোহান বোপান্না (Rohan Bopanna) জুটি। ৬-৭, ২-৬ সেটে হারল ভারতীয় জুটি।
এই ম্যাচের সঙ্গেই ভারতের টেনিস তারকা সানিয়া মির্জার গ্র্যান্ডস্ল্যাম কেরিয়ারের ইতি ঘটল। ৩৬ বছরের সানিয়া জীবনে ডাবলসে ৬টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন। অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে যাওয়ার পরেও আরও একটি গ্র্যান্ডস্ল্যামের আশায় বুক বেঁধেছিল ভারত।
আরও পড়ুন: Sania Mirza Retirement: অবসরের ঘোষণা ভারতের টেনিস তারকা সুন্দরী সানিয়া মির্জার
বস্তুত, এদিন ম্যাচের শুরু থেকেই বেশ দুর্বল লাগছিল সানিয়া-বোপান্না জুটিকে। তারপর ঘুরে দাঁড়ান তাঁরা। প্রথম সেট ২-২ শেষ হয়। এরপর ৩-২ লিডও পেয়ে গিয়েছিলেন ভারতীয় জুটি। তারপরেই ব্রাজিলিয়ান জুটি স্কোর ৩-৩ নিয়ে যান। অচিরেই ৪-৩ সেটে লিড পেয়ে যান ব্রাজিলের জুটি। দ্বিতীয় সার্ভিস ব্রেকের জেরে ৫-৩ সেটে পিছিয়ে যান সানিয়া-বোপান্না।
অস্ট্রেলিয়ান ওপেনে ৩৬ বছরের সানিয়া এর আগে ২০০৯ সালে মিক্সড ডাবলস জিতেছিলেন। সেটিই ছিল তাঁর প্রথম বড় ট্রফি। এর পর ২০১৬ সালে ডাবলসে চ্যাম্পিয়ন হন। তিনটি মিক্সড ডাবলস এবং তিনটি ডাবলস খেতাব রয়েছে সানিয়ার। এটিই তাঁর শেষ গ্র্যান্ড স্ল্যাম ছিল। ৪২ বছরের বোপান্না এর আগে ২০১৭ সালে ফ্রেঞ্চ ওপেন জিতেছিলেন।