Advertisement

FIFA World Cup 2022: আচমকা অসুস্থ ৩ ফুটবলার, ফাইনালের আগে বিপাকে ফ্রান্স

FIFA World Cup 2022: আচমকা অসুস্থ ৩ ফুটবলার, ফাইনালের আগে বিপাকে ফ্রান্স। ফ্রান্সের অন্তত তিন জন ফুটবলার ‘কোল্ড ভাইরাস’ বা ঠান্ডার ভাইরাসে আক্রান্ত বলে জানানো হয়েছে। দুই ফুটবলারের অবস্থা বেশ খারাপ। তাঁদের বাকিদের থেকে আলাদা রাখা হয়েছে।

আচমকা অসুস্থ ৩ ফুটবলার, ফাইনালের আগে বিপাকে ফ্রান্স
Aajtak Bangla
  • কাতার,
  • 16 Dec 2022,
  • अपडेटेड 7:00 PM IST
  • আচমকা একাধিক ফুটবলার অসুস্থ
  • মেগা ফাইনালের আগে বিপাকে ফ্রান্স
  • অ্যাডভান্টেজ আর্জেন্টিনা

FIFA World Cup 2022: আরও একটা বিশ্বকাপের ফাইনালে ফ্রান্স (FIFA World Cup 2022 final)। পরপর দুবার খেতাব জয়ের বিরল নজিরের সামনে। গোটা বিশ্বে এই নজির রয়েছে শুধু পেলের ব্রাজিলের। রবিবার ট্রফির লড়াইয়ে প্রতিপক্ষ আর্জেন্টিনা (Argentina Vs France)। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে সেরা একাদশকে মাঠে নামানো নিয়ে চিন্তায় ফ্রান্স শিবির। কারণ? ফরাসি দলের একাধিক সদস্য আচমকা অসুস্থ।

তিন ফুটবলার আইসোলেশনে, নজরে বাকিরা

ফ্রান্সের অন্তত তিন জন ফুটবলার ‘কোল্ড ভাইরাস’ বা ঠান্ডার ভাইরাসে আক্রান্ত বলে জানানো হয়েছে। দুই ফুটবলারের অবস্থা বেশ খারাপ। তাঁদের বাকিদের থেকে আলাদা রাখা হয়েছে। আইসেো ফ্রান্স শিবিরের আশা, হাতে দিন দুয়েক সময় থাকায় ফাইনালে সেরা দল নামাতে সমস্যা হবে না। অসুস্থ ফুটবলারের সংখ্যা আরও বাড়লে উদ্বেগ বাড়বে।

কী বলছেন ফরাসি কোচ

ফ্রান্স কোচ দিদিয়ের দেশঁ জানিয়েছেন, দুই ফুটবলারের শরীরে অসুস্থতার উপসর্গ রয়েছে। রক্ষণ ভাগের ফুটবলার দায়োত উপামেকানো এবং মাঝমাঠের ফুটবলার আদ্রিয়েঁ হাবিয়েঁর শরীর বেশ খারাপ। মরক্কোর বিরুদ্ধে সেমিফাইনালেও খেলেননি তাঁরা। দেশঁ বলেছেন, ‘‘উপামেকানোর পরিস্থিতি তিন দিন বেশ খারাপ ছিল। ইংল্যান্ডের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালের পরেই অসুস্থ হয়ে পড়েছিল ও। কিংগসলে কোমানও অসুস্থ। তবে তিনি আশা প্রকাশ করেছেন, ফাইনালে পুরো শক্তি নিয়েই মাঠে নামতে পারবেন তাঁরা। তবু সাবধানতা হিসাবেই অসুস্থ ফুটবলারদের আলাদা রাখা হয়েছে।’

তবে তাড়াহুড়ো করতে চাইছেন না ফ্রান্স কোচ দিদিয়ে। তিনি শনিবার পর্যন্ত পরিস্থিতি দেখে তবেই ফাইনালের পরিকল্পনা করতে চান। দেশঁ বলেছেন, এই মরসুমে ফ্লু হয়। সেটাই হচ্ছে অনেকের। আমরা সবাই সাবধানে থাকার চেষ্টা করছি। ফুটবলারদের অনেকের সমস্যা হচ্ছে। অনেকের রোগ প্রতিরোধ ক্ষমতা একটু কমে গিয়েছে।’’ এয়ার কন্ডিশনার থেকে সংক্রমণ হতে পারে। কারণ কাতারের স্টেডিয়ামগুলিতে তাপমাত্রা সহনশীলতা রাখার জন্য শীতাতপযন্ত্র ব্যবহার করা হচ্ছে। খেলা দেখতে বিভিন্ন দেশের হাজার মানুষ আসছেন। শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের মাধ্যমে এ ধরনের ফ্লু সহজেই ছড়িয়ে পড়তে পারে।

Advertisement

কাতারে দিনের তাপমাত্রা গত এক মাস ধরে মোটের উপর ২৫ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকছিল। গত তিন-চার দিন তাপমাত্রা হঠাৎ কয়েক ডিগ্রি কমে গিয়েছে। আবহাওয়ার এই পরিবর্তনের জন্য অসুস্থতার পরিমাণ বেড়েছে সেখানে। দেশঁ বলেছেন, ‘‘হঠাৎ এ ভাবে তাপমাত্রা কমে গেলে সমস্যা হতে পারে। এ রকম সময় বেশি সতর্ক থাকতে হয়। আমাদের শুধু এই ভাইরাসটাই যা ভাবাচ্ছে। এ ছাড়া ফাইনাল ম্যাচ নিয়ে কোনও টেনশন নেই বলেও দাবি তাঁর।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement