ক্রিকেটার এবং লিডার হিসেবে উন্নতি করছে সঞ্জু স্যামসন (Sanju Samson), বলছেন ইংল্যান্ড তারকা জো রুট (Joe Root)। রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) অধিনায়ক সঞ্জু স্যামসনকে নিয়ে বেশ আশাবাদী ইংল্যান্ড জাতীয় তারকা জো রুট। তাঁর মতে, প্রতি বছরই স্যামসন ক্রিকেটার এবং অধিনায়ক হিসেবে নিজেকে যথেষ্ট উন্নত করছে।
প্রসঙ্গত, দেশের জার্সি গায়ে স্যামসন খেলেছেন ১১টি একদিনের ম্যাচ। সেইসঙ্গে টি-২০ (T-20) ম্যাচ খেলেছেন মোট ১৭টি। আইপিএলে (IPL 2023) খেলেছেন মোট ১৩৮টি ম্যাচ এবং সর্বোচ্চ রান ১১৯। নেতৃত্ব দিচ্ছেন রাজস্থান রয়্যালসকে (RR)। শুধু তাই নয়, দলের হয়ে একজন পারফেক্ট টিম ম্যান হিসেবেই নিজেকে প্রমাণ করেছেন এই রাজস্থান ওপেনার। চলতি আইপিএলে আজ সানরাইজার্স হায়দরাবাদের (SRH) বিরুদ্ধে নামছে রাজস্থান। সেই দলের অধিনায়ক (Team captain) স্যামসনকে নিয়েই এবার মুখ খুললেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক (Ex-England captain)।
পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, স্যামসনের খেলা তিনি উপভোগ করেন। বিগত বেশ কয়েক বছর ধরেই নিজের খেলায় উন্নতি করছেন স্যামসন, বলছেন ব্রিটিশ তারকা। এমনকি নেতৃত্ব দেওয়ার জায়গা থেকেও নিজেকে ভালোভাবে তৈরি করছেন স্যামসন। রুট জানাচ্ছেন, ‘শেষ বছরটি অসাধারণ গেছে। ওর মধ্যে অনেক ট্যালেন্ট রয়েছে, আর সেই জন্যই খেলোয়াড় এবং অধিনায়ক হিসেবে উন্নতি করছে রোজদিন।‘
তিনি আরও বলছেন, ‘রবিচন্দ্রন অশ্বিন (Rabichandran Ashwin) হলেন আরেকজন যার বিষয়ে আমি ভীষণ উত্তেজিত থাকি। অবশ্যই একজন ম্যাচ উইনার।‘ স্যামসন এবং অশ্বিনের সঙ্গে খেলতে পারা, আসলে সেরা একটি সুযোগ তাঁর কাছে, বলছেন ইংল্যান্ড ব্যাটসম্যান জো রুট। তাঁর মতে, ‘ওদের থেকে সবসময় শেখার চেষ্টা করি। আশা করছি ভালো কিছু মুহূর্ত তৈরি হবে।‘
অন্যদিকে আরেক ভারতীয় ব্যাটসম্যান রিয়ান পরাগকে (Riyan Parag) নিয়েও মুখ খুললেন এই ব্রিটিশ তারকা। তিনি জানাচ্ছেন, ‘বয়স কম হলেও গত মরশুমে ও কিছু দারুণ ইনিংস উপহার দিয়েছে। এবার আমাদের জন্য বিশেষ একটি বছর। আবার আমরা ফিরছি জয়পুরে (Jaipur) এবং ফ্যানদের (Cricket fans) মাঝে। আমরা অসাধারণ একটি পরিবেশে খেলার জন্য মুখিয়ে রয়েছি।‘
ইতিমধ্যেই ঢাকে কাঠি পড়ে গেছে আইপিএলের। বাইশ গজের এই মেগা ক্রিকেট লিগ (Cricket league) ঘিরে উত্তেজনা তুঙ্গে।