Advertisement

India vs Pakistan, Asia Cup 2022: এশিয়া কাপেই কি ফর্মে ফিরতে পারবেন বিরাট? সৌরভ বললেন...

সৌরভ বলছেন কোহলির মত একজন ক্রিকেটারের ফিরে আসা শুধুই সময়ের অপেক্ষা। এশিয়া কাপেই হয়তো চেনা ছন্দে পাওয়া যাবে তাঁকে। সৌরভ বলেন, ''নিজের হারিয়ে ফেলা ছন্দ বিরাটকেই খুঁজতে হবে। আর ও দ্রুত নিজের ফর্মে ফিরবে। এটা সময়ের অপেক্ষা।''

সৌরভ গঙ্গোপাধ্যায় ও বিরাট কোহলি সৌরভ গঙ্গোপাধ্যায় ও বিরাট কোহলি
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 27 Aug 2022,
  • अपडेटेड 1:16 PM IST
  • এশিয়া কাপে ছন্দে ফিরতে পারেন বিরাট
  • 'ও অনেক বড় মাপের ক্রিকেটার' বললেন সৌরভ

প্রাক্তন  অধিনায়ক বিরাট কোহলি ছন্দে (Virat Kohli) নেই। তবে এশিয়া কাপেই ছন্দে ফিরবেন বিরাট। এমনটাই মনে করেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। সৌরভ বলছেন কোহলির মত একজন ক্রিকেটারের ফিরে আসা শুধুই সময়ের অপেক্ষা। এশিয়া কাপেই হয়তো চেনা ছন্দে পাওয়া যাবে তাঁকে। সৌরভ বলেন, ''নিজের হারিয়ে ফেলা ছন্দ বিরাটকেই খুঁজতে হবে। আর ও দ্রুত নিজের ফর্মে ফিরবে। এটা সময়ের অপেক্ষা। বড় ক্রিকেটার না হলে এত বছর দাপটের সঙ্গে খেলতে পারত না। তাই ও নিজে জানে কীভাবে ফর্মে ফিরতে হবে।''

আগের ম্যাচের প্রভাব পড়বে না

রবিবারই পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপের (Asia Cup) ম্যাচে খেলতে নামছে ভারতীয় দল (Team India)। গত বছর বিশ্বকাপের মঞ্চে ভারতকে ১০ উইকেটে হারিয়ে দিয়েছিল পাকিস্তান (India vs Pakistan)। এবার সেই ম্যাচের বদলা নেওয়ার পালা। তবে গত বছরের হার নিয়ে মাথা ঘামাতে রাজি নন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। শুক্রবার শহরে এক অনুষ্ঠানে এসে সে কথাই বলে গেলেন ভারতের প্রাক্তন অধিনায়ক।  সৌরভ বলেন, ''বিশ্বকাপে ভারত পাকিস্তানের তিরিশ বছরের যুদ্ধে একটা পরাজয় কোনও ব্যাপার নয়। একবার তো হারতেই পারে। এটা কোনও ম্যাজিক নয়।''

আরও পড়ুন

আরও পড়ুন: পাকিস্তানের বিরুদ্ধে ভারতের কারা? সম্ভাব্য একাদশ Photos

এশিয়া কাপে এক্স ফ্যাক্টর কে হতে পারেন?
এশিয়া কাপে ভারত ভাল খেলবে বলেই বিশ্বাস সৌরভের। এক্স ফ্যাক্টর হিসেবে ভারতের পাশাপাশি পাকিস্তানের বেশ কিছু ক্রিকেটারের নামও একের পর এক বলে গেলেন সৌরভ। তিনি বলেন, ''যে দলে রোহিত শর্মা, বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া, ঋষভ পন্ত, কেএল রাহুলের মত ক্রিকেটার রয়েছে সেখানে এক্স ফ্যাক্টর যে কেউই হতে পারে। আবার পাকিস্তানেও বাবর আজম, রিজওয়ানের মতো ক্রিকেটার রয়েছে। রয়েছে আরও তরুণ কিছু ক্রিকেটার। যে কেউ এক্স ফ্যাক্টর হতে পারে।''

Advertisement
Read more!
Advertisement
Advertisement