২৮ সেপ্টেম্বর, রবিবার এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। আর সেই ম্যাচে ইন্ডিয়ার ওপেনিং ব্যাটার অভিষেক শর্মা সেঞ্চুরি হাঁকিয়ে ফেলবেন বলে ভবিষদ্বাণী করেছেন ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি সুনীল গাভাস্কার।
তাঁর মতে, এশিয়া কাপে দারুণ ফর্মে রয়েছে অভিষেক। আর সেই ফর্ম ফাইনালেও পাঞ্জাবের ব্যাটার ধরে রাখবেন বলে আশাবাদী গাভাস্কার। তিনি নিজের বক্তব্যে অভিষেকের জমিয়ে প্রশংসা করেছেন।
ইন্ডায়া টুডে-তে গাভাস্কার বলেন, 'অভিষেক শর্মা সুযোগ হাত থেকে যেতে দেবে না। ও দারুণ ফর্মে আছে। আগেই অর্ধশতরান করে ফেলেছে। বাংলাদেশের বিরুদ্ধে রান আউট হওয়ার কারণে সেঞ্চুরি মিস হয়। কিন্তু এই বার ও আবার বড় একটা ইনিংস খেলার চেষ্টা করবে। এমনকী ৩ অঙ্কের স্কোরও করতে পারে।'
এশিয়া কাপে অভিষেক শর্মার স্কোর
চলতি এশিয়া কাপে সর্বোচ্চ রান করেছে অভিষেক শর্মা। তিনি ৬ ম্যাচে ৩০৯ রান করেছেন। সেই সঙ্গে করেছেন ৩টি অর্ধ শতরান। অভিষেকের স্ট্রাইক রেট ২০৪.৬৩। পাশাপাশি রানের গড় ৫১.৫০।
তিনি পাকিস্তানের সঙ্গে ২১ সেপ্টেম্বরের ম্যাচে করেছিলেন ৭৪ রান। আর সে দিনই তিনি হ্যারিস রাউফের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন।
শোয়েবও করেছেন প্রশংসা
পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার শোয়েব আখতারও অভিষেকের প্রশংসা করেছেন। তাঁর মতে, অভিষেকের উপরই নির্ভর করেছে ভারতের ব্যাটিং। তাই অভিষেকের উইকেটটা প্রথমেই নিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। তাতেই ভারতকে চাপে ফেলা যাবে বলে তিনি মনে করছেন।
ভারত এগিয়ে থেকে শুরু করবে
ফাইনালে অনেকটা এগিয়ে থেকেই খেলতে নামবে ভারত। পাকিস্তানের থেকে ধারেভারে আমাদের দল অনেকটা এগিয়ে আছে বলেই মনে করা হচ্ছে। ব্যাটিং থেকে বোলিং, সব জায়গাতেই ভারত বহু যোজন এগিয়ে।
পাশাপাশি চলতি এশিয়া কাপে ইতিমধ্যেই ২ বার পাকিস্তানকে হারিয়ে দিয়েছে ভারত। যার ফলে ড্রেসিংরুমে ছেলেমেয়েরা আত্মবিশ্বাসে পরিপূর্ণ। অন্যদিকে উল্টো ছবি পাকিস্তান দলের। ২ বার ন্যাজেগোবরে হওয়ার পর তাঁরা খুবই চাপে রয়েছে। খেলোয়াড়দের পাশাপাশি প্রেশারে রয়েছে পাক বোর্ড। তাই কোনও অগঠন না ঘটলে যে ভারতের হাতেই ট্রফি উঠবে, এই বিষয়টা নিয়ে একবারে নিশ্চিত বিশেষজ্ঞরা।
তবে আত্মতুষ্টির কোনও জায়গা নেই। মাঠে নেমে সেরাটা দিতে হবে। সব বিভাগেই হারাতে হবে প্রতিদন্দ্বী দলকে। তাহলেই পাকিস্তানকে দুরমুশ করে ভারত ট্রফি পাবে।