Advertisement

Sourav Ganguly New House: বেহালার পৈত্রিক ভিটে ছেড়ে মধ্য কলকাতায় সৌরভ, নতুন বাড়ি ক'কোটি পড়ল?

সৌরভ গঙ্গোপাধ্যায় এখন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি। নিয়মিত তাঁকে বিভিন্ন কাজে দেশ ও বিদেশের বিভিন্ন প্রান্তে যাতায়াত করতে হয়। পাশাপাশি একটি রিয়েলিটি শোয়ের সঞ্চালকও। বেহালা থেকে যাতায়াত করতে অসুবিধা হচ্ছিল সৌরভের।       

সৌরভের নতুন বাড়ি। সৌরভের নতুন বাড়ি।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 20 May 2022,
  • अपडेटेड 4:21 PM IST
  • পৈত্রিক ভিটে ছাড়ছেন সৌরভ।
  • মধ্য কলকাতায় তাঁর নতুন বাংলো।
  • সপরিবারে থাকবেন সেখানেই।

বেহালার ভিটে ছাড়ছেন সৌরভ গঙ্গোপাধ্য়ায়। পাকাপাকিভাবে উঠে আসছেন মধ্য কলকাতার একটি বাংলোয়। লোয়ার রডেন স্ট্রিটে একটি গাছগাছালি দিয়ে ঘেরা একটি বাড়ি কিনেছেন মহারাজ। এবার থেকে সেখানেই সপরিবারে থাকবেন। যাতায়াতের সুবিধার জন্য বাড়ি বদলের সিদ্ধান্ত বলে তিনি সংবাদমাধ্যমে জানিয়েছেন।   

নিজাম প্যালেসের কাছে লোয়ার রডেন স্ট্রিটে ২৩.৬ কাটা জুড়ে রয়েছে মহারাজকীয় ঠিকানা। বাড়ির দাম প্রায় ৪০ কোটি টাকা। প্রতি কাটার দাম ১.৭ কোটি টাকা। সব রকমের আধুনিক সুযোগ-সুবিধা রয়েছে এই বাড়িতে। সেই সঙ্গে নিরিবিলি শান্ত পরিবেশ। এই বাড়িটি কিনেছেন অনুপমা বাগড়ি, কেশব দাস বিয়ানি এবং নিকুঞ্জ বিয়ানির কাছ থেকে। 
মা নিরূপা গঙ্গোপাধ্যায়, স্ত্রী ডোনা, কন্যা সানার নামে কেনা হয়েছে এই বাংলো। এবার সপরিবারে সেখানে থাকবেন মহারাজ। ভবিষ্যতে গোটা বাড়ি ভেঙে নতুন করে নির্মাণও করতে পারেন। 

সৌরভ গঙ্গোপাধ্যায় এখন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি। নিয়মিত তাঁকে বিভিন্ন কাজে দেশ ও বিদেশের বিভিন্ন প্রান্তে যাতায়াত করতে হয়। পাশাপাশি একটি রিয়েলিটি শোয়ের সঞ্চালকও। বেহালা থেকে যাতায়াত করতে অসুবিধা হচ্ছিল সৌরভের। ট্রাফিক এবং দীর্ঘ পথে অনেকটা সময় চলে যাচ্ছিল। সেক্ষেত্রে মধ্য কলকাতায় থাকলে তাঁর সব দিক থেকে সুবিধা।           

আরও পড়ুন

দীর্ঘ ৪৮ বছর বেহালার বীরেন রায় রোডের মঙ্গলচন্ডী ভবনে থেকেছে গঙ্গোপাধ্যায় পরিবার। সেই ঠিকানা ছাড়ছেন সৌরভ। তাঁর কথায়,'৪৮ বছর পর বাড়ি ছাড়ার সিদ্ধান্ত কঠিন। তবেবেহালা থেকে যাতায়াতের প্রচণ্ড সমস্যা ছিল। এর মধ্যেও চেষ্টা করেছি। আর পারলাম না। শহরের মাঝখানে বাড়ি থাকার বিস্তর সুবিধা। কাজের ক্ষেত্রেও সুবিধে হবে।'    

Read more!
Advertisement
Advertisement