Advertisement

India vs South Africa 2nd ODI: ধোনির শহরে অভিষেক বাংলার শাহবাজের, আর কারা দলে?

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে ভারতীয় দলের হয়ে অভিষেক করতে চলেছেন বাংলার শাহবাজ আহমেদ। টসের সময় এই কথা জানিয়ে দিলেন ভারতের অধিনায়ক শিখর ধাওয়ান।

শাহবাজ আহমেদ
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 09 Oct 2022,
  • अपडेटेड 2:26 PM IST
  • অভিষেক করছেন শাহবাজ
  • দলে ওয়াশিংটনও

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে ভারতীয় দলের হয়ে অভিষেক করতে চলেছেন বাংলার শাহবাজ আহমেদ। টসের সময় এই কথা জানিয়ে দিলেন ভারতের অধিনায়ক শিখর ধাওয়ান। রাঁচির ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা। ভারতের মরণ-বাঁচন ম্যাচে দক্ষিণ আফ্রিকা দলের অধিনায়কত্ব করছেন কেশব মহারাজ। দুটি পরিবর্তন করেছে ভারত ও দক্ষিণ আফ্রিকা দুই দলই।   

উচ্ছ্বসিত সঞ্জয় বাঙ্গার

শাহবাজ আহমেদের অভিষেক নিয়ে উচ্ছ্বসিত রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কোচ সঞ্জয় বাঙ্গার। স্টার স্পোর্টসকে তিনি বলেন, 'আমরা শাহবাজকে নেটে ডেকেছিলাম। ডেভলপমেন্ট প্লেয়ার হিসেবে থেকেছে। আইপিএল-এ দারুণ খেলেছে ও। শাহবাজ একজন ম্যাচ উইনার। তবে আইপিএল আর আন্তর্জাতিক ক্রিকেট একেবারে আলাদা। তবে শুধু আইপিএল-এ নয়, বাংলার হয়েও দারুণ খেলেছে শাহবাজ।''

আরও পড়ুন: ভারতের মরণ-বাঁচন ম্যাচে ভিলেন হতে পারে বৃষ্টি, পণ্ড হতে পারে ম্যাচ?

ভারতীয় দলের হয়ে ষষ্ঠ বোলারের ভূমিকা পালন করতে পারেন শাহবাজ। বাঙ্গার বলেন, ''দলে ষষ্ঠ বোলার থাকা খুব গুরুত্বপূর্ণ। আগের দিন আমরা দেখেছি কীভাবে রবি বিষ্নোই মার খাওয়ার পর আর সমস্যায় পড়তে হয়েছিল ভারতীয় দলকে। কারণ আর কোনও বোলার ছিল না টিম ইন্ডিয়ার কাছে।'' 

আরও পড়ুন: 'ভালবাসার টানে...' পন্তরা অস্ট্রেলিয়া পৌঁছাতেই উড়ে গেলেন ঊর্বশীও! জল্পনা তুঙ্গে

শুভেচ্ছা জানিয়েছেন ডেল স্টেনও

দুটি পরিবর্তন এনেছে ভারতীয় দল। দলে এসেছেন শাহবাজ ও ওয়াশিংটন সুন্দর। এই দুই ক্রিকেটারকে নিয়েই উচ্ছ্বসিত দক্ষিণ আফ্রিকার প্রাক্তন পেস বোলার ডেল স্টেন। রিনি বলেন, ''আমি অপেক্ষায় আছি শাহবাজের জন্য। ও দারুণ ক্রিকেটার। ব্যাট করতে পারে, দারুণ বল করে পাশাপাশি দারুণ ফিল্ডারও। ও কিন্তু নিজে এই জায়গাটা অর্জন করেছে। আমি দক্ষিণ আফ্রিকার সমর্থক হলেও চাইব ওয়াশিংটন ও শাহবাজ ভাল পারফর্ম করুক।''

Advertisement

চোটের জন্য সিরিজ থেকে ছিটকে গিয়েছেন দীপক চাহার। তাঁর জায়গাতেই দলে এসেছেন ওয়াশিংটন। গতকালই এই ঘোষণা করে বিসিসিআই। আর তারপরের দিনেই রাঁচিতে খেলতে নামছেন ওয়াশিংটন। রবি বিষ্নোইয়ের জায়গায় প্লেয়িং ইলেভেনে এসেছেন তিনি।   

ভারতের প্লেয়িং-১১: শিখর ধাওয়ান, শুভমান গিল, ইশান কিশান, শ্রেয়াস আইয়ার, সঞ্জু স্যামসন, ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, আভেশ খান।


দক্ষিণ আফ্রিকার প্লেয়িং-১১: জানেমান মালান, কুইন্টন ডি কক, রেজা হেন্ডরিক্স, আইদান মার্করাম, হেনরিক ক্লাসেন, ডেভিড মিলার, ওয়েন পার্নেল, কেশব মহারাজ, বোর্ন ফরচুইন, কাগিসো রাবাদা, এনরিক নরসিয়া

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement