Advertisement

Sourav Ganguly on Wriddhiman Saha: 'ও সুযোগ পেলে...' WTC ফাইনালে ঋদ্ধির বাদ পড়া নিয়ে মুখ খুললেন সৌরভ

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (World Test Championship) ফাইনালে ভারতীয় দলে (Team India) জায়গা পাননি ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha)। ঋষভ পন্ত (Rishabh Pant) চোট পেয়ে ছিটকে যাওয়ার পরে অনেকেই মনে করেছিলেন ভারতীয় দলে জায়গা পেতে পারেন বাঙালি উইকেটকিপার। তবে তাঁর জায়গায় ইশান কিশানকে (Ishan Kishan) দলে নেওয়া হয়। ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ও (Sourav Ganguly) এবার এই বিষয়ে মুখ খুললেন।

সৌরভ গঙ্গোপাধ্যায় ও ঋদ্ধিমান সাহাসৌরভ গঙ্গোপাধ্যায় ও ঋদ্ধিমান সাহা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 25 May 2023,
  • अपडेटेड 10:23 AM IST
  • 'ঋদ্ধিমান সুযোগ পেলে ভালো লাগত', মত সৌরভের
  • বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা হয়নি ঋদ্ধির

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (World Test Championship) ফাইনালে ভারতীয় দলে (Team India) জায়গা পাননি ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha)। ঋষভ পন্ত (Rishabh Pant) চোট পেয়ে ছিটকে যাওয়ার পরে অনেকেই মনে করেছিলেন ভারতীয় দলে জায়গা পেতে পারেন বাঙালি উইকেটকিপার। তবে তাঁর জায়গায় ইশান কিশানকে (Ishan Kishan) দলে নেওয়া হয়। ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ও (Sourav Ganguly) এবার এই বিষয়ে মুখ খুললেন।

ঋদ্ধিমান ভারতীয় দলে সুযোগ না পাওয়ায় প্রতিক্রিয়া জানিয়েছেন সৌরভ। ভারতের প্রাক্তন অধিনায়ক বলেন, ‘ও সুযোগ পেলে খুশি হতাম।’ ইংল্যান্ডের পরিবেশে অভিজ্ঞতা প্রয়োজন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মতো হাইভোল্টেজ ম্যাচে কেন ঋদ্ধিমানকে সুযোগ দেওয়া হল না, এই নিয়ে গর্জে উঠেছিলেন দেশ বিদেশের অনেক প্রাক্তন ক্রিকেটারই। তবে সেই রাস্তায় হেঁটে বিতর্ক বাড়াতে চাননি সৌরভ। তিনি আরও বলেন, ‘এটা একেবারেই নির্বাচকদের সিদ্ধান্ত। পাশাপাশি অস্ট্রেলিয়ার সঙ্গে যখন টেস্ট সিরিজ জেতে ভারত তখন শ্রীকর ভরত ভারতের উইকেটকিপার ছিল।‘ 

আরও পড়ুন

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতীয় দল ভালো ক্রিকেট খেলবে বলে আশাবাদী সৌরভ। যদিও এই ম্যাচ রোহিত শর্মাদের জন্য যে বেশ কঠিন হতে পারে তাও জানিয়ে দেন তিনি। ফাইনালের ভবিষ্যৎবানী করতে গিয়ে তাই কিছুটা দোলাচলে সৌরভ। তিনি বলেন, ‘দারুণ খেলা হবে। বলতে পারব না কে জিতবে। তবে অবশ্যই চাইব ভারত জিতুক। যদিও এই ম্যাচ সবসময়ই ৫০-৫০।‘

আরও পড়ুন: এবার বিস্ফোরক সৌরভ, ত্রিপুরার ব্র্যান্ড অ্যাম্বাসাডর ইস্যুতে টানলেন রাজনীতির প্রসঙ্গ
 
আইপিএল-এ দারুণ ক্যাপ্টেন্সি করছেন মহেন্দ্র সিং ধোনি। ১০ বার চেন্নাই সুপার কিংসকে পৌঁছে দিয়েছেন আইপিএল ফাইনালে। যা দেখে মুগ্ধ ভারতীয় দলের প্রাক্তন ক্যাপ্টেনও। সৌরভ বলেন, ‘ধোনি দুর্দান্ত, বড় ম্যাচে যে ভাবে অধিনায়কত্ব করছে, তা অতুলনীয়।‘ এবারের আইপিএল-এ বেশকিছু তরুণ ক্রিকেটার উঠে আসছেন। তাদের নিয়েও প্রশংসা শোনা গেল সৌরভের গলায়। তিনি বলেন, ‘আইপিএল একটা বিরাট টুর্নামেন্ট। এবারে শুধু রিঙ্কু সিং নয়, পাশাপাশি দারুণ খেলেছে রাজস্থানের যশস্বী জয়সওয়াল, ধ্রুভ জুড়েলরা।‘    

Advertisement

Read more!
Advertisement
Advertisement