দক্ষিণ আফ্রিকাকে তাদের দেশেই একদিনের সিরিজের প্রথম ম্যাচে হারিয়ে দিল বাংলাদেশ (Bangladesh Cricket)। প্রথম একদিনের ম্যাচেই ৩৮ রানে জয় তুলে নিল বাংলাদেশ। নায়ক সাকিব-আল হাসান (Shakib Al Hasan)। সেঞ্চুরিয়ানে প্রথমে ব্যাট করতে নেমে ৩১৪ রান করে ফেলে বাংলাদেশ।
শুরু থেকেই দারুণ ব্যাট করেন দুই ওপেনার। অধিনায়ক তামিম ইকবাল ৬৭ বলে ৪১ রান করে আউট হলেও হাফ সেঞ্চুরি করেন লিটন দাস। ৬৪ বলে ৭৭ রানের ইনিংস খেলেন সাকিব। মুশফিকুর রহিম ১২ বলে ৯ রান করে আউট হলেও ৪৪ বলে ৫০ রান করেন ইয়াসির আলি। ১৭ বলে ২৫ রান করেন মহমদুল্লাহ রিয়াদ। আরিফ হোসেন ১৩ বলে ১৭ রান করেন। ৫০ ওভারে সাত উইকেট হারিয়ে ৩১৪ রান করে বাংলাদেশ।
দুটি করে উইকেট নেন মার্কো জেনসন ও কেশব মহারাজ। একটি করে উইকেট পেয়েছেন লুঙ্গি এনগিড়ি, কাগিসো রাবাডা ও অ্যান্ডিল ফেলুকাও।
জবাবে ব্যাট করতে নেমে ২৭৬ রানেই গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস। শুরু থেকেই উইকেট হারাতে থাকে তারা। রসি ভ্যান ডার ডুসেন ৯৮ বলে ৮৬ রান করেন। ৫৭ বলে ৭৯ রান করেন ডেভিড মিলার। এছাড়া কেউই তেমন বড় রান পাননি। কেশব মহারাজ শেষদিকে কিছুটা চেষ্টা করেছিলেন ১৬ বলে ২৩ রান করে আউট হন তিনি। ১০ বলে ১৫ রান করে অপরাজিত থাকেন লুঙ্গি এনগিড়ি।
একাই চার উইকেট নেন মেহেদি হাসান। নয় ওভার বল করে ৬১ রান দিয়ে চারটি উইকেট নেন তিনি। ১০ ওভারে মাত্র ৩৬ রান দিয়ে তিন উইকেট তাসকিন আহমেদের। আট ওভারে ৪৭ রান দিয়ে দুই উইকেট নেন শরিফুল ইসলাম। একটি উইকেট রিয়াদের। ১০ ওভারে ৫৪ রান দিলেও উইকেট পাননি সাকিব।