Advertisement

Sunil Chhetri Retirement: ৬০ হাজার সুনীল থাকবে গ্যালারিতে, ছেত্রীকে শ্রদ্ধা জানাতে চমকপ্রদ উদ্যোগ

৬ জুন সুনীল ছেত্রী দেশের হয়ে শেষ ম্যাচ খেলতে নামছেন কলকাতায়। বিশ্বকাপ যোগ্যতা নির্ণায়ক ম্যাচে ভারতীয় দলের প্রতিপক্ষ কুয়েত। সেই ম্যাচ নিয়ে বিশেষ পরিকল্পনা আইএফএ-এর। ৬০ হাজার দর্শককে সুনীলের মুখোশ পরানোর পরিকল্পনা করছে বাংলার ফুটবলের নিয়ামক সংস্থা। এমনটাই সূত্রের খবর। পাশাপাশি আরও কিছু বিশেষ পরিকল্পনা রয়েছে বলে জানা যাচ্ছে। শনিবারই এই ম্যাচ নিয়ে বৈঠকে বসেছিলেন আইএফএ কর্তারা। 

sunil chhetrisunil chhetri
Aajtak Bangla
  • কলকাতা,
  • 19 May 2024,
  • अपडेटेड 12:12 PM IST

৬ জুন সুনীল ছেত্রী দেশের হয়ে শেষ ম্যাচ খেলতে নামছেন কলকাতায়। বিশ্বকাপ যোগ্যতা নির্ণায়ক ম্যাচে ভারতীয় দলের প্রতিপক্ষ কুয়েত। সেই ম্যাচ নিয়ে বিশেষ পরিকল্পনা আইএফএ-এর। ৬০ হাজার দর্শককে সুনীলের মুখোশ পরানোর পরিকল্পনা করছে বাংলার ফুটবলের নিয়ামক সংস্থা। এমনটাই সূত্রের খবর। পাশাপাশি আরও কিছু বিশেষ পরিকল্পনা রয়েছে বলে জানা যাচ্ছে। শনিবারই এই ম্যাচ নিয়ে বৈঠকে বসেছিলেন আইএফএ কর্তারা। 

কলকাতা সবসময়ই সুনীলের জন্য স্পেশাল। শুধু শহরের জামাই বলে নয়, কলকাতার তিন-তিনটে ক্লাবে সুনীল খেলেছেন খেলেছেন কেরিয়ারের একটা লম্বা সময়। যুবভারতীতে জাতীয় দলের হয়েও প্রচুর ম্যাচ খেলেছেন তিনি। এই মাঠেই এএফসি এশিয়ান কাপে (AFC Asian Cup) মূলপর্বের খেলায় যোগ্যতা অর্জন করেছিল সুনীলের নেতৃত্বাধীন ব্লু টাইগার্সরা। ফলে তাঁর এই কেরিয়ার স্মরণীয় করে রাখতেই এমন উদ্যোগ আইএফএ-এর। সুনীল যে শেষ ম্যাচটা কলকাতাতেই খেলছেন সেটা তাঁদের কাছে সম্মানের বলে মনে করেন আইএফএ কর্তারা। 

আইএফএ কর্তারা আশা করছেন, সুনীলের শেষ ম্যাচে আবেগে ভেসে যাবে ৬০ হাজারি গ্যালারি। আর তাই মাঠে হাজির হওয়া সাধারণ দর্শকদের দেওয়া হবে সুনীলের মুখোশ। ইতিমধ্যেই মুখোশ বানানোর কাজও শুরু হয়ে গিয়েছে বলে সূত্রের খবর। সেটাই বিলি করা হবে ম্যাচের দিন মাঠে আসা সমর্থকদের মধ্যে। পাশাপাশি ম্যাচ শেষে সুনীলকে সংবর্ধনা দেওয়ার ভাবনাও রয়েছে কর্তাদের। এর আগেও কলকাতা ময়দানে এমন মুখোশ দেখা গিয়েছে। তবে তা মূলত ছিল মোহনবাগান সমর্থকদের আবেগের কারণে। সনি নর্দের শেষ ম্যাচে মুখোশ পরে এসেছিলেন সবুজ-মেরুন সমর্থকরা। আর কোচ সঞ্জয় সেনের জন্যও মুখোশ পরে এসেছিলেন মেরিনার্সরা। এ ছাড়া ক্রিকেটে এমনটা করার উদ্যোগ নেওয়া হলেও তা সফল হয়নি। বিরাট কোহলির জন্মদিনে ভারতীয় দলের ম্যাচ ইডেনে থাকায়, সিএবি চেয়েছিল বিরাটের মুখোশ পরে আসুন দর্শকরা। তবে আইসিসি-র বিধি নিষেধের কারণে তা সম্ভব হয়নি।         

Advertisement
Read more!
Advertisement
Advertisement