ভারতীয় দলের হয়ে খেলার পরেই জামাইষষ্ঠী করতে চলে এলেন সুনীল। বুধবারও নিজের শ্বশুর বাড়িতে অনেকটা সময় কাটিয়েছিলেন তিনি। বৃহস্পতিবার সুনীলকে দেখা গেল একেবারে বাঙালি জামাইয়ের পোশাকে। পোলাও,বেগুন ভাজা,মিক্সড তরকারি,ফুলকপি এবং শেষ পাতে পায়েস আর পান। জামাইষষ্ঠী বেশ চেটেপুটে খেলেন সুনীল ছেত্রী। আর তারপরেই স্ত্রী সোনামকে সঙ্গে নিয়ে সোজা ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের কাছে ছুটলেন ভারতীয় ফুটবলের আইকন।
ব্যক্তিগত প্রয়োজনে ক্রীড়ামন্ত্রীর কাছে গিয়েছিলেন। কিন্তু তিনি থাকবেন আর ফুটবল নিয়ে আলোচনা হবে না হয় না কি? নিউ সেক্রেটারিয়েট বিল্ডিং-এ অরূপ বিশ্বাসের ঘরে বসে সুনীল বললেন তার জীবনের কঠিন সময়ের কথা। ভারতীয় ফুটবল দলের অধিনায়ক বলেন, ''২০০৯ সালটা আমার খুব খারাপ কেটেছে। কারণ ওই বছরটা চোটের কারণে সে ভাবে খেলতে পারিনি।''
১৬ বছরের ফুটবল কেরিয়ারে সেরা সময় কাটাচ্ছেন এই বছরে। এমনটাই মনে করেন সুনীল। তিনি বলেন,''আমার কাছে সেরা অবশ্যই চলতি বছরটা।'' এশিয়ান কাপে কোয়ালিফাই করার পর আপাতত চোখ এশিয়ান কাপের মূলপর্বের প্রস্তুতিতে। সুনীল মানছেন এই পর্বে তিনটি জয় পেলেও মূলপর্বে এই পারফরম্যান্স বজায় রাখা কঠিন। কারন প্রতিপক্ষ দল আরও শক্তিশালী। প্রস্তুতির জন্য পরিকল্পনা করে দীর্ঘ অনুশীলন প্রয়োজন বলে মনে করেন। প্রস্তুতি শিবির কলকাতায় হলে আপত্তি নেই। তবে পরিকাঠামোগত সুযোগ সুবিধা আরও উন্নত হওয়া দরকার বলে মনে করেন।
আরও পড়ুন: আজ সুনীলের 'জামাইষষ্ঠী', এলাহি আয়োজন শ্বশুর সুব্রত ভট্টাচার্যের, দেখুন সব ছবি
আরও পড়ুন: ফের ইস্টবেঙ্গলে হানা চেন্নাইয়িন FC-র! নিয়ে নিল রফিককে
৩৭ বছর বয়সেও সুনীল ছেত্রী ক্লান্তিহীন। আপাতত অবসরের ভাবনা যে নেই তার ইঙ্গিত দিলেন। যতদিন ফুটবল উপভোগ করছেন ততদিন খেলা চালিয়ে যেতে চান সুনীল। নতুনদের মধ্যে অনেকেই তাঁর জুতোয় পা গলাতে পারে বলে মনে করেন সুনীল। সন্দেশ ঝিঙ্গান,মনবীর সিং, লিস্টন কোলাসো,অনিরুদ্ধ থাপা সহ একাধিক নাম করে গেলেন ভারতীয় দলের ক্যাপ্টেন।