Advertisement

T20 World Cup 2024 South Africa vs West Indies: T20 বিশ্বকাপের সেমি ফাইনালে দঃ আফ্রিকা, হাড্ডাহাড্ডি ম্যাচে হেরে বিদায় ওয়েস্ট ইন্ডিজের

আয়োজক ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে টি২০ বিশ্বকাপের সেমি ফাইনালে পৌঁছে গেল দক্ষিণ আফ্রিকা। সোমবার নর্থ সাউন্ডের স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে দক্ষিণ আফ্রিকা ডিএলএস নিয়মে ৩ উইকেটে জয় পায়। তবে বেশ কষ্ট করেই সেই লক্ষ্যে পৌঁছতে হয়েছে দক্ষিণ আফ্রিকাকে। 

কেশব মহারাজ শেষ ওভারে দুর্দান্ত বোলিং করে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন (@ICC)
Aajtak Bangla
  • অ্যান্টিগা,
  • 24 Jun 2024,
  • अपडेटेड 11:18 AM IST

আয়োজক ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে টি২০ বিশ্বকাপের সেমি ফাইনালে পৌঁছে গেল দক্ষিণ আফ্রিকা। সোমবার নর্থ সাউন্ডের স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে দক্ষিণ আফ্রিকা ডিএলএস নিয়মে ৩ উইকেটে জয় পায়। তবে বেশ কষ্ট করেই সেই লক্ষ্যে পৌঁছতে হয়েছে দক্ষিণ আফ্রিকাকে। 

দক্ষিণ আফ্রিকা শীর্ষে থেকে সেমিফাইনালে
ডিএলএস নিয়মে, দক্ষিণ আফ্রিকাকে জিততে ১৭ ওভারে করতে হত ১২৩ রান। পাঁচ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা। এই জয়ের ফলে সেমি ফাইনালে উঠেছে হেনরি ক্লাসেনের দল। এই গ্রুপ থেকে ইতিমধ্যেই সেমি ফাইনালে উঠেছে ইংল্যান্ড। গ্রুপ-২-এ ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে দক্ষিণ আফ্রিকা। যেখানে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ইংলিশ দল। ফলে বিদায় নিশ্চিত হয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকার।

এই ম্যাচে দক্ষিণ আফ্রিকা ১৩৫ রান তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায়। বল করতে এক ওভারে দুই উইকেট তুলে নেন আন্দ্রে রাসেল। এরপরেই শুরু হয় বৃষ্টি। সেই সময় প্রোটিয়াদের স্কোর ছিল দুই উইকেটে ১৫ রান। কিন্তু বৃষ্টি থামার পর খেলা শুরু হলে ম্যাচ ছোট হয়ে যায়।  দক্ষিণ আফ্রিকার হয়ে ক্রিস্টান স্টাবস ২৭ বলে চারটি চারের সাহায্যে ২৯ রান করেন। পাশাপাশি ২২ রানের ইনিংস খেলেন হেনরিক ক্লাসেন।

জয়ের জন্য শেষ ওভারে পাঁচ রান করতে হত দক্ষিণ আফ্রিকাকে। ওবেদ ম্যাককয়ের ওই ওভারে মার্কো জ্যানসেন প্রথম বলেই ছক্কা মেরে দক্ষিণ আফ্রিকা দলকে জয় এনে দেন। জ্যানসেন ২১ রান করে অপরাজিত থাকেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে তিনটি উইকেট নেন রোস্টন চেজ। দুটি করে উইকেট নেন আন্দ্রে রাসেল ও আলজারি জোসেফ।

হাফ সেঞ্চুরি করেন পুরান
এর আগে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ২০ ওভারে আট উইকেট হারিয়ে ১৩৫ রান করেছিল। ওয়েস্ট ইন্ডিজের হয়ে, নিকোলাস পুরান ৪২ বলে ৫২ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন, যার মধ্যে তিনটি চার এবং দুটি ছক্কা ছিল। যেখানে ওপেনার ব্যাটসম্যান কাইল মায়ার্স ৩৪ বলে ৩ চার ও ২ ছক্কার সাহাজ্যে করেন ৩৫ রান। আন্দ্রে রাসেল (১৫) এবং আলজারি জোসেফ (১১) রান করে আউট হন। এ ছাড়া কোনও ব্যাটারই দুই অঙ্কের রান করতে পারেননি। দক্ষিণ আফ্রিকার পক্ষে চায়নাম্যান বোলার তাবরেজ শামসি ২৭ রানে তিনটি উইকেট নেন। পাশাপাশি কেশব মহারাজ, মার্কো জানসেন, কাগিসো রাবাদা এবং এইডেন মার্করাম একটি করে উইকেট নেন।
 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement