Advertisement

Super Cup 2023 Mohun Bagan: জিতলেই সেমিফাইনালে মোহনবাগান, কীভাবে দেখবেন ATKMB vs JFC ম্যাচ LIVE?

সুপার কাপের (Super Cup 2023) দ্বিতীয় ম্যাচে এবার জামসেদপুর এফসি-র (Mohun Bagan vs Jamshedpur FC) মুখোমুখি মোহনবাগান (Mohun Bagan)। কেরলের কালিকটে রাত সাড়ে আটটায় শুরু হবে এই ম্যাচ। প্রথম ম্যাচে গোকুলাম কেরল এফসিকে ৫-১ গোলে হারানোর পর, দারুণ আত্মবিশ্বাসী জুয়ান ফেরান্দোর ছেলেরা। এই ম্যাচ জিততে পারলে মোহনবাগানের সেমিফাইনালে যাওয়াও নিশ্চিত করে ফেলবে মোহনবাগান। তাই এফসি গোয়ার বিরুদ্ধে ম্যাচের আগেই সেমিফাইনালে যাওয়া নিশ্চিত করে ফেলতে চায় সবুজ-মেরুন ব্রিগেড। 

মোহনবাগান দলমোহনবাগান দল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 Apr 2023,
  • अपडेटेड 6:10 PM IST
  • জামসেদপুরের মুখোমুখি মোহনবাগান
  • রাত সাড়ে আটটায় শুরু ম্যাচ

সুপার কাপের (Super Cup 2023) দ্বিতীয় ম্যাচে এবার জামসেদপুর এফসি-র (Mohun Bagan vs Jamshedpur FC) মুখোমুখি মোহনবাগান (Mohun Bagan)। কেরলের কালিকটে রাত সাড়ে আটটায় শুরু হবে এই ম্যাচ। প্রথম ম্যাচে গোকুলাম কেরল এফসিকে ৫-১ গোলে হারানোর পর, দারুণ আত্মবিশ্বাসী জুয়ান ফেরান্দোর ছেলেরা। এই ম্যাচ জিততে পারলে মোহনবাগানের সেমিফাইনালে যাওয়াও নিশ্চিত করে ফেলবে মোহনবাগান। তাই এফসি গোয়ার বিরুদ্ধে ম্যাচের আগেই সেমিফাইনালে যাওয়া নিশ্চিত করে ফেলতে চায় সবুজ-মেরুন ব্রিগেড। 

কলকাতায় এক সপ্তাহ অনুশীলন করার পর কেরলের উদ্দেশ্যে রওনা দিয়েছে সবুজ-মেরুন শিবির। ঘরের মাঠে খেলার সুবিধা পাচ্ছে কেরল। ফলে প্রচুর দর্শক আসতে পারেন মাঠে। এর আগে আইএসএল হোক বা সন্তোষ ট্রফি সব ক্ষেত্রেই প্রচুর দর্শককে কেরলের মাঠে দেখা গিয়েছে। ফলে বিপক্ষের দর্শকদের সামনে খেলতে হবে জুয়ান ফেরান্দোর (Juan Ferrando) ছেলেদের। পাঁচবার একে ওপরের মুখোমুখি হয়েছে। মোহনবাগান জিতেছে দুটি ম্যাচ। আর জামসেদপুর জিতেছে ৩টি।  


কীভাবে ফ্রিতে দেখবেন ম্যাচ?

আরও পড়ুন

ঘরে বসে ফ্রিতে এই ম্যাচের আনন্দ উপভোগ করতে পারবেন ফুটবলপ্রেমীরা। সোমবার বিকেল পাঁচটায় শুরু হবে ম্যাচ। ম্যাচটি সোনি টেন ২ (Sony TEN 2) এবং সোনি টেন টু এইচ ডি (Sony TEN 2 HD)-তে সরাসরি সম্প্রচার করা হবে। Jio ব্যবহারকারীরা Jio TV-তে লাইভ স্ট্রিম দেখতে পারবেন। গোকুলাম কেরল এফসি বনাম মোহনবাগানের হিরো সুপার কাপ 2023-এর লাইভ স্ট্রিমিংও ফ্যানকোড অ্যাপে পাওয়া যাবে। তবে সেক্ষেত্রে সাবস্ক্রাইব করতে হবে। শুধুমাত্র এই ম্যাচের জন্য ফ্যানকোড সাবস্ক্রাইব করতে হলে মাত্র ৫টাকা দিতে হবে। গোটা সুপার কাপ ফ্যান কোডে দেখতে হলে ৭৯ টাকা দিয়ে সাবস্ক্রাইব করতে হবে।    

মোহনবাগানের সম্ভাব্য একাদশ- বিশাল কাইত, তিরি, প্রীতম কোটাল, আশিস রাই, স্লাভকো ডামজানোভিচ, সুমিত রাঠি, কার্ল ম্যাকহিউ, গ্লেন মার্টিন্স, হুগো বুমোস, আশিক ক্রুনিয়ান, মনবীর সিং, দিমিত্রি পেত্রাতোস।

Advertisement
Read more!
Advertisement
Advertisement