Advertisement

Shahid Afridi: জোরে গাড়ি চালানোয় শাস্তি আফ্রিদির, কত জরিমানা?

ধরা পড়ার পরে নিজের দোষ স্বীকার করেছেন শাহিদ আফ্রিদি। পুলিশের সঙ্গে সেলফি তুলতেও দেখা যায় প্রাক্তন পাক অধিনায়ককে। জরিমানা দিতে হলেও পুলিশের ভূমিকায় দারুণ খুশি আফ্রিদি। টুইটার- এ পুলিশের কাজের জন্য তাদের অভিনন্দনও জানিয়েছেন শাহিদ আফ্রিদি। আফ্রিদি লিখেছেন, 'পুলিশ সাধারণ মানুষের মত আমার বিরুদ্ধে ব্যবস্থা নজির গড়েছে।'

শাহিদ আফ্রিদি (টুইটার)
Aajtak Bangla
  • কলকাতা,
  • 29 Jun 2022,
  • अपडेटेड 11:15 AM IST
  • জরিমানা দিতে হল আফ্রিদিকে
  • জোরে গাড়ি চালিয়ে শাস্তি পেলেন প্রাক্তন তারকা

পাকিস্তান পুলিশের হাতে ধরা পড়লে সে দেশের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি। অত্যধিক জোরে গাড়ি চালানোয় দিতে হল জরিমানা। জোরে গাড়ি চালিয়ে লাহোর থেকে করাচি যাচ্ছিলেন আফ্রিদি। জাতীয় সড়কে তার গাড়ি দুরন্ত গতিতে ছুটছিল তার ফলেই জরিমানার মুখে পড়তে হয় শাহিদ আফ্রিদিকে। জানা যায় সম্ভবত একশো কুড়ি কিলোমিটার গতিতে গাড়ি চালান আফ্রিদি। সেই সময়ে পুলিশ তাঁকে থামিয়ে দেয় এবং পনেরোশো টাকা জরিমানা করা হয়। সেই টাকা মিটিয়ে তবেই ছাড়া পান তিনি।

ধরা পড়ার পরে নিজের দোষ স্বীকার করেছেন শাহিদ আফ্রিদি। পুলিশের সঙ্গে সেলফি তুলতেও দেখা যায় প্রাক্তন পাক অধিনায়ককে। জরিমানা দিতে হলেও পুলিশের ভূমিকায় দারুণ খুশি আফ্রিদি। টুইটার- এ পুলিশের কাজের জন্য তাদের অভিনন্দনও জানিয়েছেন শাহিদ আফ্রিদি। আফ্রিদি লিখেছেন, 'পুলিশ সাধারণ মানুষের মত আমার বিরুদ্ধে ব্যবস্থা নজির গড়েছে।'

আরও পড়ুন: ভারতের বিখ্যাত হকি প্লেয়ার বীরেন্দ্র খুনি? CBI তদন্তের দাবি

আফ্রিদি তাঁর ট্যুইটে লিখেছেন তিনি কর্তব্যরত পুলিশকে একটা আবদারও করেছেন। তাঁর দাবি, হাইওয়েতে গাড়ির গতি কমপক্ষে ১২০ কিলোমিটার করা হোক। তবে এই দাবি মানা হবে কি না তা বলা যাচ্ছে না। কারণ রাস্তায় গাড়ির গতি কী হবে তা পুলিশ ঠিক করে না। তাদের কাজ শুধুই কেউ আইন ভাঙলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।

আরও পড়ুন: দীর্ঘমেয়াদী চুক্তির পথে ইমামি ও ইস্টবেঙ্গল, জট কাটছে?

৪২ বছর বয়সী শাহিদ আফ্রিদি পাকিস্তানের হয়ে ২৭ টি টেস্ট, ৩৯৮ টি ওয়ান ডে এবং ৯৯ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ২১ বছরের দীর্ঘ ক্যারিয়ারে তিনবার অবসর নিয়েছেন তিনি। ১৯৯৬ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩৭ বলে সেঞ্চুরি করে তাক লাগিয়ে দিয়েছিলেন শাহিদ আফ্রিদি। এটা ছিল তাঁর কেরিয়ারের দ্বিতীয় ওয়ানডে ম্যাচ। 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement