সুপার কাপের (Super Cup 2023) প্রথম ম্যাচে জয় হাতছাড়া ইস্টবেঙ্গলের (East Bengal)। ওড়িশা এফসি-র (Odisha FC) বিরুদ্ধে প্রথম ম্যাচে শুরুতে এগিয়ে থেকেও পয়েন্ট মাঠেই ফেলে আসতে হল লাল-হলুদকে। শেষ মুহূর্তে সহজ সুযোগ নষ্ট করলেন জ্যাক জার্ভিসও (Jake Jervis)। না হলে ৩ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে পারত স্টিফেন কনস্ট্যানটাইনের (Stephen Constantine) ছেলেরা। ম্যাচ শেষ হল ১-১ গোলে। অতীতে ইস্টবেঙ্গলের সঙ্গে ওড়িশা ম্যাচে প্রচুর গোল হয়েছে। তবে কেরলে সুপার কাপের ম্যাচে তা হল না।
প্রথমার্ধেই দারুণ গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন মোবাশির (Mobashir Rahman)। ৩৮ মিনিটে দারুণ কাউন্টার অ্যাটাক থেকে গোল তুলে নেন মোবাশির। নরেন্দ্র গেহলটের ভুলের সুযোগ নিয়ে বল কেড়ে নেন ইস্টবেঙ্গল ফুটবলার। তাঁর শট দ্বিতীয় পোস্টে লেগে জালে ঢোকে। তবে গোটা ম্যাচ জুড়ে দাপট দেখিয়েছে ওড়িশা। কমলজিত গোলের নিচে না থাকলে সমস্যা হতে পারত। অন্তত ৩-৪ বার নিশ্চিত গোল বাঁচিয়েছেন তিনি। বেশ কিছু সুযোগ পেয়েছিল ইস্টবেঙ্গলও। তাঁরাও কাজে লাগাতে না পারায় সমস্যায় পড়তে হল ইস্টবেঙ্গলকে।
দ্বিতীয়ার্ধে বেশ জোরাল আক্রমণ করতে থাকে ওড়িশা। আবারও একই ভুল ধরা পড়ল ইস্টবেঙ্গলের ডিফেন্সে। যার ফলে গোল খেয়ে যেতে হল। ৭৩ মিনিটে গোল করে সমতা ফেরায় ওড়িশা এফসি। গোল করেন নন্দা। চোট নিয়েও দারুণ ভাবে বাঁদিক থেকে উঠতে থাকেন মরিসিও। ইস্টবেঙ্গলের অতুলকে কাটিয়ে নন্দাকে পাস বাড়ান মরিসিও। দেখে শুনে বল গোলে ঠেলেন নন্দা। দুই দলই এরপর একাধিক সুযোগ পেলেও গোল করতে পারেননি।
তবে ম্যাচে জয় পেয়ে যেতে পারত ইস্টবেঙ্গল। শেষ মুহূর্তে গোল করতে পারতেন জ্যাক জার্ভিস। ৯৪ মিনিটে এই সুযোগ পান জার্ভিস। বল জার্ভিসের দিকে ফ্লিক হয়ে এলেও তাঁর শট বারে লেগে ফেরে। ফিরতি বল ধরতেই পারেননি তিনি। এরপরের ম্যাচে হায়দরাবাদ এফসি-র মুখোমুখি হবে ইস্টবেঙ্গল। আইএসএল-এ হায়দরাবাদকে হারিয়েছিল ইস্টবেঙ্গল। এবারও কী তেমনটা করতে পারবে লাল-হলুদ?