Advertisement

Shikhar Dhawan: অবসর নিলেন টিম ইন্ডিয়ার ওপেনার শিখর ধাওয়ান, খেলবেন IPL-এ?

ক্রিকেটকে বিদায় জানালেন শিখর ধাওয়ান। ২০২২ সালের ডিসেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে শেষবার ভারতীয় দলের জার্সি গায়ে খেলতে নেমেছিলেন ধাওয়ান। এরপর সুযোগ পাননি তিনি। বাঁ হাতি এই ওপেনার তাই ৩৮ বছর বয়সে অবসরের সিদ্ধান্ত নিয়ে ফেললেন। সোশ্যাল মিডিয়ায় এক্টি বড় ভিডিও পোস্ট করে নিজের অবসরের কথা জানিয়ে দেন এই ওপেনার। পাশাপাশি ফ্যানদেরও ধন্যবাদ জানান পাশে থাকার জন্য।

শিখর ধাওয়ানশিখর ধাওয়ান
Aajtak Bangla
  • কলকাতা,
  • 24 Aug 2024,
  • अपडेटेड 8:29 AM IST

ক্রিকেটকে বিদায় জানালেন শিখর ধাওয়ান (Shikhar Dhawan)। ২০২২ সালের ডিসেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে শেষবার ভারতীয় দলের (Team India) জার্সি গায়ে খেলতে নেমেছিলেন ধাওয়ান। এরপর  সুযোগ পাননি তিনি। বাঁ হাতি এই ওপেনার তাই ৩৮ বছর বয়সে অবসরের সিদ্ধান্ত নিয়ে ফেললেন। সোশ্যাল মিডিয়ায় এক্টি বড় ভিডিও পোস্ট করে নিজের অবসরের কথা জানিয়ে দেন এই ওপেনার। পাশাপাশি ফ্যানদেরও ধন্যবাদ জানান পাশে থাকার জন্য। 

তাকে আইপিএল ২০২৪-এ (IPL 2024) পঞ্জাব কিংসের (Punjab Kings) হয়ে খেলতে দেখা গিয়েছিল, কিন্তু চোটের কারণে অনেক ম্যাচ খেলতে পারেননি। যাইহোক, শিখরকে আইপিএল ২০২৫ (IPL 2025) এ খেলতে দেখা যেতে পারে কারণ তিনি আইপিএল থেকে অবসর নেওয়ার বিষয়ে তার ভিডিওতে কিছু বলেননি। ভিডিওটি পোস্ট করার সময় শিখর লিখেছেন- 'আমি আমার ক্রিকেটের এই অধ্যায় শেষ করছি, আমি আমার সঙ্গে আগণিত স্মৃতি এবং কৃতজ্ঞতা নিয়ে যাচ্ছি। ভালবাসা এবং সমর্থন জন্য ধন্যবাদ। জয় হিন্দ...'

ধাওয়ান যা বললেন...
শিখর ধাওয়ান তার অবসরের ভিডিওতে এসব কথা বলেছেন শিখর ধাওয়ান। এক মিনিট ১৭ সেকেন্ডের ভিডিওতে বলেছেন- 'সবাইকে হ্যালো... আজ আমি এমন জায়গায় দাঁড়িয়ে আছি। যেখানে থেকে পিছন ফিরে তাকালে কেবল স্মৃতি দেখতে পাই। আর সামনে তাকালে দেখতে পাই গোটা বিশ্বকে। আমার সবসময় একটিই লক্ষ্য ছিল, তা হল ভারতের হয়ে খেলা। এটা হয়েছে, এর জন্য আমি অনেকের কাছে কৃতজ্ঞ, প্রথমে আমার পরিবার, আমার ছোটবেলার কোচ তারক সিনহা জি... মদন শর্মা জি, যাদের কাছে আমি ক্রিকেট শিখেছি।'   

এই ভিডিওতে, গাব্বর টিম ইন্ডিয়াতে খেলার অভিজ্ঞতার কথা বলেছেন। ধাওয়ান বলেছেন- 'দলে খেলার পর আমি আপনাদের ভালোবাসা পেয়েছি। কিন্তু গল্পে এগিয়ে যেতে হলে পাতা উল্টাতেই হবে। আমি সেই কাজ করতে যাচ্ছি।' ধাওয়ান এই ভিডিও বার্তায় আরও বলেছেন যে তিনি ভারতোয় দলের হয়ে খেলতে পেরেছেন বলে শান্তি অনুভব করেন। ধাওয়ান আরও বলেছেন- 'আমি বিসিসিআই (বোর্ড অফ ক্রিকেট কন্ট্রোল ইন ইন্ডিয়া) এবং ডিডিসিএ (দিল্লি এবং জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশন) এর কাছে অত্যন্ত কৃতজ্ঞ, যারা আমাকে একটি সুযোগ দিয়েছেন।'

Advertisement
Read more!
Advertisement
Advertisement