Advertisement

Santosh Trophy 2024 Winner: ছ'বছর পর ঘরে এল সন্তোষ ট্রফি, রবি হাঁসদার গোলে ভারতসেরা বাংলা

পরপর দুই মরসুমে ১৮' ও ২২'-এ সন্তোষ ট্রফি ফাইনালে কেরলের কাছে হারে বাংলা। দুবারই টাইব্রেকারে হেরে ফিরে যেতে হয় বাংলাকে। ২০২৪-এ ঘুরে দাঁড়াল বাংলা। সেই কেরলকে হারিয়ে হাতে তুলে নিল সন্তোষ ট্রফি। এই নিয়ে ৩৩ বার।

ছ’বছর পর সন্তোষ ট্রফি জয় বাংলারছ’বছর পর সন্তোষ ট্রফি জয় বাংলার
Aajtak Bangla
  • কলকাতা,
  • 31 Dec 2024,
  • अपडेटेड 11:07 PM IST

পরপর দুই মরসুমে ১৮' ও ২২'-এ সন্তোষ ট্রফি ফাইনালে কেরলের কাছে হারে বাংলা। দুবারই টাইব্রেকারে হেরে ফিরে যেতে হয় বাংলাকে। ২০২৪-এ ঘুরে দাঁড়াল বাংলা। সেই কেরলকে হারিয়ে হাতে তুলে নিল সন্তোষ ট্রফি। এই নিয়ে ৩৩ বার।

২০১৬-১৭ মরসুমে শেষবার ফুটবলে জাতীয় চ্যাম্পিয়ন হয়েছিল বাংলা। কেরলকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হল বাংলা। রবি হাঁসদার গোলে ৬ বছর পর সন্তোষ ট্রফি এল বাংলায়। ১২টি গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন তিনি। কোচ সঞ্জয় সেন এবং অধিনায়ক চাকু মান্ডির প্রয়াসে পুরো টিমের অনবদ্য পারফরমেন্সের ফলে জয় ছিনিয়ে আনেন।

শুরু থেকেই বাংলা-কেরলের অপ্রতিরোধ্য ম্যাচ। শুরু থেকে বাংলার ফুটবলারদের পায়ে বল টিকতে দেয়নি কেরল। তবে ম্যাচ যত গড়ায় তত বেগ পেতে হয় কেরলকে। শুরুর ৪৫ মিনিট গোলশূন্য থেকে যায়। কেরলেরও তেমন গোল করার সুযোগ হয়নি। ম্যাচের ৮৩ মিনিটে চাকু কর্ণার বল পেয়ে গোল করার সুযোগ পেলেও হাত ছাড়া হয়। কেরলের ক্রিস্টি ডেডিসের গায়ে বল বাইরে চলে যায়। শেষে দ্বিতীয়ার্ধের অতিরিক্ত ৪ মিনিটে বাংলার পক্ষে গোল করেন রবি হাঁসদা।

সন্তোষ ট্রফি জয়ের পর অভিনন্দন বার্তা পাঠান তৃণমূল নেতা-সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সাফল্যের জন্য বাংলার কোচ, ফুটবলার এবং ফুটবল কর্তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসও।
 

Read more!
Advertisement
Advertisement