কেরলের বিরুদ্ধে বাংলার রঞ্জি ট্রফির ম্যাচ দেখতে এসে ঘরের মাঠে রোহিত শর্মাদের ব্যর্থতা নিয়ে মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়। যাদবপুরের বিশ্ববিদ্যালয়ের মাঠ ভিজে থাকায় ম্যাচ শুরু হয়নি। তবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার ম্যাচ শেষ হয়েছে মাত্র তিন দিনেই। পুণে টেস্টে ভারতের হার নিয়ে তাঁর মূল্যবান পর্যবেক্ষণ তুলে ধরলেন সৌরভ।
কী বললেন সৌরভ?
বেঙ্গালুরুর পর পুণেতেও নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারল ভারত। মিচেল স্যান্টনারের স্পিনে নাকানি চোবানি খেয়েছেন রোহিত শর্মারা। সেই বিষয়ে সৌরভ বলেন, 'আমি সবসময় বলে এসেছি ভালো উইকেটে খেলতে হবে। ভারতেরও উচিত ভালো উইকেটে টেস্ট খেলা। আমি জানি না কী সমস্যা হয়েছে? তবে এটাও ঠিক খারাপ উইকেট হলে বিপক্ষের বোলাররাও সমস্যায় ফেলবে। পুণে টেস্টেও ঠিক তাই হয়েছে।' সিএবি-র সভাপতির দায়িত্বে থাকার সময় থেকেই বরাবর স্পোর্টিং উইকেটের কথা বলেছেন সৌরভ। বিসিসিআই কর্তা হওয়ার পরেও এমনটাই চেষ্টা করে গিয়েছেন মহারাজ। তবে তা যে সকলের কানে পৌছায়নি তা আরও একবার প্রমানিত হল।
সৌরভ সবসময়ই বলেন দেশের মাটিতে ভারতীয় দলকে হারানো কঠিন । সেই আধিপত্য বিস্তার করা দলের এমন ভেঙে পড়া চিন্তার অবশ্যই । ঘরের মাঠে সিরিজ শেষ করে ভারতীয় দল অস্ট্রেলিয়া যাবে । সেখানে পাঁচ ম্যাচের সিরিজ খেলবে টিম ইন্ডিয়া । বর্ডার-গাভাসকর ট্রফির দ্বৈরথ যে কঠিন চ্যালেঞ্জ, তা বলার অপেক্ষা রাখে না । কিউয়িদের বিরুদ্ধে সিরিজ হারের পরে ক্যাঙারুদের দেশে ব্যর্থতার অর্থ, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছনো টিম ইন্ডিয়ার পক্ষে কঠিন হয়ে যাবে ।
শনিবারই লন্ডনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন সৌরভ। তার আগে তিনি কথা বলে গেলেন বাংলা দলের ক্রিকেটারদের সঙ্গে। দলেন প্রয়োজনীয় পরামর্শও। পাশাপাশি তাঁর কথায় উঠে এল টিম ইন্ডিয়া নিয়ে হতাশা। ১২ বছর যে রেকর্ড অক্ষত ছিল তা ভেঙে গেল। আর সেটা প্রাক্তন অধিনায়ক হিসেবে সৌরভের কাছেও দারুণ যন্ত্রণার।