Advertisement

Sourav Ganguly On Rinku Singh: T20 বিশ্বকাপের দল নিয়ে খুশি সৌরভ, রিঙ্কুর জায়গা না পাওয়া নিয়ে বললেন...

বিশ্বকাপের (T20 World Cup 2024) দলে জায়গা হয়নি কেকেআর ফিনিশার রিঙ্কু সিং-এর (Rinku Singh)। তবে এবারের টি২০ বিশ্বকাপের নিরিখে এটা সঠিক দল বলেই মনে করেন ভারতীয় দলের প্রাক্তন ক্যাপ্টেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। বেঙ্গল প্রো লিগের অনুষ্ঠানে এসে এ ব্যাপারে মুখ খোলেন বিসিসিআই (BCCI) সভাপতি। নির্বাচক প্রধান অজিত আগরকর (Ajit Agarakar) ও ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) প্রেস কনফারেন্সে জানিয়েছেন, রিঙ্কুকে বিশ্বকাপ (T20 World Cup 2024) টিমে না নেওয়াটা সবথেকে কঠিন সিদ্ধান্ত। চার স্পিনার নিতে গিয়েই রিঙ্কুর টিমে জায়গা হয়নি। 

রিঙ্কু সিং ও সৌরভ গঙ্গোপাধ্যায়
Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 May 2024,
  • अपडेटेड 1:35 PM IST

বিশ্বকাপের (T20 World Cup 2024) দলে জায়গা হয়নি কেকেআর ফিনিশার রিঙ্কু সিং-এর (Rinku Singh)। তবে এবারের টি২০ বিশ্বকাপের নিরিখে এটা সঠিক দল বলেই মনে করেন ভারতীয় দলের প্রাক্তন ক্যাপ্টেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। বেঙ্গল প্রো লিগের অনুষ্ঠানে এসে এ ব্যাপারে মুখ খোলেন বিসিসিআই (BCCI) সভাপতি। নির্বাচক প্রধান অজিত আগরকর (Ajit Agarakar) ও ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) প্রেস কনফারেন্সে জানিয়েছেন, রিঙ্কুকে বিশ্বকাপ (T20 World Cup 2024) টিমে না নেওয়াটা সবথেকে কঠিন সিদ্ধান্ত। চার স্পিনার নিতে গিয়েই রিঙ্কুর টিমে জায়গা হয়নি। 

সৌরভও এই যুক্তিকে পূর্ণ সমর্থন জানিয়েছেন। তিনি বলেন, 'ওয়েস্ট ইন্ডিজে বল স্পিন করবে। তাই স্পিনারদের দলে রাখা জরুরী। সেই কারণেই রিঙ্কুর জাাগয় হয়নি। বলেন, 'আমার মনে হয় ওরা আরও একজন স্পিনার নিয়ে যেতে চাইছিল, তাই রিঙ্কু সুযোগ পেল না। তবে রিঙ্কু সিং সবে শুরু করেছে। অনেক দূর যাবে।’ ১৫ সদস্যের দলে কেন চার স্পিনার নিয়ে যাচ্ছে ভারতীয় দল? সেই প্রশ্নেও রোহিতদের পাশেই দাঁড়িয়েছেন সৌরভ। তিনি বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজে স্লো উইকেট। সেখানে টার্নিং উইকেট। বড় মাঠ, ফলে চার স্পিনার গুরুত্বপূর্ণ।’

দুর্ঘটনার পর যেভাবে ঋষভ পন্ত লড়াই করে ফিরে এসেছেন তার প্রশংসাও করেন সৌরভ। আইপিএলে দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অব ক্রিকেট সৌরভ বলেন, ‘পন্ত অসাধারণ প্লেয়ার। আমি ওকে এবং টিমের সকলকে বিশ্বকাপের জন্য শুভেচ্ছা জানাই। বিশ্বকাপে শক্তিশালী ভারতীয় টিম যাচ্ছে। ১৫ জন সদস্যই শক্তিশালী ও যোগ্য। আমি মনে করি ভারত টুর্নামেন্টের সেরা টিম। ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকায় গিয়ে ভারতীয় দল ভালো খেলবে।’ 

শনিবারই আইএসএল ফাইনালে মুখোমুখি হচ্ছে মোহনবাগান সুপার জায়েন্ট ও মুম্বই সিটি এফসি। সেই ম্যাচে তাঁর প্রিয় দল মোহনবাগান জিতবে বলেই আশা মহারাজের। তিনি বলেন, ' আশা করি আমরা ম্যাচটা জিতব।'    

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement