Advertisement

MS Dhoni, IPL 2022: 'ধোনি মাঝরাতেও অবসর নিতে পারেন,' বলছেন শোয়েব

ধোনি ১৫ আগস্ট ২০২০-তে হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে সবাইকে অবাক করে দিয়েছিলেন। এই বছরের আইপিএল মরশুমের শেষ ম্যাচে, ধারাভাষ্যকার ড্যানি মরিসন ধোনিকে লিগ থেকে অবসর নিয়ে প্রশ্ন করেছিলেন। মরিসন তখন জিজ্ঞেস করলেন, 'এটাই কি চেন্নাই সুপার কিংসের হয়ে তোমার শেষ ম্যাচ?' মরিসন তখন জিজ্ঞেস করলেন তখন ধোনি বলেন, '' একদম না, আমার শেষ ম্যাচ নয়।''

শোয়েব আখতার ও ধোনিশোয়েব আখতার ও ধোনি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 May 2022,
  • अपडेटेड 6:29 PM IST
  • আইপিএল-এ ছন্দে নেই চেন্নাই
  • ধোনির অবসর নিয়েও শুরু হয়েছে জল্পনা

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni) এখন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) 2022 খেলতে ব্যস্ত। তাঁর অধিনায়কত্বে চেন্নাই সুপার কিংস (CSK) প্লে অফের দৌড় থেকে ছিটকে গেছে। মরশুমের মাঝামাঝি আবার অধিনায়কত্বের দায়িত্ব নেওয়া ধোনি এখন বয়স ৪০ পেরিয়েছেন। এমতাবস্থায়, ভক্ত ও ক্রীড়াবিদরাও আইপিএল থেকে তাঁর অবসর নিয়ে জল্পনা শুরু করেছেন।

ধোনি ১৫ আগস্ট ২০২০-তে হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে সবাইকে অবাক করে দিয়েছিলেন। এই বছরের আইপিএল মরশুমের শেষ ম্যাচে, ধারাভাষ্যকার ড্যানি মরিসন ধোনিকে লিগ থেকে অবসর নিয়ে প্রশ্ন করেছিলেন। মরিসন তখন জিজ্ঞেস করলেন, 'এটাই কি চেন্নাই সুপার কিংসের হয়ে তোমার শেষ ম্যাচ?' মরিসন তখন জিজ্ঞেস করলেন তখন ধোনি বলেন, '' একদম না, আমার শেষ ম্যাচ নয়।''

ধোনি যা চায় তাই করে: শোয়েব আখতার

আরও পড়ুন

এবার ধোনির অবসর নিয়ে পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার শোয়েব আখতারের বড় বক্তব্য এসেছে। স্পোর্টসক্রীড়াকে বললেন, 'দেখুন, ধোনি সম্পর্কে কিছু বলতে পারব না। ও কী করতে চলেছে তা কেউ অনুমান করতে পারে না। ধোনি একজন মেজাজি মানুষ। এর মানে এই নয় যে সে এটা ইচ্ছা করে করে, এটা ওর অভ্যাস।

আখতার বলেন, 'ধোনি নিজের ভুবনে থাকে, রাত ৩টায় দেখলাম, আজকে যদি অবসরে যাই, তাহলে তিনি অবসর নেবেন। ধোনি বিশ্বকে উল্টো পথে হাঁটেন। সে তাঁর নিজের মত করে চলে। আমি মনে করি, সময় এলে তিনি সিদ্ধান্ত নেবেন। তিনি চাইলে আগামী মরশুমেও খেলবেন। যদি তিনি অনুভব করেন তাহলে তিনি একজন মেন্টর বা প্রধান কোচও হতে পারে। এটা তার জন্যও খারাপ হবে না। পুরোটাই নির্ভর করছে ধোনির ওপর।''

চেন্নাই এই মরশুমে ভাল খেলতে পারেনি

এই আইপিএল মরশুমে, টুর্নামেন্টের মাত্র দুই দিন আগে, ধোনির জায়গায় চেন্নাই দলের অধিনায়কত্ব দেওয়া  হয়েছিল রবীন্দ্র জাদেজাকে। এমন পরিস্থিতিতে প্রাথমিক ৮ ম্যাচের মধ্যে মাত্র দুটি ম্যাচে জয় পেয়েছে দলটি। এরপর জাদেজা অধিনায়কত্ব থেকে পদত্যাগ করে ধোনির হাতে অধিনায়কত্ব ফিরিয়ে দেন। এমনকি এ বিষয়ে আখতার বলেন, ''চেন্নাই ফ্র্যাঞ্চাইজির ম্যানেজমেন্টকে আমি সিরিয়াস দেখিনি। ধোনি চলে গেলে তার কিছুই অবশিষ্ট নেই। এখন কেন হঠাৎ জাদেজাকে অধিনায়কত্ব দিলেন, তিনিই বলতে পারবেন। আগামী মরশুমে তাঁকে নতুনভাবে ফিরে আসতে হবে।'' 

Read more!
Advertisement
Advertisement