Advertisement

Team India: বিশ্বকাপের আগেই ফিরবেন KKR ক্রিকেটার? বড় আপডেট রোহিতের

শ্রেয়াস আইয়ারের ফিটনেস নিয়ে উদ্বিগ্ন ভারতীয় ক্রিকেট ফ্যানরা। তবে আশার কথা শুনিয়েছেন ভারতীয় দলের ক্যাপ্টেন রোহিত শর্মা। সামনেই বিশ্বকাপ। রোহিত আশাবাদি, বিশ্বকাপের আগেই টিম ইন্ডিয়ায় ফিরতে পারেন ভারতের মিডল অর্ডার ব্যাটার। 

টিম ইন্ডিয়া
Aajtak Bangla
  • কলকাতা,
  • 07 Aug 2023,
  • अपडेटेड 11:30 AM IST

শ্রেয়াস আইয়ারের ফিটনেস নিয়ে উদ্বিগ্ন ভারতীয় ক্রিকেট ফ্যানরা। তবে আশার কথা শুনিয়েছেন ভারতীয় দলের ক্যাপ্টেন রোহিত শর্মা। সামনেই বিশ্বকাপ। রোহিত আশাবাদি, বিশ্বকাপের আগেই টিম ইন্ডিয়ায় ফিরতে পারেন ভারতের মিডল অর্ডার ব্যাটার। 


২১ জুলাইয়ের পর বিসিসিআই-এর পক্ষ থেকে শ্রেয়াসের ফিটনেস নিয়ে কোনও আপডেট দেওয়া হয়নি। এই পরিস্থিতিতে সতীর্থকে নিয়ে বড় বয়ান দিলেন অধিনায়ক রোহিত শর্মা। আমেরিকায় একটি অনুষ্ঠানে যোগ দিলে‌ সেখানে শ্রেয়াসকে নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হয় রোহিতকে। ভারত অধিনায়ক কিন্তু সতীর্থকে নিয়ে আশার বাণীই শুনিয়েছেন। হিটম্যানের কথায়, 'শ্রেয়াস আইয়ার ফিটনেসের উন্নতি করছে। সম্পূর্ণ সুস্থ হওয়ার পথে, তাই বিশ্বকাপের আগেই ওকে নিয়ে ভালো খবর পাওয়া যেতেই পারে।' শুধু শ্রেয়াস নয়, ফিট হয়ে উঠছেন কেএল রাহুলও। আগস্টের শেষ দিকে ওরা ম্যাচ খেলার মতো ফিট হয়ে যাবেন বলে মনে করা হচ্ছে। সব কিছু ঠিক থাকলে এশিয়া কাপে তাঁদের ভারতীয় দলে দেখা যেতে পারে।

শ্রেয়াস আইয়ার


এশিয়া কাপ শেষ হওয়ার পরেই শুরু হচ্ছে একদিনের বিশ্বকাপ। তার আগেই দুই তারকা ক্রিকেটার ফিরতে পারেন ভারতীয় দলের জার্সিতে। সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজে খেলবে টিম ইন্ডিয়া। তার আগেই হয়ত এই দুই ক্রিকেটার টিম ইন্ডিয়ায় যোগ দিতে পারেন বলে মনে করা হচ্ছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি২০ সিরিজে না খেলেই আমেরিকা চলে গিয়েছেন রোহিত। এশিয়া কাপের আগে ভারত অধিনায়কের আমেরিকা সফর নিয়ে নানা জল্পনা শুরু হয়ে যায়।


পরে জানা যায়, আমেরিকায়, ক্রিকেট অ্যাকাডেমি চালু করতে চলেছেন রোহিত। সেই উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে দুই ক্রিকেটারকে নিয়ে বড় আপডেট দিলেন হিটম্যান। সম্প্রতি মার্কিন মুলুকেও ক্রিকেট বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। কিছুদিন আগেই সে দেশে অনুষ্ঠিত হয়েছে মেজর লিগ ক্রিকেট। যেখানে চ্যাম্পিয়ন হয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপ আয়োজনের দায়িত্বে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকা। তাই তার আগে সে দেশে ক্রিকেটকে জনপ্রিয় করে তোলার কাজ চালানো হচ্ছে।

Advertisement


 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement