
এ কেমন বিচার! ঈশ্বরের কাছে আপাতত এই একটাই প্রশ্ন করছে পাকিস্তান ক্রিকেট দল। আসলে গত রবিবার বিগত ১০ বছরের পারফরম্যান্স এবং ধারাবাহিকতা বিচার করে একদিনের ক্রিকেট এবং টি২০ সেরা দল ঘোষণা করা হয়েছে। সেখানে অধিনায়ক নির্বাচন করা হয়েছে মহেন্দ্র সিং ধোনিকে। অধিনায়কের পাশাপাশি ধোনিকে দশকের সেরা স্পিরিট অফ ক্রিকেটের পুরস্কারও দেওয়া হয়েছে। অন্যদিকে একদিনের ক্রিকেটে দশকের সেরা খেলোয়াড় নির্বাচন করা হয়েছে বিরাট কোহলিকে। কিন্তু, পাকিস্তান ক্রিকেট দলের ভাগ্যটা একবার দেখুন! ঝুলিতে একটাও জুটল না আইসিসি'র পুরস্কার। এমনকী, তাঁরা কোনও দলেও সুযোগ পাননি।
আইসিসি'র এই দলে পাকিস্তানের কোনও ক্রিকেটারকে দেখতে না পেয়ে রীতিমতো ক্ষেপে যান ওই দেশের প্রাক্তন স্পিডস্টার শোয়েব আখতার। তিনি আশা করেছিলেন, বাবর আজ়মকে হয়তো এই দলে সুযোগ দেওয়া হতে পারে। কিন্তু সেটা যখন হল না, তখনই তিনি হতাশায় ভেঙে পড়েন। 'রাওয়ালপিন্ডি এক্সপ্রেস' খানিক কটাক্ষের সুরে জানিয়েছেন, এটা তো আইসিসি'র দশকের সেরা টি-২০ ক্রিকেট দল নয়। বরং এটা আইপিএল একাদশ ঘোষণা করা হয়েছে। দশকের সেরা আইসিসি ক্রিকেট দলে পাকিস্তানের কোনও ক্রিকেটারকেই নেওয়া হয়নি। এমনকী দেশের মহিলা ক্রিকেটাররাও কোনও স্থান পাননি।
এবার দেখে নেওয়া যাক যে আইসিসি'র দশকের সেরা টি-২০ দলে কে কে রয়েছেন :
রোহিত শর্মা, ক্রিস গেইল, অ্যারন ফিঞ্চ, বিরাট কোহলি, এবি ডি'ভিলিয়ার্স, গ্লেন ম্যাক্সওয়েল, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), কায়রন পোলার্ড, রশিদ খান, জসপ্রীত বুমরাহ এবং লাসিথ মালিঙ্গা।
এই তালিকা দেখার পরেই হতাশ হয়ে যান শোয়েব। তিনি নিজস্ব ইউটিউব চ্যানেলে বলেন, "পাকিস্তান বলে যে একটা ক্রিকেট দল রয়েছে এবং তারাও টি-২০ ক্রিকেট খেলে, সেটাই বোধহয় আইসিসি ভুলে গেছে। এই দলে বাবর আজ়মকে নেওয়া হয়নি যিনি বর্তমান টি-২০ ক্রমতালিকায় শীর্ষস্থানে রয়েছেন। এই দলে পাকিস্তানের একটাও ক্রিকেটারকে নেওয়া হয়নি। আমরা আইসিসি'র এই দশক সেরা টি-২০ ক্রিকেট দল মানি না। কারণ এটা আদতে কোনও বিশ্ব ক্রিকেট দল নয়, বরং আইপিএল দল তৈরি করা হয়েছে।"
পাকিস্তানের এই প্রাক্তন স্পিড স্টারের কথায়, "আইসিসি শুধুমাত্র অর্থ, বিজ্ঞাপন এবং টেলিভিশন স্বত্ত্বের কথাই চিন্তা করে। একদিনের ক্রিকেটে তারা দুটো নতুন বল এবং তিনটে পাওয়ার প্লে'র কথা ঘোষণা করেছে। কোথায় ডেনিস লিলি, জেফ থমসন? ওয়েস্ট ইন্ডিজ়ের সেরা পাঁচ ক্রিকেটারদের মধ্যে অন্যতম। কোথায়ই বা ওয়াসিম (আক্রম) আর ওয়াকার (ইউনিস)? কোথায় বিশ্বের দ্রুততম বোলার এবং লেগ স্পিনাররা? তাঁরা থাকবেনও না। কারণ আইসিসি ইতিমধ্যেই ক্রিকেটের বাণিজ্যিকরণ করে ফেলেছে। আরও বেশি করে রাজস্ব আদায় করার জন্য দশটা করে ক্রিকেট লিগ চালাচ্ছে।"
সবশেষে শোয়েব বলেন, "এই মুহূর্তে টি-২০ ক্রিকেটে বাবর আজ়মের থেকে বড় ক্রিকেটার আর কেউ নেই। পাকিস্তানের হয়ে তিনি সর্বোচ্চ রান করেছেন। ওর ব্যাটিং গড় দেখলেই বোঝা যাবে যে দেশের ক্রিকেটে ওর অবদান কতটা। এমনকী, বিরাট কোহলির সঙ্গেও ওর তুলনা করা হয়। এই তালিকাটি খুবই হাস্যকর। আমার বিশ্বাস যে এই ভিডিওটা দেখার পর আইসিসি দশকের সেরা বিশ্ব ক্রিকেট দল ঘোষণা করবে, কোনও আইপিএলের দল নয়।"