Advertisement

Test Captain Of India: বুমরা-রাহুল-পন্থ OUT, রোহিতের জায়গায় টেস্ট টিমের ক্যাপ্টেন কে?

পাখির চোখ ইংল্যান্ডে সিরিজ জয়। লাল বলের ক্রিকেট ছেড়েছেন রোহিত শর্মা। তাঁর বদলে কাকে ক্যাপ্টেন্সির ভার দেওয়া হচ্ছে সেই নিয়ে জল্পনা চলছি। কে হচ্ছেন টেস্ট টিমের ক্যাপ্টেন?

Shubman Gill Shubman Gill
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 16 May 2025,
  • अपडेटेड 4:11 PM IST
  • টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন হতে চলেছেন শুভমান গিল
  • ইংল্যান্ড সফরে তিনিই হবেন অধিনায়ক
  • দিল্লিতে হেড কোচ গৌতম গম্ভীর এবং শুভমন গিলের বৈঠক

পরের মাসেই ইংল্যান্ড সফর। ৫টি ম্যাচের টেস্ট সিরিজ রয়েছে। ২৩ মে এই সফরের জন্য টিম সিলেকশন হওয়ার কথা। একইসঙ্গে বেছে নেওয়া হবে নয়া ক্যাপ্টেনও। যে সদ্য অবসরের সিদ্ধান্ত নেওয়া রোহিত শর্মার শূন্যস্থান পূরণ করবেন। 

সংবাদসংস্থা পিটিআই-এর রিপোর্ট অনুযায়ী, শুভমন গিল ভারতীয় টিমের নয়া টেস্ট অধিনায়ক হতে চলেছেন। সম্প্রতি দলের হেড কোচ গৌতম গম্ভীর এবং শুভমন গিলের বৈঠক হয় দিল্লিতে। এরপরই এই ব্যাটারের ক্যাপ্টেন হিসেবে নাম ঘোষণার সম্ভাবনা প্রায় চূড়ান্ত। 

তবে বোর্ডের একাংশ ২৫ বছর বয়সী শুভমন গিলের এই পদোন্নতিতে খুব একটা প্রসন্ন নন। তবে অনেক ভাবনাচিন্তা করেই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে খবর। সূত্রের খবর, দিল্লিতে শুভমন গিলের সঙ্গে বৈঠকের পরই চূড়ান্ত অনুমোদন এসেছে গৌতম গম্ভীরের পক্ষ থেকে। মনে করা হচ্ছে এই অনুমোদনের পর জসপ্রীত বুমরা, কেএল রাহুল, ঋষভ পন্থের মতো ক্যাপ্টেনের দাবিদারদের আশা কার্যত ক্ষীণ হয়ে গিয়েছে।

ক্রিকেট ইতিহাসে এমন অনেক খেলোয়াড় রয়েছেন, যাঁরা ক্যাপ্টেন হওয়ার যোগ্য হলেও হতে পারেননি। রবি শাস্ত্রী এবং শেন ওয়ার্নের মতো খেলোয়াড়রা কখনও অধিনায়কত্ব করেননি। 

৩১ বছর বয়সী জসপ্রীত বুমরার পক্ষে টানা ৫ ম্যাচ খেলা সম্ভভ না-ও হতে পারে। বুমরা তুলনামূলক ভাল ক্যাপ্টেন হলেও নির্বাচকদের ভাবাচ্ছে তাঁর চোট এবং ফর্ম। 

চলতি বছরের জানুয়ারি মাসে চোট পাওয়ার কারণে সিডনি টেস্ট থেকে ছিটকে গিয়েছিলেন বুমরা। পাশাপাশি তিন মাস তিনি ছিলেন মাঠের বাইরে।  এর আগে ২০২২ সালে অস্ট্রেলিয়া টি-২০ ওয়ার্ল্ড কাপের ঠিক আগে চোট পেয়ে ১১ মাস খেলতে পারেনি তিনি। 

এদিকে, ইংল্যান্ডের বিরুদ্ধে শুভমনের রেকর্ড তেমন ভাল না। এখনও পর্যন্ত ইংল্যান্ডের পিছে ৩টি টেস্ট খেলেছেন। ৬টি ইনিংস খেলেছেন। তাতে তাঁর গড় ছিল ১৪.৬৬ আর রানের সংখ্যা ৮৮।  

 

 

Read more!
Advertisement
Advertisement