Advertisement

East Bengal: মরশুম শেষের আগেই হয়তো স্টিফেন-ছাঁটাই, সুপার কাপে ইস্টবেঙ্গল কোচ কে?

সুপার কাপের (Super Cup 2023) আগেই যদি স্টিফেন কনস্ট্যানটাইন (Stephen Constantine)  দায়িত্ব ছেড়ে দেন, তবে তাঁর জায়গায় ইস্টবেঙ্গলের (East Bengal) কোচের হটসিটে কে বসবেন? তা নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। সূত্রের খবর, সুপার কাপে লাল-হলুদের দায়িত্ব সামলাতে নতুন কাউকে নিয়োগ করবে না ইস্টবেঙ্গল। কোচ হিসেবে বেঙ্কটেশ ও বিনো জর্জের নাম শোনা যাচ্ছে।

ইস্টবেঙ্গলইস্টবেঙ্গল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 Mar 2023,
  • अपडेटेड 12:49 PM IST
  • উঠে আসছে একাধিক কোচের নাম
  • স্টিফেনের জায়গায় দায়িত্বে কে?

সুপার কাপের (Super Cup 2023) আগেই যদি স্টিফেন কনস্ট্যানটাইন (Stephen Constantine)  দায়িত্ব ছেড়ে দেন, তবে তাঁর জায়গায় ইস্টবেঙ্গলের (East Bengal) কোচের হটসিটে কে বসবেন? তা নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। সূত্রের খবর, সুপার কাপে লাল-হলুদের দায়িত্ব সামলাতে নতুন কাউকে নিয়োগ করবে না ইস্টবেঙ্গল। কোচ হিসেবে বেঙ্কটেশ ও বিনো জর্জের নাম শোনা যাচ্ছে।

ক্লাবের পক্ষ থেকে পরের মরশুমের জন্য ফুটবলার ও কোচের তালিকাও ইতিমধ্যেই পাঠিয়ে দেওয়ার হয়েছে ইমামি (Emami Group) কর্তৃপক্ষের কাছে। ক্লাব সূত্রের দাবি, এই বারে লাল-হলুদে খেলা নয় ফুটবলরকে সই করানোর কথা জানিয়েছে ক্লাব। জানা গিয়েছে, সেই তালিকায় রয়েছেন আগে আইএসএল-এ খেলা বেশ কয়েকজন ফুটবলার। তালিকায় নাম রয়েছে বার্থালোমিউ ওগবেচের মতো ফুটবলারও। তবে তাদের পাওয়া যাবে কিনা তা নিয়ে নিশ্চয়তা নেই। 

আরও পড়ুন

কোচেদের নামও পাঠিয়ে রেখেছে ক্লাব। সুত্রের খবর ছয় কোচের নাম পাঠিয়ে রেখেছে লাল-হলুদ ক্লাব। এটিকের হয়ে আইএসএল জেতা অ্যান্টনিও লোপেজ হাবাস, মুম্বই সিটি এফসি-কে আইএসএল জেতানো সের্জিয়ো লোবেরা ছাড়াও ওয়ারেন জয়েস, অ্যান্তোনিয়ো কামাচো, টমাস ব্রাডরিচ ও মানোলো মারকুয়েজের নাম দিয়েছে ইস্টবেঙ্গল। তবে তাদের পাওয়ার ক্ষেত্রেও প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে। 

ইস্টবেঙ্গল ক্লাবের এক কর্তা জানান, 'আমরা ইতিমধ্যেই সেই তালিকা পাঠিয়ে দিয়েছি। তালিকায় ভারতের খেলে যাওয়া কিছু নামি ফুটবলরের নাম যেমন রয়েছে, তেমন ভাবেই অন্যান্য লিগে খেলা ফুটবলররাও রয়েছে। বেশ কিছু ফুটবলরকে ট্রান্সফার ফি দিয়েও দলে নেওয়া হতে পারে। আমরা বেশ বড় একটা তালিকা পাঠিয়েছি। কারণ সমস্ত ফুটবলারকেই যে পাওয়া যাবে তেমিনটা নিশ্চিত করে বলা যায় না।'
দলের পারফরম্যানসে খুশি না হলেও সেই তালিকায় এই মরশুমে খেলা কিছু ফুটবলারও রয়েছে বলে সূত্রের দাবি। তবে সুপার কাপে ইসস্টবেঙ্গল ভাল খেলে মরশুমটা ভালভাবে শেষ করতে পারে কি না সেটাই দেখার। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement