বিরাট কোহলি (Virat Kohli) নয়, এশিয়া কাপের (Asia Cup 2023) আগে ইয়ো ইয়ো টেস্টে সবচেয়ে বেশি স্কোর করেছেন শুভমন গিল (Subhman Gill)। এমনটাই শোনা যাচ্ছে। এশিয়া কাপের আগে ফিটনেসের পরীক্ষা নেয় বিসিসিআই (BCCI)। সেই পরীক্ষার ফল নেটমাধ্যমে প্রকাশ করে দেওয়ায়, বোর্ডের তোপের মুখে পড়তে হয়েছে বিরাটকে। তাঁর কাছে জবাবদিহি চেয়েছে বিসিসিআই। তবে এবার সামনে এল একেবারে অন্য তথ্য।
বিরাটকে ছাড়িয়ে গিয়েছেন ভারতীয় দলের ওপেনার শুভমন গিল। অনেকেই মনে করেন, বিরাট কোহলি ভারতের তো বটেই, বিশ্বের অন্যতম ফিট ক্রিকেটার। তবে এবার ভারতীয় ক্রিকেটারদের মধ্যে তিনি শীর্ষে থাকতে পারলেন না। সোশ্যাল মিডিয়ায় বিরাট নিজেই জানিয়েছিলেন, ইয়ো ইয়ো টেস্টে তাঁর স্কোর ১৭.২। তবে খবর, ২৩ বছর বয়সী গিল নাকি তাঁকে টপকে গিয়েছেন। ইয়ো ইয়ো টেস্টে গিলের স্কোর বিরাটের থেকে বেশ কিছুটা বেশি। ১৮.৭। খবর অনুযায়ী, ইয়ো ইয়ো টেস্টে অংশগ্রহণকারী সকল ভারতীয় ক্রিকেটারই প্রয়োজনীয় ১৬.৫ সীমা পার করতে পেরেছেন। ফলে এশিয়া কাপে ভারতীয় দলে ফিটনেস সমস্যা নেই বলেই ধরে নেওয়া যায়।
তবে শোনা যাচ্ছে কেএল রাহুল, যশপ্রীত বুমরা, প্রসিদ্ধ কৃষ্ণ, তিলক ভার্মা এবং সঞ্জু স্যামসন (রিজার্ভ সদস্য) নাকি এই পরীক্ষায় অংশগ্রহণ নেননি। তাঁরা আয়ারল্যান্ড সফর থেকে না ফেরায়। এক বিসিসিআই সূত্র জানিয়েছেন, 'কিছু খেলোয়াড়ের ইয়ো ইয়ো টেস্টের ফলাফল তাঁর শেষ ম্যাচ খেলার সময় যা ছিল, তার থেকে এখন অনেকটাই ভিন্ন হতে পারে। শেষ কয়েক সপ্তাহ ফিটনেস নিয়ে খেলোয়াড়রা কতটা খেটেছেন, তার উপরই সবটা নির্ভর করে। এখনও পর্যন্ত গিলই সর্বাধিক ১৮.৭ স্কোর করেছেন। সিংহভাগ খেলোয়াড়রা ১৬.৫ থেকে ১৮-র মধ্যেই স্কোর করেছেন।'
বিরাট কোহলি ইয়ো-ইয়ো টেস্টের স্কোর শেয়ার করার পর, অন্যান্য খেলোয়াড়দের এই টেস্টের স্কোর জানাতে বারণ করে। খবরে বলা হয়েছে, বিসিসিআই কর্তাদের কাছ থেকেই এমন নির্দেশ এসেছে। বোর্ড তাদের তারকা খেলোয়াড়ের গোপন তথ্য প্রকাশ করা ভালোভাবে নেয়নি। বিষয়টি সম্পর্কে বিসিসিআইয়ের একটি সূত্র দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছে, ‘খেলোয়াড়দের মৌখিকভাবে জানানো হয়েছে যে সোশ্যাল মিডিয়ায় কোনও গোপনীয় বিষয় পোস্ট করা যাবে না। তারা প্রশিক্ষণের সময় ছবি পোস্ট করতে পারে, কিন্তু স্কোর পোস্ট করা মানে চুক্তির শর্তাবলী লঙ্ঘন।’