Advertisement

Shakib Al Hasan: অবসর ভেঙে ফিরছেন সাকিব, বাংলাদেশের মাটিতে খেলার 'স্বপ্ন'

২০২৪ সালের সেপ্টেম্বরে টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করেছিলেন সাকিব। কিন্তু ওয়ানডে খেলার সুযোগ ছিল তাঁর কাছে।

অবসর ভেঙে বাংলাদেশের হয়ে খেলবেন সাকিবঅবসর ভেঙে বাংলাদেশের হয়ে খেলবেন সাকিব
Aajtak Bangla
  • কলকাতা,
  • 08 Dec 2025,
  • अपडेटेड 5:44 PM IST
  • অবসর ভেঙে ফেরার বার্তা দিলেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান।
  • আওয়ামী লিগের টিকিটে সাংসদ হওয়া সাকিব আল হাসানও বাংলাদেশের বিরাট সংখ্যক মানুষের বিরাগভাজন হন।
  • বাংলাদেশের জার্সিতে তিনি আর ওয়ানডে ম্যাচও খেলেননি।

অবসর ভেঙে ফেরার বার্তা দিলেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। ২০২৪ সালের সেপ্টেম্বরে টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করেছিলেন এই ক্রিকেটার। কিন্তু ওয়ানডে খেলার সুযোগ ছিল তাঁর কাছে। তবে তা আর সম্ভব হয়নি। 

বাংলাদেশে রাজনৈতিক অভ্যুত্থানের মাধ্যমে পালাবদল আসে। ফলে আওয়ামী লিগের টিকিটে সাংসদ হওয়া সাকিব আল হাসানও বাংলাদেশের বিরাট সংখ্যক মানুষের বিরাগভাজন হন। তাঁর সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজও করেছিল মহম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার। এমতাবস্থায় দেশ ছাড়েন সাকিব। ফলে বাংলাদেশের জার্সিতে তিনি আর ওয়ানডে ম্যাচও খেলেননি। তবে বিভিন্ন কাউন্টি ক্রিকেট খেলছেন তিনি।

কিন্তু সম্প্রতি 'বিয়ার্ড বিফোর উইকেট' পডকাস্টে মঈন আলির সাথে কথা বলতে গিয়ে সাকিব আল হাসান জানান, আনুষ্ঠানিকভাবে তিন ফরম্যাট থেকেই তিনি এখনও অবসর নেননি। তিনি নিজেকে ফিট রাখছেন যাতে তিনি খেলার জন্য ফিট থাকতে পারেন। সাকিব বলেন, "আমি চাই বাংলাদেশে ফিরে ওয়ানডে, টেস্ট এবং টি-টোয়েন্টির একটা করে সিরিজ খেলতে। তারপরই আমি অবসর নিতে চাই। আমি যেকোনো সিরিজে খেলতে পারি, তবে পুরো সিরিজ খেলার পরেই আমি অবসর নিতে চাই। এটাই আমার ইচ্ছা।"

যদিও সাকিব বাংলাদেশে ফিরতে পারবেন কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। কারণ চলতি বছরের সেপ্টেম্বরেই যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানিয়ে দিয়েছেন,  সাকিব আল হাসানকে বাংলাদেশের হয়ে আর খেলতে দেওয়া হবে না। ফলে সাকিব চাইলেও বাংলাদেশে তাঁর খেলা নিয়ে ধোঁয়াশা রয়েই গেল। 

সাকিবের কেরিয়ার দেখে নিন

দীর্ঘ সময় ওয়ার্ল্ড অলরাউন্ডার ব়্যাঙ্কিংয়ে নম্বর ওয়ান ছিলেন সাকিব আল হাসান। তিনি এখন পর্যন্ত ৭১টি টেস্ট খেলেছেন, ৩৭.৭৮ গড়ে ৪৬০৯ রান করেছেন এবং ২৪৬টি উইকেট নিয়েছেন। সাকিবের ওয়ানডে রেকর্ডও দুর্দান্ত। ২৪৭টি ম্যাচে ৭৫৭০ রান করেছেন এবং ৩১৭টি উইকেট নিয়েছেন এই তারকা বাংলাদেশি অবরাউন্ডার। টি-টোয়েন্টি আন্তর্জাতিকে সাকিব মোট ১২৯টি ম্যাচ খেলে ২৫৫১ রান করেছেন এবং উইকেট নিয়েছেন ১৪৯টি। IPL-এও লম্বা কেরিয়ার রয়েছে সাকিবের। আইপিএলে ৭১টি ম্যাচ খেলে ৭৯৩ রান করেছেন এবং ৬৩টি উইকেট নিয়েছেন তিনি।

Advertisement
Read more!
Advertisement
Advertisement