আরজি কর মেডিক্যাল কলেজে (RG Kar Medical College) তরুণী চিকিৎসকের নৃশংস হত্যার এক মাসের মাথায় ফের মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। নাগরিকদের নিয়ে রাত দখলের (Rat Dakhal) অভিযান একবার নয় তিনবার দেখেছে শহর কলকাতা। প্রতিবাদ, প্রতিরোধ, গানে, স্লোগানে উত্তাল গোটা শহর। সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় এই গনতান্ত্রিক ও অরাজনৈতিক আন্দোলনের পাশেই দাঁড়িয়েছেন।
'গোটা বিশ্বের সামনে উদাহরন তৈরি হোক...'
সোমবার এক অনুষ্ঠানে এসে মহারাজ বলেন, 'আমি সুপ্রিম কোর্টের শুনানি সম্পর্কে এখনও কিছু জানতে পারিনি। তবে চাইব অরাজনৈতিক মানুষ যে ভাবে রাস্তায় নেমেছেন, মেয়েটি যেন সুবিচার পায়। এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক যাতে উদাহরণ তৈরি হয়। গোটা বিশ্বের সামনে।' পাশাপাশি প্রতিবাদী জনতাকে বার্তাও দিয়েছেন সৌরভ। বলেন, 'বিচার পেতে হয়তো সময় লাগে। কিন্তু সাধারণ মানুষ যে ভাবে রাস্তায় নেমেছেন, দেখার মতো।' বারবারে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মুখর হয়ে মহারাজ সোমবার আরও বলে দিয়েছেন, 'যে বা যারা এই কাজটা করেছে, তাদের শাস্তি দিতেই হবে। এমন শাস্তি দেওয়া হোক, তা যেন সারা পৃথিবীর কাছে যেন দৃষ্টান্ত হয়ে থাকে।'
গণ আন্দোলনের প্রশংসায় সৌরভ
সৌরভ এর আগেও কলকাতা ধর্ষণ কাণ্ডে সমালোচনার মুখে পড়েছিলেন সৌরভ। যদিও সোশ্যাল মিডিয়া নিয়ে বিশেষ কিছু বলতে চাননি সৌরভ। তিনি বলেন, 'আমি সোশ্যাল মিডিয়া খুব বেশি ফলো করি না। কিন্তু আমরা সবাই তো মানুষ তাই মানুষ হিসেবে আমি চাইব এই জঘন্য কাজের একটা কঠিন শাস্তি হোক।' এমন নাগরিক আন্দোলন এর আগে দেখেছেন সৌরভ? সে প্রশ্ন এড়িয়ে গেলেও, বিসিসিআই-এর প্রাক্তন সভাপতি বলেন, 'মানুষ যে মানুষের সঙ্গে এত সুন্দরভাবে থেকেছে সেটা সত্যি দেখার মতো।'
সৌরভকে সরাসরি কোনও মিছিলে হাঁটতে না দেখলেও, স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় ও মেয়ে সানাকে দেখা গিয়েছিল এই হত্যার বিরুদ্ধে মিছিলে হাঁটতে। সৌরভও প্রতিবাদ জানিয়েছেন বারবার। আরও একবার বিচারের দাবিতে সরব হলেন ভারতীয় দলের প্রাক্তন ক্যাপ্টেন।