Advertisement

Shahid Afridi, Virat Kohli: 'অ্যাটিটিউড শোধরাও...' বিরাটকে 'সবক' আফ্রিদির

কোহলিকে এখন ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচে ভারতের হয়ে খেলতে দেখা যাবে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজে তাঁকে বিশ্রাম দিয়েছে বিসিসিআই। এদিকে কোহলিকে নিয়ে বিবৃতি দিয়েছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি। আফ্রিদি, কোহলির মনোভাবের সমালোচনা করে বলেছেন যে বিরাটকে তাঁর মনোভাব বদলাতে হবে। 

বিরাট কোহলি ও শাহিদ আফ্রিদি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 Jun 2022,
  • अपडेटेड 1:46 PM IST
  • বিরাট কী বিশ্বের এক নম্বর হতে চান?
  • প্রশ্ন আফ্রিদির

টিম ইন্ডিয়ার (Team India) তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি (Virat Kohli) এই বছর খারাপ ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন। আইপিএলের (IPL) সাম্প্রতিক মরশুমেও বিশেষ কিছু করতে পারেননি কোহলি। আইপিএল 2022-এ, বিরাট কোহলি ১৬ ম্যাচে ২২.৭৩ গড়ে ৩৪১ রান করেছেন। যার মধ্যে মাত্র দু'টি হাফ সেঞ্চুরি রয়েছে। শুধু তাই নয়, তিনবার গোল্ডেন ডাকের (প্রথম বলে আউট) শিকার হন বিরাট।


কোহলিকে এখন ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচে ভারতের হয়ে খেলতে দেখা যাবে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজে তাঁকে বিশ্রাম দিয়েছে বিসিসিআই। এদিকে কোহলিকে নিয়ে বিবৃতি দিয়েছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি। আফ্রিদি, কোহলির মনোভাবের সমালোচনা করে বলেছেন যে বিরাটকে তাঁর মনোভাব বদলাতে হবে। 

তিনি কি সত্যিই আবার এক নম্বর হতে চান: আফ্রিদি

শাহিদ আফ্রিদি সামা টিভিকে এক সাক্ষাৎকারে বলেন, 'ক্রিকেটে মনোভাব সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এটা নিয়েই আমি সবচেয়ে বেশি কথা বলি। ক্রিকেটের প্রতি মনোভাব ঠিক রয়েছে কি না? কোহলি তাঁর কেরিয়ারের শুরুতেই বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান হতে চেয়েছিল। এখনও কি একই অনুপ্রেরণা নিয়ে ক্রিকেট খেলছে বিরাট?  সেটাই বড় প্রশ্ন। তাঁর প্রতিভা নিয়ে সন্দেহ নেই। কিন্তু সে কি সত্যিই আবার ১ নম্বর হতে চায়? বা কোহলি কি মনে করে যে সে জীবনের সবকিছু অর্জন করে ফেলেছে।''

আরও পড়ুন: IPL-এ ভাল খেলার 'ইনাম', টিম ইন্ডিয়ায় ত্রিপাঠী ও সঞ্জু

 

বয়স নিয়ে বিতর্কে রয়েছেন আফ্রিদি

শাহিদ আফ্রিদির বয়স নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC) অনুসারে, আফ্রিদির জন্ম ১ মার্চ ১৯৮০, অর্থাৎ বর্তমানে তাঁর বয়স হওয়ার কথা ৪২ বছর। কিন্তু ২০১৯ সালে, আফ্রিদি জানিয়েছিলেন যে ১৯৯৬ সালে নাইরোবিতে শ্রীলঙ্কার বিপক্ষে ৩৭ বলে সেঞ্চুরি করার সময় তাঁর বয়স ১৬ বছর ছিল না। ছিল ১৯ বছর। আফ্রিদি তাঁর আত্মজীবনী 'গেম চেঞ্জার'-এ লিখেছেন, 'আমি ছিলাম মাত্র উনিশ বছর বয়সী ক্রিকেটার। অথচ দাবি করা হচ্ছে যে আমার বয়স ছিল ১৬ বছর। আমি ১৯৭৫ সালে জন্মগ্রহণ করেছি, কর্তৃপক্ষ আমার বয়স ভুল করেছিলেন।  

Advertisement

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement