সময়টা একবারেই ভালো যাচ্ছে না রোহিত শর্মার। ইতিমধ্যেই তাঁকে সরিয়ে ভারতের একদিনের দলের অধিনায়ক করা হয়েছে শুভমন গিলকে। এই খবর সামনে আসার পরই রোহিতের ২০২৭ সালের বিশ্বকাপে খেলা নিয়ে প্রশ্ন চিহ্ন উঠে গিয়েছে। আর এমন পরিস্থিতিতে রোহিতের ভবিষ্যৎ নিয়ে একটা বড় দাবি করে ফেললেন ভারতের ক্রিকেটিং লেজেন্ড সুনীল গাভাস্কার। তাঁর মতে, রোহিত যদি ২০২৭ বিশ্বকাপে খেলার জন্য রেডি না হতে পারে, তাহলে আরও খারাপ খবর অপেক্ষা করছে 'শর্মাজি কি বেটার জন্য'।
আসলে এখনও ২০২৭ সালের বিশ্বকাপ খেলবেন কি না, সেটা ঠিক করতে পারছেন না রোহিত শর্মা। যার ফলে ভারতীয় দলের অন্যতম সেরা ওপেনারকে নিয়ে শুরু হয়ে যায় জল্পনা। এমন পরিস্থিতিতেই বিষয়টা নিয়ে মুখ খুললেন ভারতীয় ক্রিকেটের অন্যতম কিংবদন্তি সুনীল গাভাস্কার।
আজতক-এর সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, 'তুমি (রোহিত শর্মা) যদি নিশ্চিত না হও, তুমি যদি বলতে না পারো যে ২ বছরের জন্য তৈরি থাকতে পারবে কি না, তাহলে আরও খারাপ খবরের জন্য তৈরি থাকতে হবে। ও নিজেও জানে যে শুধু ODI খেললে কম ম্যাচ মিলবে। যার ফলে তাকে আরও বেশি প্র্যাকটিস করতে হবে এবং বিজয় হাজারের মতো ট্রফিতে খেলতে হবে। আমার মনে হয়, এই কারণেই ও এমন সিদ্ধান্ত নিয়েছে।'
ভারতের ক্রিকেট ক্যালেন্ডারে টেস্ট ও টি২০
গাভাস্কার জানান, ভারতের ইন্টারন্যাশনাল ক্যালেন্ডার টেস্ট এবং টি২০ ফিক্সচারে ভর্তি। তাই এমন পরিস্থিতিতে রোহিতকে বিশেষ পরামর্শ দিয়েছেন গাভাস্কার। তিনি বলেন, 'আমরা জানি না যে ২০২৭ সালের বিশ্বকাপে রোহিত খেলবে কি না। ও এখন শুধু ODI খেলে। আর আন্তর্জাতিক ক্রিকেট ক্যালেন্ডারের দিকে তাকালে বোঝা যাবে যে ভারত এখন আর খুব বেশি ODI খেলবে না। আর সারাবছরে ৫-৭টা ODI খেলে ওয়ার্ল্ড কাপের মতো বড় টুর্নামেন্টে খেলার মতো প্রস্তুতি সেরে নেওয়া সম্ভব নয়। তাই এই মুহূর্তে তাঁর জায়গা নিশ্চিত নয় দলে। তার বদলে শুভমন গিলকে তৈরি করার চেষ্টা চলেছে।'
যদিও ভারতীয় ক্রিকেটে রোহিতের অবদানের ভূয়সী প্রশংসা করেন রোহিত। কিন্তু তার দাবি যে ভারতের এখন একজন কম বয়সী অধিনায়কের প্রয়োজন। তাঁর কথায়, 'আমার মনে হয় ও অনেক করেছে। ও চ্যাম্পিয়ন্স ট্রফি এবং টি২০ ওয়ার্ল্ড কাপ জিতেছে। তবে ২ বছর পরের কথা ভাবলে, এখন কম বয়সী ক্যাপ্টেনের দরকার। আর সিলেকশন কমিটিও সেই ভাবেই ভাবছে।'