Advertisement

ICC Chairman: এবার ICC চেয়ারম্যান সৌরভ? ভোটের নিয়মে বদলে সম্ভাবনা জোরাল

এর আগে নিউজিল্যান্ডের গ্রেগ বার্কলে (Greg Barclay) যখন আইসিসি চেয়াম্যান হন তখনও তাঁকে দুই তৃতীয়াংশ সদস্যের সমর্থন নিয়েই পদে বসতে হয়েছিল। তবে এবার থেকে আর তা হবে না। ১৬ জনের মধ্যে ৯ জনের সমর্থন পেয়ে গেলেই আইসিসি চেয়ারম্যান পদে নির্বাচিত হয়ে যাবেন সেই সদস্য। 

সৌরভ গঙ্গোপাধ্যায়
Aajtak Bangla
  • কলকাতা,
  • 27 Jul 2022,
  • अपडेटेड 2:56 PM IST
  • সহজ হল সৌরভের আইসিসি প্রধান হওয়া
  • সুপ্রীম কোর্টের রায় শুনেই চূড়ান্ত সিদ্ধান্ত

সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) আইসিসি (ICC) চেয়ারম্যান হওয়ার রাস্তা অনেকটাই মসৃণ হল। বদল এল নির্বাচনের নিয়মে। আগে নিয়ম ছিল, আইসিসি চেয়ারম্যান পদে বসতে গেলে শুধু সংখ্যা গরিষ্ঠতা নয় পেতে হত দুই তৃতীয়াংশ সদস্যের ভোট। আইসিসি-র বোর্ডে সদস্য সংখ্যা ১৬। তাই চেয়ারম্যান হতে হলে অন্তত ১১ জন সদস্যের ভোট পেতে হত। তবে সেই নিয়মে বদল করল আইসিসি। সদ্য সমাপ্ত আইসিসি-র সভায় বলা হয়েছে, সংখ্যাগরিষ্ঠতা থাকলেই আইসিসি-র চেয়ারম্যান হওয়া যাবে।

এর আগে নিউজিল্যান্ডের গ্রেগ বার্কলে (Greg Barclay) যখন আইসিসি চেয়াম্যান হন তখনও তাঁকে দুই তৃতীয়াংশ সদস্যের সমর্থন নিয়েই পদে বসতে হয়েছিল। তবে এবার থেকে আর তা হবে না। ১৬ জনের মধ্যে ৯ জনের সমর্থন পেয়ে গেলেই আইসিসি চেয়ারম্যান পদে নির্বাচিত হয়ে যাবেন সেই সদস্য। 

আরও পড়ুন: চোখ ধাঁধানো নতুন সাজে মোহনবাগান তাঁবু, উদ্বোধনের আগেই রইল সব ছবি

১৩ নভেম্বর মেলবোর্নে অনুষ্ঠিত হবে এই নির্বাচন। বেশ কিছু বোর্ডের সদস্যরা সৌরভের পাশে রয়েছেন। বিসিসিআই-তে (BCCI) তাঁর মেয়াদ শেষ হওয়ার পরেই বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার প্রধান হওয়ার লড়াইয়ে নামতে পারেন সৌরভ। বিভিন্ন দেশের বোর্ডের সঙ্গে সৌরভের সম্পর্ক বেশ ভাল। যার মধ্যে রয়েছে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া। এমনকি ব্যক্তিগত স্তরে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান রামিজ রাজার সঙ্গেও সখ্যতা রয়েছে বিসিসিআই প্রধানের। আইপিএল-এর সময় পাক বোর্ডের প্রধানকে আমন্ত্রণও জানিয়েছিলেন সৌরভ। তবে তিনি আসেননি। শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন।

আরও পড়ুন: দলে সম্ভবত জাদেজা, আজ ভারতের একাদশ কেমন হতে পারে?

 তবে আইসিসিতে সৌরভের নির্বাচনের ব্যাপারে এখনও মুখ খোলেননি সৌরভ বা বিসিসিআই। আসলে সুপ্রীম কোর্টের রায়ের দিকেই চোখ রয়েছে বোর্ডের। দেশের সর্বোচ্চ আদালতের রায় দেখে তবেই পদক্ষেপ নিতে চায় ভারতের বোর্ড। বৃহস্পতিবার এই বিষয় সুপ্রিম কোর্টে শুনানি হওয়ার কথা রয়েছে। নতুন চেয়ারম্যানের মেয়াদ হবে দুই বছর। ১ ডিসেম্বর ২০২২ থেকে শুরু হবে তাঁর মেয়াদ।

Advertisement

আরও পড়ুন: অবসর নিলেন ভিন্স ম্যাকমোহন, WWE-র নয়া কর্তা Triple H, মাইনে কত?   

আইসিসি-র কমিটিতে লক্ষ্মণ
আইসিসি-র পুরুষদের কমিটিতে নেওয়া হল ভারতের প্রাক্তন ব্যাটসম্যান ও জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান ভিভিএস লক্ষ্মণ। আইসিসি অ্যাসোসিয়েট সদস্য হয়েছে আইভোরি কোস্ট, উজবেকিস্তান ও কম্বোডিয়া।  

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement